দেবী চৌধুরাণী (টেলিভিশন ধারাবাহিক)
টেলিভিশন ধারাবাহিক
দেবী চৌধুরাণী ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসায় প্রচারিত একটি ধারাবাহিক ঐতিহাসিক নাটক। বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরাণী উপন্যাস অবলম্বনে নির্মিত। ২০১৮ সালের ১৬ জুলাই থেকে ধারাবাহিকের প্রচার শুরু হয়।[১] ধারাবাহিকটির প্রযোজনা করেছেন সুব্রত রায়। এতে মূল চরিত্রে অভিনয় করেন সোনা সাহা ও রাহুল মজুমদার। অন্যান্য চরিত্রে অভিনয় করেন সুজন মুখোপাধ্যায়, শুভময় চট্টোপাধ্যায়, সাগ্নিক প্রমুখ। দেবী চৌধুরাণীর প্রচার শুরুর পর থেকেই স্টার জলসার সবচেয়ে বেশি দেখা সিরিয়ালের একটিতে পরিণত হয়।[২]
দেবী চৌধুরাণী | |
---|---|
ধরন | ধারাবাহিক নাটক |
ভিত্তি | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরাণী উপন্যাস অবলম্বনে |
লেখক | স্নেহাশীষ চক্রবর্তী |
পরিচালক | প্রসেনজিৎ রায় |
অভিনয়ে | সুজন মুখোপাধ্যায় শুভময় চট্টোপাধ্যায় সাগ্নিক সোনা সাহা রাহুল মজুমদার |
সুরকার | স্নেহাশীষ চক্রবর্তী |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৪২০ |
নির্মাণ | |
প্রযোজক | সুব্রত রায় |
নির্মাণের স্থান | কলকাতা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট (প্রায়) |
নির্মাণ কোম্পানি | সুব্রত রায় প্রডাকশন |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
ছবির ফরম্যাট | ৫৭৬আই এসডিটিভি ১০৮০আই এইচডিটিভি |
মূল মুক্তির তারিখ | ১৬ জুলাই ২০১৮ ২৫ অক্টোবর ২০১৯ | –
কাহিনী
সম্পাদনাদেবী চৌধুরাণী বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরাণী উপন্যাস অবলম্বনে রচিত। এই ধারাবাহিকটিতে উপন্যাসের প্রফুল্ল-এর সাধারণ যুবতী থেকে দুর্ধর্ষ ডাকাতসর্দার দেবী চৌধুরাণী হওয়ার কাহিনী তুলে ধরা হয়েছে।
অভিনয়ে
সম্পাদনা- সোনা সাহা - প্রফুল্ল/ দেবী চৌধুরাণী
- রাহুল মজুমদার - ব্রজেশ্বর
- সুজন মুখোপাধ্যায় - হরবল্লভ
- সাগ্নিক - বিশাই ডাকাত
- শুভময় চট্টোপাধ্যায় -
- স্মৃতি সিংহ - ছোট প্রফুল্ল/ দেবী চৌধুরাণী
- রায়তী ভট্টাচার্য - দেবী চৌধুরাণীর মা
- তনিমা সেন - ব্রজেশ্বরের দাদি
- দীপাঞ্জন ভট্টাচার্য -
- অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় -
- প্রিয়ান্তিকা কর্মকার - সাগর বৌ
- সঞ্চিতা স্যানাল - নয়ান বৌ
তথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |