ব্যোমকেশ ও চিড়িয়াখানা
ব্যোমকেশ ও চিড়িয়াখানা ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর উপর নির্মিত একটি ভারতীয় রহস্য-রোমাঞ্চ চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন অঞ্জন দত্ত।[১] এটি অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ বক্সী সিরিজের পঞ্চম চলচ্চিত্র এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্যোমকেশ বক্সী চলচ্চিত্রের পরবর্তী কিস্তি।[২] এটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত চিড়িয়াখানা রচনার উপর নির্মিত হয়েছে। এই ছবিতে দ্বিতীয়বারের মত ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেন যীশু সেনগুপ্ত। এর পূর্বে সত্যজিৎ রায় পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিড়িয়াখানা চলচ্চিত্র একই কাহিনির উপর ভিত্তি করে নির্মিত হয়। ঐ চলচ্চিত্রে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার।[৩]
ব্যোমকেশ ও চিড়িয়াখানা | |
---|---|
পরিচালক | অঞ্জন দত্ত |
প্রযোজক | কৌস্তুভ রায় |
উৎস | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কর্তৃক চিড়িয়াখানা |
শ্রেষ্ঠাংশে | যীশু সেনগুপ্ত শাশ্বত চট্টোপাধ্যায় ঊষসী চক্রবর্তী শান্তিলাল মুখোপাধ্যায় প্রিয়াঙ্কা সরকার সায়নী ঘোষ কাঞ্চন মল্লিক নীল মুখোপাধ্যায় |
বর্ণনাকারী | শাশ্বত চট্টোপাধ্যায় |
সুরকার | নীল দত্ত |
প্রযোজনা কোম্পানি | আর পি টেকভিশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড |
মুক্তি | ৭ অক্টোবর, ২০১৬ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- যীশু সেনগুপ্ত - ব্যোমকেশ বক্সী
- শাশ্বত চট্টোপাধ্যায় - অজিত বন্দ্যোপাধ্যায়
- ঊষসী চক্রবর্তী - সত্যবতী (অতিথি চরিত্রে)
- শান্তিলাল মুখোপাধ্যায় - নিশানাথ সেন
- দুলাল লাহিড়ী -প্রফেসার নেপাল গুপ্ত
- প্রিয়াঙ্কা সরকার - বনলক্ষী/সুনয়না/নৃত্যকালী
- নীল মুখোপাধ্যায় - ডাক্তার ভূজঙ্গধর
- সায়নী ঘোষ - মুকুল
- ঋজু বিশ্বাস - বিজয় সেন
- কাঞ্চন মল্লিক - মুস্কিল মিঞা
- অঙ্কিতা চক্রবর্তী - দময়ন্তী
- সাগ্নিক চট্টোপাধ্যায় - ব্রজদাস
- কাঞ্চনা মৈত্র - নজর বিবি
- মৃণাল মুখোপাধ্যায় - রমেন মল্লিক
- শুভ্র সৌরভ দাস - পানুগোপাল
- অঞ্জন দত্ত - কোকোনদ গুপ্ত (বিশেষ উপস্থিতি)
সিক্যুয়েল
সম্পাদনাচলচ্চিত্রের শেষের দিকে এর সিক্যুয়াল এর ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়। ধারণা করা হচ্ছে এর পরবর্তী কিস্তিটি নির্মাণ হবে অগ্নিবাণ রচনা অবলম্বনে। পরবর্তী কিস্তিটি ব্যোমকেশ ও অগ্নিবাণ।[৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সত্যজিতের 'চিড়িয়াখানা' বানাচ্ছেন অঞ্জন দত্ত"। বাংলানিউজ২৪ ডট কম। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১১।
- ↑ [১]
- ↑ "চিড়িয়াখানার তুমি কী জানো"। আনন্দবাজার পত্রিকা। ২০২১-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১১।
- ↑ http://timesofindia.indiatimes.com/life-style/books/features/The-mystery-of-the-Byomkesh-rights/articleshow/46967424.cms