এখানে আকাশ নীল (২০১৯-এর ধারাবাহিক)
এখানে আকাশ নীল ২ (২০১৯-এর ধারাবাহিক)
এখানে আকাশ নীল বা এখানে আকাশ নীল ২০১৯ বা এখানে আকাশ নীল সিজন ২ হলো ভারতীয় টেলিভিশন ধারাবাহিক যা, স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে। একই নামে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত স্টার জলসাতে আরেকটি ধারাবাহিক সম্প্রচারিত হয়।
এখানে আকাশ নীল | |
---|---|
ধরন | রোমান্টিক, মেডিকেল,ড্রামা |
নির্মাতা | সুরিন্দর ফিল্মস |
লেখক | সায়ন্তনী ভট্টাচার্য, রূপা ব্যানার্জী, প্রিয়াঙ্কা শেঠ |
পরিচালক | সীমান্ত ব্যানার্জী |
অভিনয়ে | শন ব্যানার্জী, অনামিকা চক্রবর্তী |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
নির্মাণ | |
ব্যাপ্তিকাল | প্রায় ২২ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
মূল মুক্তির তারিখ | ২৩ সেপ্টেম্বর, ২০১৯ – বর্তমান |
ক্রমধারা | |
সম্পর্কিত অনুষ্ঠান | এখানে আকাশ নীল (২০০৮-২০১০) |
অভিনয়ে
সম্পাদনাঅভিনয়ে | চরিত্র | ||
---|---|---|---|
শন ব্যানার্জী | ডঃ উজান চ্যাটার্জী | অনামিকা চক্রবর্তী | হিয়া মিত্র চ্যাটার্জী, |
অন্যান্য
সম্পাদনা- সুদীপা বসু - গায়েত্রী চ্যাটার্জী:সমরেশ-এর মা,উজানের ঠাম্মি।
- কৌশিক চক্রবর্তী - সমরেশ চ্যাটার্জী:উজান-এর বাবা,টিউলিপ হাসপাতালের ৪৬% অংশীদার।
- অদিতি চ্যাটার্জী -বাসবী চ্যাটার্জী:উজান-এর প্রকৃত মা,সমরেশ-এর ১ম স্ত্রী।
- সুজাতা দে -মীনাক্ষী চ্যাটার্জী: সমরেশ-এর ২য় স্ত্রী,উজান-এর সৎ মা।
- সুদীপ সরকার -বিহান চ্যাটার্জী:মীনাক্ষী ও সমরেশ-এর বড় ছেলে,উজানের ১ম সৎ ভাই।
- সত্তম ভট্টাচার্য -রেহান চ্যাটার্জী ওরফে পাবলো:মীনাক্ষী ও সমরেশ-এর মেজো ছেলে,উজানের ২য় সৎ ভাই।
- রুপাসা মন্ডল -জিনিয়া চ্যাটার্জী:মীনাক্ষী ও সমরেশ-এর ছোট মেয়ে,উজানের ৩য় সৎ বোন।
- বিপ্লব ব্যানার্জী -বিকাশ মিত্র:হিয়ার বাবা।
- ফাল্গুনী চ্যাটার্জী -হিয়ার ওষুধ জেঠু ও একজন আর্য়ুবেদিক বিশেষজ্ঞ।
- নিশা পোদ্দার -বুলবুলি মিত্র:হিয়ার পিসতুতো বোন।
- আনন্দ ঘোষ -অভ্রজিৎ সেন ওরফে ডোডো:একজন ব্যবসায়ী ও হিয়ার ছোটবেলার বন্ধু।
- প্রমিতা চক্রবর্তী -ঝিনুক সেন:টিউলিপ হাসপাতালের নতুন ডাক্তার,উজান কে ভালোবাসে।
- চান্দনি সাহা -নীলিমা দেবরায়:উজানের পারিবারিক বন্ধু ও উজানের উচ্চাকাঙ্ক্ষী।
- সঞ্চিতা ভট্টাচার্য -মিরা(মেট্রন):টিউলিপ হাসপাতালের প্রধান নার্স।
- আয়েন্দ্রি লাবণ্য রায় -ডঃ সুনয়না:টিউলিপ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার।
- কন্যাকুমারি মুখার্জি -ডঃ পরমা ঘোষ:টিউলিপ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার।
- সুমন ব্যানার্জি -ডঃসরকার:টিউলিপ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার।
- কুয়াশা বিশ্বাস -আয়েশা(এশ):মেডিকেল ছাত্রী।