জুলফিকার (চলচ্চিত্র)

২০১৬-এর বাংলা চলচ্চিত্র

জুলফিকার একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র।এই ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়[২] এই ছবিটি উইলিয়াম শেক্সপিয়র এর জুলিয়াস সিজারের এবং অ‍্যন্টনি ও ক্লিওপেট্রা নাটকের আলোকে তৈরী করা হয়। এতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, নুসরাত জাহান এবং পাওলি দাম সহ আরোও অনেকে।[৩][৪]

জুলফিকার
জুলফিকারের ওফিসিয়াল পোস্টার
পরিচালকসৃজিত মুখোপাধ্যায়
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মোহেন্দ্র সোনি
রচয়িতাসৃজিত মুখোপাধ্যায়
চিত্রনাট্যকারসৃজিত মুখোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
দেব
যীশু সেনগুপ্ত
পরমব্রত চট্টোপাধ্যায়
পাওলি দাম
সুরকারঅনুপম রায়
সম্পাদকসৃজিৎ মুখোপাধ্যায়
অনিন্দ চট্টোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি২০১৬ (পূজা উপলক্ষে)
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয় ৩.৫ কোটি (US$ ৪,২৭,৮১৫.৫)
আয় ৫.৫ কোটি (US$ ০.৬৭ মিলিয়ন)

কাহিনী সম্পাদনা

জুলফিকার প্রধানত 'জুলিয়াস সিজার’ আর ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা' এর গল্পের অনুকরণে বানানো হয়েছে।

কলকাতা বন্দরের সিন্ডিকেটের অন্যতম হোতা জুলফিকার আহমেদ। তিনি যেমন ক্ষমতাবান, তেমনি জনপ্রিয়ও বটে। সে বন্দর এলাকা প্রায় একা হাতে নিয়ন্ত্রণ করে। তবে নিজের কাছের লোক নিজেদের স্বার্থ হাসিল করতে পিছন থেকে ছুরি মারে তাঁকে। এখান থেকেই গল্পের শুরু।

অভিনয় সম্পাদনা

অভিনেতা চরিত্র যার উপরে ভিত্তি করে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়[৫] জুলফিকার আহমেদ জুলিয়াস সিজার
পরমব্রত চট্টোপাধ্যায় টনি ব্রাগাঞ্জা মার্ক অ্যান্থনি
দেব[৬] মার্কাজ আলি
যীশু সেনগুপ্ত কাশিনাথ কুন্ডু ক্যাসিয়াস
কৌশিক সেন বশির খান ব্রুটাস
অঙ্কুশ হাজরা আখতার আহমেদ অগাস্টাস
রাহুল ব্যানার্জী লাল্টু দাশ লেপিডাস
পাওলি দাম কারিশমা আহমেদ কাল্পুর্নিয়া
নুসরাত জাহান[৭] রানী তলাপাত্র ক্লিওপেট্রা
কাঞ্চন মল্লিক বাবলু এনুবারবাস

সংগীত সম্পাদনা

জুলফিকার চলচ্চিত্রের গান লিখেছেন ও সুর করেছেন অনুপম রায়

সংগীত তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১.""আমি আজ কাল""অনুপম রায়২:৫৯
২."এক পুরোনো মসজিদে"নচিকেতা চক্রবর্তী২:৫৯
৩."ঘরবাড়ি"অনুপম রায়৩:৫৩
৪."কাটাকুটি খেলা"শান শ্রেয়া ঘোষাল৩:২০

বক্স অফিস সম্পাদনা

চলচ্চিত্রটি ৭ অক্টোবর ২০১৬ মুক্তি পায়।[৮] প্রথম দিনে মোট আয় করে  ৪০.২ লাখ (US$ ৪৯,১০০) টাকা এবং চার দিনে ১.৭০ কোটি (US$ ২,০৭,৭৯৬.১) টাকা আয় করে। প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি মোট আয় করে ৩.১০ কোটি (US$ ৩,৭৮,৯২২.৩) টাকা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Srijit Mukherji to adapt two Shakespearean tragedies in one film"The Hindustan Times। ৩০ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৬ 
  2. "My film Zulfiqar is a tribute to The Godfather, says Srijit Mukherji"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "জুলফিকার"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৬, ২০১৫ 
  4. "গঙ্গাবক্ষে সিজার ও বন্ধুরা"। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬ 
  5. "I will never stop exprerimenting-Prosenjit Chatterjee"Hindustan Times। সংগ্রহের তারিখ ২২ সেপ্টে ২০১৬ 
  6. "I took classes to learn sign language: Dev"Hindustan Times। সংগ্রহের তারিখ ৪ অক্টো ২০১৬ 
  7. "I had to walk a kilometer to get to a washroom: Nusrat"The Times of India। সংগ্রহের তারিখ ৮ অক্টো ২০১৬ 
  8. http://bengali.oneindia.com/movies/reviews/bengali-movie-review-zulfiqar-this-durga-puja-s-biggest-release-010944.html

বহিঃসংযোগ সম্পাদনা