এনা সাহা
এনা সাহা (জন্ম: ২৮ মে ১৯৯২) একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি প্রধানত বাংলা ও মালয়ালম চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানগুলিতে অভিনয় করেন। তিনি চিনা বাদাম, এসওএস কলকাতা, ভূত চতুর্দশী, বন্য প্রেমের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত ।[২][৩] তিনি ইউ টু ব্রুটাস নামে একটি হিন্দি চলচ্চিত্র, চৌরাঙ্গা নামে একটি মালয়ালম[৪][৫] ও লঙ্কা নামে একটি তেলুগু চলচ্চিত্রও করেছেন।[৬]
এনা সাহা | |
---|---|
জন্ম | [১] | ২৮ মে ১৯৯২
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল, প্রযোজক |
কর্মজীবন | ২০১১ – বর্তমান |
আদি নিবাস | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত[১] |
কর্মজীবন
সম্পাদনাএনা সাহা রাত ভোর বৃষ্টি, বউ কথা কও, বাঁধন, সংসার সুখের হয় রমনীর গুণে, মহাপ্রভু শ্রীচৈতন্যসহ বেশ কয়েকটি বাংলা টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন।[৭]
তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ও আর্ট-হাউজ বাংলা চলচ্চিত্র এবং মালয়ালম চলচ্চিত্রে হাজির হন। তার প্রথম ছবি হল সোমনাথ গুপ্ত পরিচালিত বাংলা চলচ্চিত্র আমি আদু ।[৮] ওয়ান থার্টি এম ছবিতে তিনি নিশির ভূমিকা পালন করেন। এই চলচ্চিত্রটি বেশ কয়েকটি চলচ্চিত্র উত্সবে সমালোচকদের দ্বারা প্রশংসা পেয়েছিল। [৯] ২০১৩ সালে, তিনি মালয়ালম চলচ্চিত্র নিলাকশাম পাচাকাদাল চুভানা ভূমিতে হাজির হন, যেখানে তিনি গৌরী চরিত্রে অভিনয় করেছিলেন।
তিনি এখন 'জারেক এন্টারটেইনমেন্টস'-এর ব্যানারে তার মা বনানী সাহার সাথে একজন প্রযোজক।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাঅভিনেতা হিসেবে
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১১ | আমি আদু | আমিনা | বাংলা | |
প্রিয়া তুমি | মিলি | |||
২০১২ | ওয়ান থার্টি এম | নিশি | ||
বোঝে না সে বোঝে না | প্রিয়াংকা | |||
২০১৩ | নিলাকশাম পাচাকদল চুভান্না ভূমি | গৌরী | মালায়ালাম | |
২০১৪ | চিরোদিনি তুমি আমার ২ | শ্রেয়া | বাংলা | |
মৃত্তিকা | ||||
ফোর্স | বাংলা | |||
ব্যোমকেশ ফিরে এল | ঝিল্লি | |||
২০১৫ | ইউ থু ব্রুটুস | দিয়া | মালায়ালাম | |
অচেনা বন্ধুত্ব | বাংলা | |||
দুগ্ধ নখর | স্বপ্না | |||
হ্রদয় হরণ | পুজা | |||
অমর আকবর এন্তনি | অমরের জি এফে | মালায়ালাম | ||
রাজকাহিনী | বান্ন | বাংলা | ||
২০১৬ | নট আ দারটি ফিল্ম | মনা | ||
ছাউরাঙ্গা | হিন্দি | |||
যুধিষ্ঠির | বাংলা | |||
২০১৭ | লঙ্কা | স্বাথি | তেলুগু | |
এক যে আছে অপ্সরা | অপ্সরা অ্পিতা | বাংলা | ||
কমরেড | ||||
কিছু না বলা কথা | এনা সাহা | |||
২০১৮ | বক্সার | জিনিয়া | ||
দ্য হ্যাকার | রিতানহ্নি | |||
২০১৯ | হ্যাকার | বাংলা | ||
ভূত চতুর্দশী | রানুর গার্লফ্রেন্ড | |||
২০২০ | এসওএস কলকাতা | |||
২০২১ | নিরীক্ষা | মীনা | তেলুগু | |
২০২২ | চিনে বাদাম | বাংলা | ||
২০২৩ | মিরাচি | তামিল | ||
১:৩০ এএম | নিশি (কন্ঠ) | বাংলা | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
আলিঙ্গন | প্রীতি | সংক্ষিপ্ত চলচ্চিত্র | ||
আসন্ন | ডাক্তার কাকু |
প্রযোজক হিসেবে
সম্পাদনাবছর | শিরোনাম | পরিচালক | অভিনেতা |
---|---|---|---|
২০২০ | এসওএস কলকাতা | অংশুমান প্রত্যুস | যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী |
২০২২ | চিনে বাদাম | শিলাদিত্য মৌলিক | যশ দাশগুপ্ত, এনা সাহা |
টিভি ও ওয়েব ধারাবাহিক
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | টিভি /ওটিটি | মন্তব্য |
---|---|---|---|---|
দাদাগিরি আনলিমিটেড | সেলিব্রিটি অংশগ্রহণকারী | জি বাংলা | ||
২০১৪ - ২০১৬ | মা... তোমায় ছাড়া ঘুম আসেনা | ঝিলিকের মাসিমা | স্টার জলসা | |
২০১৬ - ২০১৭ | সুভাসিনি | সুভাসিনি | রূপসী বাংলা | |
রাত ভোর বৃষ্টি | জি বাংলা | |||
বউ কথা কও | মহুয়া | স্টার জলসা | ||
বন্ধন | স্টার জলসা | |||
বিগ বস বাংলা | স্বয়ং | কালার্স বাংলা | ||
২০১৯ - ২০২০ | বন্য প্রেমের গল্প | হইচই | সিজন ১ ও ২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Ena Saha - Official Handle"। Twitter। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৭।
- ↑ "When Ena Saha got spooked on the sets"। The Times of India। ২০১৯-০৫-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৪।
- ↑ "রিলিজের আগেই Ena Saha-এর ছবি থেকে সরলেন Yash Dasgupta! Nushrat-এর সঙ্গে প্রজেক্ট নিয়েও প্রশ্ন"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৪।
- ↑ "Ena Saha back in M'wood with You Too Brutus"। The Times of India। ২০১৪-১১-২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৪।
- ↑ "Chauranga to compete at Indische Film festival in Germany"। The Times of India। ২০১৭-০১-১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৪।
- ↑ "Ena Saha"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৪।
- ↑ "Ena Saha (@SahaEna) | টুইটার"। twitter.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭।
- ↑ "Ena Saha Latest Movies Videos Images Photos Wallpapers Songs Biography Trivia On Gomolo.com"। gomolo.com। ৯ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬।
- ↑ "Ena Saha | Facebook"। facebook.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬।