শাশ্বত চট্টোপাধ্যায়
শাশ্বত চট্টোপাধ্যায় (জন্ম: ১৯ ডিসেম্বর ১৯৭০) ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন অভিনেতা। তিনি বেশকিছু হিন্দি চলচ্চিত্রে ও অভিনয় করেছেন। সমরেশ মজুমদারের কালপুরুষ উপন্যাসের অবলম্বনে শৈবাল মিত্র নির্মিত ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে চিত্রজগতে প্রবেশ করেন।[২] সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা ধারাবাহিকে তিনি তোপসে চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সুজয় ঘোষের বিখ্যাত চলচ্চিত্র কাহানির মাধ্যমে তিনি খ্যাতির শিখরে আরোহণ করেন। এতে তিনি খুনী 'বব বিশ্বাস'-এর চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয়ের ফলে তিনি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র আকাদেমি পুরস্কার (আইআইএফএ)-এর খলনায়ক হিসেবে মনোনিত হন।
শাশ্বত চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | শাশ্বত চট্টোপাধ্যায় ১৯শে ডিসেম্বর, ১৯৭০[১] |
অন্যান্য নাম | অপু |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মহুয়া চট্টোপাধ্যায় |
পিতা-মাতা |
|
ব্যক্তিগত জীবন
সম্পাদনাশাশ্বত চট্টোপাধ্যায় ১৯৭০ সালের ১৯শে ডিসেম্বর প্রখ্যাত বাঙালি অভিনেতার শুভেন্দু চট্টোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করেন।[৩] শৈশব থেকেই তিনি থিয়েটার এবং অন্যান্য অভিনয় দেখতে পছন্দ করতেন। তিনি নাট্যব্যক্তিত্ব জোছন দস্তিদারের কাছে অভিনয়ও শেখেন।[৪]
শাশ্বত কলকাতায় বাস করেন। তিনি স্কুলশিক্ষিকা মহুয়াকে বিয়ে করেন। এই দম্পতির এক কন্যা রয়েছে।[৫]
অভিনয় জীবন
সম্পাদনাতিনি শৈবাল মিত্রের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এই ভুবনে প্রবেশ করেন।[২] সন্দীপ রায়ের ফেলুদায় তোপসের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। ধীরে ধীরে তিনি আরো জনপ্রিয় হয়ে উঠতে থাকেন।[৬] ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কাহানিতে অভিনয় করে তিনি সারা ভারত জুড়ে বিখ্যাত হন। এখানে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা বালান। এই চলচ্চিত্রে তিনি ঠান্ডা মাথার খুনীর চরিত্রে অভিনয় করেন। বব বিশ্বাস নামক এই চরিত্র সম্পর্কে তিনি বলেনঃ
“ | বব বিশ্বাস অবশ্যই কাহানির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। বেচারা শাশ্বত তার পরিচয় হারিয়ে ফেলেছে। যেখানেই সে যায়, বব বিশ্বাস হিসেবেই পরিচিত হয়।[৫] | ” |
এই চরিত্রটি ফেসবুক এবং টুইটারেও জনপ্রিয় হয়। ববের চরিত্রকে মাথায় রেখে একটি উপন্যাসও তৈরি হচ্ছে।[৭]
১৪ই জুন, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা অত্যন্ত বিখ্যাত হয়। কমলেশ্বর বন্দ্যোপাধ্যায়-এর পরিচালনায় এই চলচ্চিত্রে তিনি বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তৎকালীন সমাজের সামাজিক-রাজনৈতিক বিভিন্ন ব্যাপার অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। এতে তিনি নীলকন্ঠ বাগচীর চরিত্রে (মুখ্য চরিত্র) অভিনয় করেন। তিনি এই চরিত্রে নিজেকে সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তার অনেক চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র দেখেছেন।[৮] একটি ইন্টারভিউয়ে তিনি বলেন যে এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি এত পরিশ্রম করেছিলেন যে নিজের স্ত্রীর সাথেও কথা বলতে অসুবিধায় পড়তেন।[৯]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | টীকা |
---|---|---|---|---|
১৯৯৬ | বক্স রহস্য | তোপশে | বাংলা | |
গোসাইপুর সরগরম (টিভি) | তোপশে | বাংলা | ||
শেয়াল দেবতা রহস্য (টিভি) | তোপশে | বাংলা | ||
বসপুকুরে খুনখারাপি (টিভি) | তোপশে | বাংলা | ||
যতো কান্ডো কাঠমান্ডুতে (টিভি) | তোপশে | বাংলা | ||
১৯৯৭ | নয়নতারা | বাংলা | ||
১৯৯৮ | আত্মজা | বাংলা | ||
১৯৯৯ | জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা (টিভি) | তোপশে | বাংলা | |
ঘুরঘুটিয়ার ঘোটনা (টিভি) | তোপশে | বাংলা | ||
গোলাপী মুক্ত রহস্য (টিভি) | তোপশে | বাংলা | ||
অম্বর সেন অন্তরদান রহস্য (টিভি) | তোপশে | বাংলা | ||
তুমি এলে তাই | বাংলা | |||
খেলাঘর | বাংলা | |||
২০০০ | এক আকাশের নিচে (টিভি) | আকাশ | বাংলা | |
ডাঃ মুনশির ডায়েরি (টিভি) | তোপশে | বাংলা | ||
শেষ ঠিকানা | বাংলা | |||
২০০২ | আমার ভুবন | নুর | বাংলা | |
২০০৩ | আবর অরণ্যে | শাশ্বত ব্যানার্জি | বাংলা | |
২০০৪ | তিন এককে তিন | তিনকোরি | বাংলা | |
আবার আসিবো ফিরে | বাংলা | |||
২০০৫ | কর্কট রাশি (টিভি) | প্রফেসর | বাংলা | |
২০০৬ | টিন ইয়ারি কথা | অনিল | বাংলা | |
দোসর | কৌশিকের ছোট ভাই | বাংলা | ||
২০০৭ | শুধু তোমার জন্য | বাংলা | ||
দ্য বং সংযোগ | ভাই-দা | ইংরেজি | ||
২০০৮ | চলো লেটস গো | অসিম | বাংলা | |
২০০৯ | ক্রস কানেকশন | স্বপ্নিল বসু | বাংলা | |
ব্রেক ফেল | বাংলা | |||
২০১০ | ব্যোমকেশ বক্সী (আদিম রিপু) | অজিত বন্দ্যোপাধ্যায় | বাংলা | |
গাংয়ের ওপারে | বাংলা | |||
২০১১ | গেট২গেটার | বাংলা | ||
উড়ো চিঠি | মনীশ | বাংলা | ||
গোসাইনবাগানের ভূত | ভেলু ডাক্তার | বাংলা | ||
রং মিলন্তী | দীপজয় মিত্র/অনুপম ঘটক | বাংলা | ||
দ্য ফরলোর্ন (শর্ট ফিল্ম) | ডঃ সম্বিত চ্যাটার্জি | বাংলা | ||
২০১২ | গোড়ায় গন্ডগোল | বাংলা | ||
ল্যাপটপ | গৌরব | বাংলা | ||
ভালোবাসা অব রুট-এ | বাংলা | |||
নোবেল চোর | হরি | বাংলা | ||
কাহানি | বব বিশ্বাস | হিন্দি | হিন্দি অভিষেক | |
আবর ব্যোমকেশ (চিত্রচোর) | অজিত বন্দ্যোপাধ্যায় | বাংলা | ||
ভূতের ভবিষ্যত | হাতকাটা কার্তিক | বাংলা | ||
বালুকাবেলা.কম | অ্যাডভোকেট সুবিমল দত্তগুপ্ত | বাংলা | ||
যেখানে ভূতের ভয় | প্রতাপ সরকার | বাংলা | ||
২০১৩ | আবর্ত | বাংলা | ||
মেঘে ঢাকা তারা | নীলকণ্ঠ বাগচী | বাংলা | ||
ডামাডোল | পাপু ভাই | বাংলা | ||
নামতে নামতে | রানা বসু | বাংলা | ||
আর্চায প্রদীপ | অনিলভা গুপ্তো/অনিলদা | বাংলা | ||
গয়নার বাক্স | চন্দন | বাংলা | ||
প্রলয় | অনিমেষ দত্ত | বাংলা | ||
সি/ও স্যার | জয়ব্রত রায় | বাংলা | ||
তিয়াশা | সুদীপ্ত | বাংলা | ||
২০১৪ | বনকু বাবু | বনকু বাবু | বাংলা | |
বাড়ি তার বাংলা | রূপচাঁদ সেন | বাংলা | ||
ব্যোমকেশ ফেরে এলো (বেনী সংহার) | অজিত বন্দ্যোপাধ্যায় | বাংলা | ||
চর | সঞ্জীব চ্যাটার্জি ও মৃগাঙ্ক শেখর মুখার্জি | বাংলা | ||
২০১৫ | এবর শবর | শবর দাশগুপ্ত | বাংলা | |
নাটকের মতো | প্রসাদ | বাংলা | ||
৮৯ | সিরিয়াল কিলার | বাংলা | ||
ইচ্ছামতির গল্প | নীল | বাংলা | ||
কাঠমুন্ডু | আয়োস্বামী | বাংলা | ||
রাজকাহিনী | জনাব প্রফুল্ল সেন | বাংলা | ||
ব্যোমকেশ বক্সী | অজিত বন্দ্যোপাধ্যায় | বাংলা | ||
মনচুরি | কার্তিক | বাংলা | ||
২০১৬ | প্রাক্তন | বিশেষ উপস্থিতি | বাংলা | |
হেমন্ত | কল্যাণ সেন | বাংলা | ||
ঈগলের চোখ | শবর দাশগুপ্ত | বাংলা | ||
ব্যোমকেশ ও চিড়িয়াখানা | অজিত বন্দ্যোপাধ্যায় | বাংলা | ||
মনচোরা | মনমাথো/রাইমার ভাই | বাংলা | ||
চোলাই | বিভিন্ন | বাংলা | ||
বাস্তব | কমল রক্ষিত | বাংলা | ||
ডাবল ফেলুদা | সুরজিৎ দাশগুপ্ত, ধরণীধর সমাদ্দার | বাংলা | ||
২০১৭ | ব্লাক কফি | তীর্থরাজ রায় | বাংলা | |
মিকি ও মিমি | মিমির বাবা | বাংলা | অ্যাডটাইমসের উপর শর্ট ফিল্ম [১০] | |
ব্যোমকেশ ও অগ্নিবান | অজিত বন্দোপাধ্যায় | বাংলা | ||
জগ্গা জাসুস | "তুত্তি ফুটি" ওরফে "বাদল বাগচি"/ জগ্গার বাবা | হিন্দি | ||
২০১৮ | রায় | বাংলা | ||
দ্বিখন্ডিত | কৌশিক রায় | বাংলা | ||
আসছে আবর শবর | শবর দাশগুপ্ত | বাংলা | ||
হইচই আনলিমিটেড | অনিমেষ চাকলাদার | বাংলা | ||
শুভ রাত্রি শহর | ডিসিপি চ্যাটার্জি | বাংলা | ||
২০১৯ | থাই কারি | - | বাংলা | [১১] |
নেটওয়ার্ক | অভিজিৎ গাঙ্গুলী | বাংলা | ||
প্যান্থার: হিন্দুস্তান মেরি জান | স্পাইডার | বাংলা | ||
বসু পরীবার | - | বাংলা | ||
তোখোঁ কুয়াসা চিলো | বাংলা | |||
তারিখ | বাংলা | |||
দ্য পার্সেল | সৌভিক | বাংলা | ||
২০২০ | টিকি-টাকা | - | বাংলা/হিন্দি | জি৫ রিলিজ |
সন্ন্যাসী দেশনায়ক | - | বাংলা | গুমনামি বাবা পুরাণের উপর ভিত্তি করে | |
দিল বেচারা | বসু সাহেব | হিন্দি | হটস্টার | |
ছবিয়াল | বাংলা | |||
শিরোনাম | বাংলা | |||
২০২১ | প্রতিদ্বন্দী | বাংলা | ||
হীরালাল | বাংলা | |||
হবু চন্দ্র রাজা গোবু চন্দ্র মন্ত্রী | হবুচন্দ্র রাজা | বাংলা | ||
শড়রিপু ২ | বাংলা | |||
অনুসন্ধান | ইন্দ্র | বাংলা | [১২] | |
২০২২ | স্বস্তিক সংকেত | সুভাষ চন্দ্র বসু | বাংলা | |
৮/১২ বিনয় বাদল দীনেশ | বাংলা | |||
দোবারা | রাজা ঘোষ | হিন্দি | ||
ধকদ | হ্যান্ডলার | হিন্দি | ||
তিরন্দাজ শবর | শবর দাশগুপ্ত | বাংলা | ||
অচেনা উত্তম | উত্তম কুমার | বাংলা | ||
মহিষাসুরমর্দ্দিনী | রাজনীতিবিদ | বাংলা | ||
২০২৩ | রাহস্যময় | বাংলা | ||
কান্তে কান্তে | প্রসন্ন কুমার বসু | বাংলা | ওয়েব সিরিজ | |
ব্যাট বয় | শুভঙ্কর ব্যানার্জি | হিন্দি | ||
২০২৪ | দ্য ক্রু | বিজয় ওয়ালিয়া | হিন্দি | |
এটা আমাদের গল্প | মিঃ শর্মা | বাংলা | ||
কল্কি ২৮৯৮ এডি | ঘোষিত হবে | তেলুগু | তেলেগু সিনেমায় অভিষেক | |
টিবিএ | শাস্ত্রী | বাংলা | উৎপাদন | |
মেট্রো...ইন ডিনো | হিন্দি | |||
যমালয়ে জীবনত ভানু | ভানু বন্দোপাধ্যায় | বাংলা |
টিভি ও ওয়েব ধারাবাহিক
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | ওটিটি | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৯৮ - ২০০০ | সত্যজিৎ গোপ্পো | তোপসে | ||
২০০০ | এক আকাশের নিচে | |||
২০০৪ | সত্যজিতের প্রিয় গল্প | তারিণী চরণ ব্যানার্জী | ||
২০০৫ - ২০০৭ | একদিন প্রতিদিন | জি বাংলা | ||
২০০৮ - ২০০৯ | এখানে আকাশ নীল | মৈনাক রায় | স্টার জলসা | |
২০১৭ | ধীমনের দিনকাল | ধীমান দত্ত | আল্ট বালাজী | |
২০১৮ - ২০২১ | সেই যে হলুদ পাখি | সোমনাথ | হইচই | |
২০২২ | মহাভারত মার্ডার্স | হইচই | ||
২০২৩ | ট্রুথ পরী: হোয়েন লাভ বিট | ডেভিড | নেটফ্লিক্স | |
দ্য নাইট ম্যানেজার | ব্রিজপাল | ডিজনি+ হটস্টার | ||
আবার প্রলয় | অনিমেষ দত্ত | জি৫ |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার
সম্পাদনা- ২০২১ : পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ছবিয়ালের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
- ২০১৮: শিরোনামের জন্য মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি বিদেশী ভাষার চলচ্চিত্রে সেরা অভিনেতা।
- ২০১৪ : জি বাংলা গৌরব সম্মান - ভূতের ভাবীশ্যতের জন্য সেরা কমেডিয়ান
- ২০১২ : আনন্দলোক পুরস্কার - ভূতের ভবিষ্যতের জন্য সেরা পার্শ্ব অভিনেতা।
- ২০১১ : টেলি সিনে পুরস্কার - ব্যোমকেশ বক্সীর জন্য সেরা পার্শ্ব অভিনেতা।
- ২০১১ : ইম্ফল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৩ - দ্য ফরলোনের জন্য সেরা পার্শ্ব অভিনেতা।
- ২০০৩ : বিএফজেএ (২০০৩)-শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা পুরস্কার
- ১৯৯৮ : আনন্দলোক অ্যাওয়ার্ড (১৯৯৮)-বিশেষ জুরি পুরস্কার
মনোনয়ন
সম্পাদনা- ২০১২ : কাহানি চলচ্চিত্রের জন্য জি সিনে অ্যাওয়ার্ড (২০১২)-শ্রেষ্ঠ খলনায়ক
- ২০১২ : কাহানি চলচ্চিত্রের জন্য স্টারডাস্ট অ্যাওয়ার্ড (২০১২)-শ্রেষ্ঠ খলনায়ক
- ২০১২ : কাহানি চলচ্চিত্রের জন্য আইআইএফএ অ্যাওয়ার্ড (২০১২)-খারাপ চরিত্রে অভিনয়ের জন্য
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Firstpost.Bollywood (২৭ মার্চ ২০১২)। "Bob Biswas : I even scared my wife"। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১২।
- ↑ ক খ The Telegraph (৯ জুন ২০১১)। "A Director's Actor"। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- ↑ IANS (৫ জুলাই ২০০৭)। "Bengali actor Subhendu Chatterjee dead"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৯।
- ↑ প্রতিবেদন, নিজস্ব। "শ্বশুরমশাইকে পছন্দ হওয়ায় বিয়েতে সম্মতি, বব বিশ্বাসরূপী শাশ্বতকে দেখে ভয় পেয়েছিলেন স্ত্রী-ও"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৯।
- ↑ ক খ "Bob Biswas gets even bigger"। ১০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩।
- ↑ Trans World Features (২২ জানুয়ারি ২০০৮)। "The legend of Feluda"। ৯ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৯।
- ↑ "Kahaani's Bob Biswas a rage on FB, Twitter"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩।
- ↑ "Ritwik Ghatak Meghe Dhaka Tara"। Telegraph, Calcutta। ১৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩।
- ↑ "A few scenes of Meghe Dhaka Tara gave me jitters: Saswata Chatterjee"। The Times of India। ৪ জুন ২০১৩। ১৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩।
- ↑ "Addatimes – Watch Original Web Series & Bengali Short Film online"। addatimes.com।
- ↑ Taran Adarsh [@taran_adarsh] (২৩ ফেব্রুয়ারি ২০১৯)। "Soham Chakraborty, Hiraan Chatterjee, Rudranil Ghosh, Saswata Chatterjee, Trina Saha, Bidya Sinha Mim and Rachel White... First look poster of #Bengali film #ThaiCurry... Directed by Ankit Aditya... 1 March 2019 release... Distribution by SSR Cinemas P Ltd. t.co/RYtmWcacfe" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ Ruman Ganguly (২ সেপ্টেম্বর ২০২০)। "Paayel and Saswata set to fly to London for Kamaleswar's film shoot"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১।