দিতিপ্রিয়া রায়

ভারতীয় বাঙালি অভিনেত্রী

দিতিপ্রিয়া রায় হলেন একজন অভিনেত্রী যিনি বাংলা ভাষার চলচ্চিত্র এবং সিরিয়ালে কাজ করছেন। তিনি বাংলা টেলিভিশন সিরিজ করুণাময়ী রানী রাসমণিতে রানী রাসমণির চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।[১][২][৩][৪][৫]

দিতিপ্রিয়া রায়
জন্ম (2002-11-03) ৩ নভেম্বর ২০০২ (বয়স ২১)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
উল্লেখযোগ্য কর্ম
করুণাময়ী রাণী রাসমণি
পিতা-মাতা
  • অলোক শঙ্কর রায় (পিতা)
  • সুদিপ্তা রায় (মাতা)

অভিনয় জীবন সম্পাদনা

দিতিপ্রিয়া শিশু শিল্পী হিসাবে টেলিভিশনে তাঁর জীবন শুরু করেছিলেন এবং মা, দুর্গা, অপরাজিতা, ব্যোমকেশ, বামখ্যাপা, তোমায় আমায় মিলে, তারে অমি চোখে দেখিনী প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছিলেন। ২০১৫ সালে তিনি শ্রীজিৎ মুখার্জি পরিচালিত রাজকাহিনী ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৭ সালে তিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে অভিনয় করেছিলেন, যেটি জী বাংলাতে প্রচারিত হয় এবং ২০২০ সালের জুলাই পর্যন্ত এক হাজারেরও বেশি এপিসোড সম্পন্ন হয়েছিল। তিনি বলিউডে বব বিশ্বাস ছবিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন।

ধারাবাহিক সম্পাদনা

বছর ধারাবাহিক নাম চ্যানেল চরিত্র
২০০৮ দুর্গা স্টার জলসা গৌরী
২০১১-২০১২ অপরাজিত স্টার জলসা ঋষিত / তিতলী
২০১৪ ব্যোমকেশ কালার্স বাংলা চিঙ্গারী
২০১৭-২০২২ করুণাময়ী রাণী রাসমণি জী বাংলা রানী রাসমণি
২০১৮ শক্তিরূপেনু জী বাংলা দেবী পার্বতী এবং দেবী মহিষাসুরমর্দিনী
২০১৯ ১২ মাসে ১২ রূপে দেবী বরণ জী বাংলা দেবী দুর্গা
২০২০ দুর্গা সপ্তসতী সম্ভবামী যুগে যুগে জী বাংলা দেবী পার্বতী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rani Rashmoni fame Ditipriya Roy to make her Bollywood debut in an Abhishek Bachchan starrer film - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  2. "Young filmmaker Subhrajit Mitra strikes all the right notes with his epic film, Avijatrik"www.indulgexpress.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  3. আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২১-০৩-০৫)। "Achena Uttam Shoot: উত্তমের বেশে শাশ্বত, সুচিত্রা ঋতুপর্ণা, আসছে 'অচেনা উত্তম'"ABP Ananda। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  4. "Child artists who rocked the silver screen this year"The Times of India। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  5. "'Rani Rashmoni' actress Ditipriya Roy scores 82% in Higher Secondary examination - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা