কেলোর কীর্তি
২০১৬-এর বাংলা চলচ্চিত্র
কেলোর কীর্তি ২০১৬ সালের ভারতীয় একটি বাংলা কমেডি চলচ্চিত্র। এই ছবিটি পরিচালনা করেন রাজা চন্দ। এতে অভিনয় করেন দেব, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। এটি তামিল চলচ্চিত্র চার্লি চ্যাপলিন এবং হিন্দি চলচ্চিত্র 'নো এন্ট্রি'-এর পুনঃনির্মাণ। এই ছবিটি ২০১৬ সালের ৬ই জুন (ঈদ ও রথ যাত্রা উপলক্ষ্যে) মুক্তি পায়।
কেলোর কীর্তি | |
---|---|
![]() কেলোর কীর্তি চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রাজা চন্দ |
শ্রেষ্ঠাংশে | দেব মিমি চক্রবর্তী যীশু সেনগুপ্ত অঙ্কুশ হাজরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নুসরাত জাহান কৌশানী মুখোপাধ্যায় রুদ্রনীল ঘোষ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস সুরিন্দর ফিল্মস |
মুক্তি | ৬ জুলাই ২০১৬ (ভারত) ২৯ জুলাই ২০১৬ (বাংলাদেশ) |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ৪.৫ কোটি |
আয় | ₹ ৫.৫৬ কোটি |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- গুরু চরিত্রে দেব
- জয় চরিত্রে যীশু সেনগুপ্ত
- অপূর্ব চরিত্রে অঙ্কুশ
- রিমা চরিত্রে মিমি চক্রবর্তী
- অনুষ্কা চরিত্রে কৌশানী মুখোপাধ্যায়
- উর্বশী চরিত্রে নুসরাত জাহান
- প্রিয়া চরিত্রে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
- ডাক্তার/হোটেলকর্মী চরিত্রে খরাজ মুখোপাধ্যায়
- রুদ্রনীল ঘোষ
- জ্যোতিষী চরিত্রে কাঞ্চন মল্লিক
সংগীত
সম্পাদনানং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "ড্যার্লিং" | বিকি এ খান,প্রসেনজিৎ মল্লিক,মধুরা ভটাচার্য্য | ৩:৩৯ |
২. | "লভ মি" | বিকি এ খান | ৩:৪১ |
৩. | "ড্যাডি" | প্রসেনজিৎ মল্লিক,বিস্বজিতা দেব | ৩:১২ |
৪. | "অ্যাইটেম বম" | কনিকা কপূর,রানা মজুমদার,মধুবন্তী বাগছী | ৪:০০ |