রাজকাহিনী (চলচ্চিত্র)

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

রাজকাহিনী হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র[][] ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মানাধীন এ চলচ্চিত্রে একঝাঁক অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত,[] জয়া আহসান, পার্ণো মিত্র, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, সায়নী ঘোষ, ঋধিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কৌশিক সেন, আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, নাইজেল আকারা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে অভিনয় করেছেন এই চলচ্চিত্রে।[] বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান এই চলচ্চিত্রে অভিনয় করেছেন।[][] ২০১৫ সালের ৮ই মার্চ এই রাজকাহিনীর প্রথম আকার দেখানো হয়।[][] ২০১৫ সালের ১৬ই অক্টোবর এই চলচ্চিত্রটি মুক্তি পায় পায়।[১০][১১][১২] এই সিনেমার অনুকরণে হিন্দিতে বেগম জান চলচ্চিত্রটি ২০১৭ সালে মুক্তি পায়। সেই ছবিটিরও পরিচালক ছিলেন সৃজিত মুখার্জী।

রাজকাহিনী
রাজকাহিনী চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার।
পরিচালকসৃজিত মুখোপাধ্যায়
প্রযোজকমাহেন্দ্র সোনী
শ্রীকান্ত মোহতা
চিত্রনাট্যকারসৃজিত মুখোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেঋতুপর্ণা সেনগুপ্ত
জয়া আহসান
পার্ণো মিত্র
সোহিনী সরকার
এনা সাহা
কৌশিক সেন
আবীর চট্টোপাধ্যায়
যীশু সেনগুপ্ত
নাইজেল আকারা
কাঞ্চন মল্লিক
রজতাভ দত্ত
শাশ্বত চট্টোপাধ্যায়
বিশ্বজিৎ চক্রবর্তী
সহ আরো অনেকে
বর্ণনাকারীসৃজিত মুখোপাধ্যায়
চিত্রগ্রাহকঅভীক মুখোপাধ্যায়
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি১৬ অক্টোবর, ২০১৫
দেশ ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়৩.৫ কোটি[]
আয়৭ কোটি[]

চলচ্চিত্রটি বাংলাদেশেও মুক্তি দেয়া হতে পারে।[১৩]

কাহিনী

সম্পাদনা

১৯৪৭ সালে দেশভাগের কাহিনী নিয়েই গড়ে উঠেছে রাজকাহিনী চলচ্চিত্র।[১৪]

র‍্যাডক্লিফ রেখা এ উপমহাদেশকে বিভক্ত করে। এ উপমহাদেশের সংস্কৃতি ও মানুষকেও সে রেখা ভাগ করে ফেলে। সেই রেখাটি ভাগ করতে চায় একটি বাড়িকে, যে বাড়ির বাসিন্দা পতিতারা। এই বিভাজনের বিরুদ্ধে তাদের কর্তৃী বেগম জানের (ঋতুপর্ণা সেনগুপ্ত) নেতৃত্বে তারা এই অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।[১৫]

অভিনয়ে

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

রাজকাহিনীকে পরিচালক তার জীবনের সেরা চলচ্চিত্র হিসেবে অভিহিত করেছেন। এই চলচ্চিত্রের দৃশ্যায়ণ আর প্রযোজনা নিয়ে অনেক গবেষণা করে এগোতে হয়েছে। কারণ দেশভাগের সময়টা ফুটিয়ে তোলার জন্য ঐ সময়ের পোশাক-পরিচ্ছদ নিয়েই কাজ করতে হয়েছে।[]

কলাকুশলী নির্বাচন

সম্পাদনা

চলচ্চিত্রটিতে মোট পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই অভিনয় করেছে।[] সেইসাথে বাংলাদেশ থেকে জয়া আহসানও এই চলচ্চিত্রে অভিনয় করছেন।[১২]

সুপ্রিয়া দেবীর অভিনয় করবার কথা থাকলেও অসুস্থতার কারণে সেই স্থানে লিলি চক্রবর্তী আসেন।[১৬]

দৃশ্যায়ণ

সম্পাদনা

প্রধানত পশ্চিমবঙ্গেই এই চলচ্চিত্রের দৃশ্যায়ণ হয়। এছাড়াও অন্যান্য কিছু স্থানেও প্রয়োজনানুযায়ী এর দৃশ্যায়ণ করা হয়।[]

পুনঃনির্মাণ

সম্পাদনা

২০১৬ সালে ভিশেষ ফিল্মস সৃজিত মুখোপাধ্যায়কে পরিচালক রেখে বেগমজান নামে রাজকাহিনীর পুনঃনির্মাণের কাজ হাতে নেয়।[১০] ২০১৬-র জুন এর শুটিং শুরু হয় এবং ২০১৭-র মার্চে চলচ্চিত্রটির সম্ভাব্য মুক্তির পরিকল্পনা রয়েছে।[১৭][১৮]

মুক্তি পাবার পর থেকেই সারা দেশজুড়ে এর সম্পর্কে নানা রকম মতামত আসে। বলিউডের খ্যাতনামা অভিনেত্রী বিদ্যা বালান বলেন, "আমি ‘রাজকাহিনী’ দেখে চমকে গিয়েছি। খুবই শক্তিশালী এবং অনন্য একটা ছবি। নিজের অভিজ্ঞতা থেকেই মনে হয়, যখন একটা ছবি সম্পর্কে মাথার মধ্যে ভাবনা আসতে থাকে, তখন সেই ছবিকে ঠিক হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। আবার যখন একটা ছবি হৃদয় ছুঁয়ে যায়, তখন মাথার মধ্যে ভাবনা চিন্তা বন্ধ হয়ে যায়! কিন্তু ‘রাজকাহিনী’ দেখার সময় আমার দুরকম অনুভূতিই হল৷" মহেশ ভাট এই চলচ্চিত্রটিকে ‘এই সময়ের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত সিনেমা’ হিসেবে অভিহিত করেন।[১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "List Of Top 20 Highest Grossing Bengali Movies of All Time"। pycker.com। ২৬ জুন ২০১৮। ১৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮ 
  2. "'রাজ' মুখ'কাহিনি'"এই সময়। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৫ 
  3. "MEET THE MEN IN RAJKAHINI"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "এবার ঋতুপর্ণার সঙ্গে জোট বাঁধলেন সৃজিত"এই সময়। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫ 
  5. "'রাজকাহিনী'র রাজকন্যারা"বাংলানিউজ ২৪.কম। ৯ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫ 
  6. "JAYA AHSAN to appear in Rajkahini"দ্য ডেইলী স্টার। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫ 
  7. "জয়ার 'রাজকাহিনি'"বিডিনিউজ ২৪.কম। ১২ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫ 
  8. "FIRST LOOK"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "দেশভাগ নিয়ে সৃজিতের নতুন ছবি 'রাজকাহিনী'"জি নিউজ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৫ 
  10. "বলিউডকে চমকে দিয়েছে 'রাজকাহিনী'"বিডিনিউজ২৪.কম। ১৮ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৫ 
  11. "'রাজকাহিনি'র ফার্স্ট লুক"এই সময়। ১৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫ 
  12. "'রাজকাহিনি'র চরিত্রেরা"দৈনিক প্রথম আলো 
  13. "বাংলাদেশে মুক্তি পেতে পারে 'রাজকাহিনী'"বিডিনিউজ২৪.কম। ১৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫ 
  14. "দেশভাগ নিয়ে সৃজিতের নতুন ছবি 'রাজকাহিনী'"সিলেটটুডে ২৪.কম। সংগ্রহের তারিখ ০৯ মার্চ ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "'রাজকাহিনি'-পতিতদের উঠে দাঁড়ানোর গল্প"বিডিনিউজ২৪.কম। ১৭ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৫ 
  16. "Supriya Devi quits Rajkahini, Lily Chakraborty roped in"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  17. "Begum Jaan"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  18. "Vidya Balan to play brothel madam in Mahesh Bhatt's next"The Times of India। ৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা