কোড়া পাখি
ভারতীয় টেলিভিশন ধারাবাহিক
কোড়া পাখি হলো ভারতীয় টেলিভিশনে বাংলা ভাষায় সোপ অপেরা যা ১৩ জানুয়ারি ২০২০ সালে প্রাইমার এবং স্টার জলসায় সম্প্রচার শুরু করা হয়। সেই সাথে এটি ডিজিটাল প্লাটফর্ম হটস্টারএ উপলব্ধ হবে।[১]
কোড়া পাখি | |
---|---|
![]() | |
ধরন | নাটক |
লেখক | লীনা গঙ্গোপাধ্যায় |
উপস্থাপক | ব্রাইট এডভার্টিজিং প্রাঃ লিঃ |
অভিনয়ে | পার্ণো মিত্র ঋষি কৌশিক |
আবহ সঙ্গীত রচয়িতা | দেবজ্যোতি মিশ্র |
উদ্বোধনী সঙ্গীত | কোড়া পাখি |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | সজল বিশ্বাস |
প্রযোজক | শৈবাল ব্যানার্জী লীনা গঙ্গোপাধ্যায় |
নির্মাণের স্থান | কোলকাতা পুরুলিয়া |
ক্যামেরা সেটআপ | মাল্টি ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট (প্রায়.) |
নির্মাণ কোম্পানি | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স |
পরিবেশক | স্টার ইন্ডিয়া নভি ডিজিটাল এন্টারটেইনমেন্ট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
ছবির ফরম্যাট | ৫৭৬i এইচডি টিভি ১০৮০i |
প্রথম প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০ |
প্লটসম্পাদনা
আমন হলো একজন উপজাতীয় গ্রামের মেয়ে। যিনি আশা করেন তিনি কলকাতার কাগজে একজন সাংবাদিক হবেন৷
অভিনয়েসম্পাদনা
- পার্ণো মিত্র - আমন হান্সদা
- ঋষি কৌশিক - ইন্দ্রনীল ব্যানার্জী
- তিতাস ভৌমিক - স্নেহা চ্যাটার্জী
- চিত্রা সেন - নয়নমণি ব্যানার্জী
- স্বপন কুমার - আশুতোষ ব্যানার্জী
- সাবিত্রী চ্যাটার্জী - কমলিনী ব্যানার্জী
- ভরত কল - প্রতাপ সার্ন্যাল
- অভিষেক চ্যাটার্জী - অমলিন চ্যাটার্জী