লিলি চক্রবর্তী
লিলি চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি অনেক বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি ভানু পেলো লটারি (১৯৫৮) চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।[১][২] তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।[৩][৪]
লিলি চক্রবর্তী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
উল্লেখযোগ্য কর্ম | দেয়া নেয়া জন অরণ্য চুপকে চুপকে চোখের বালি রাজকাহিনী |
পিতা-মাতা |
|
প্রারম্ভিক জীবন
সম্পাদনাতিনি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি দীপচাঁদ স্কুলে পড়াশোনা করেছেন। তিনি শ্রী কেশবচন্দ্র চক্রবর্তী এবং প্রখ্যাত বাংলা নাট্যশালা অভিনেত্রী দীপালী চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
কর্মজীবন
সম্পাদনালিলি ১৯৫৮ সালে ভানু পেলো লটারির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি মায়া নামে একজন টাইপিস্ট চরিত্রে অভিনয় করেছিলেন।[৫] লিলি তার জীবনে, অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার শক্তিশালী চেহারা দিয়ে পর্দা ভাগ করে নিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার ২০২০-তে সুদীপ্তা চক্রবর্তীর সাথে সাঁঝবাটি ছবিতে তার ভূমিকার জন্য সেরা সহায়ক অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।
চলচ্চিত্র
সম্পাদনা- অর্ধাঙ্গিনী (২০২৩)
- সাঁঝবাতি (২০১৯)
- রাজকাহিনী (২০১৫)
- যোগা যোগ (২০১৫)
- খাঁদ (২০০৪)
- জনতার আদালত (২০০৮)
- বাবু মশাই (২০০৫)[৬]
- স্বার্থ (২০০৯)
- তিল থেকে তাল (২০০৫)
- তিস্তা (২০০৫)
- তবু ভালোবাসি (২০০৫)
- চোখের বালি (২০০৩)
- বর কনে (২০০২)
- জীবন যোদ্ধা (২০০২)
- ভালোবাসা কি আগে বুঝিনি (২০০১)
- বুক ভরা ভালোবাসা (২০০১)
- শাস্তি (২০০১)
- শেষ আশ্রয় (২০০১)
- আমাদের সংসার (২০০০)
- দিদি আমার মা (২০০০)
- পিতা স্বর্গ পিতা ধর্ম (২০০০)
- অনুপমা (১৯৯৯)
- নিয়তী (১৯৯৯)[৭]
- সুন্দর বউ (১৯৯৯)
- গঙ্গা (১৯৯৮)
- মায়ের অধিকার (১৯৯৮)
- একালের কালপুরুষ (১৯৯৭)
- যোদ্ধা (১৯৯৭)[৮]
- বেয়াদপ (১৯৯৬)
- শূন্য থেকে শুরু (১৯৯৬)[৯]
- সুখের আশা (১৯৯৫)
- আমিও মা (১৯৯৪)
- দাঙ্গা (১৯৯৪)
- সালমা সুন্দরী (১৯৯৪)
- বধূ (১৯৯৩)[১০]
- ফিরিয়ে দাও (১৯৯৩)
- শাখা প্রশাখা (১৯৯২)
- অধিকার (১৯৯২)
- বেদিনির প্রেম (১৯৯২)[১১]
- মায়াবিনী (১৯৯২)
- নতুন সংসার (১৯৯২)
- প্রেম (১৯৯২)[১২]
- আঘাত (১৯৮৮)
- তিন পুরুষ (১৯৮৬)
- সোনার সংসার (১৯৮৫)
- মোহনার দিকে (১৯৮৪)
- মাটির স্বর্গ (১৯৮২)
- পিপাসা (১৯৮২)
- সোনার বাংলা (১৯৮২)
- শুভ রজনী (১৯৮২)
- স্বর্ণ মহল (১৯৮২)
- দেবদাস (১৯৭৯)[১৩][১৪]
- ডুব দে মন কালী বলে (১৯৭৯)
- সবুজ দ্বীপের রাজা (১৯৭৯)
- দুই পুরুষ (১৯৭৮)
- আলাপ (১৯৭৭)
- চুপকে চুপকে (১৯৭৫)
- জননী (১৯৭১)
- প্রথম বসন্ত (১৯৭১)
- দেয়া নেয়া (১৯৬৩)
- ভানু পেলো লটারী (১৯৫৮)
ওয়েব সিরিজ
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | চ্যানেল | মন্তব্য |
---|---|---|---|---|---|
২০২০ | ফরবিডেন লাভ | শান্তি আন্টি | হিন্দি | জি৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক বছরের ছোট হলেন লিলি চক্রবর্তী"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১৯-০৮-০৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৫।
- ↑ গাঙ্গুলী, রুমান (১৯ অক্টোবর ২০১৪)। "উত্তম কুমার বা অমিতাভ বচ্চনের সমতুল্য কোনও অভিনেতাকে আমি চিনি না: লিলি চক্রবর্তী" (ইংরেজি ভাষায়)। কলকাতা, ভারত: দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "লিলি চক্রবর্তীর জীবনী"। gomolo.com। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "লিলি চক্রবর্তীর ছবি"। gomolo.com। ২০১৬-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ চক্রবর্তী, লিলি। "লিলি চক্রবর্তী: কলকাতা শহরের কাছে আমার ঋণের শেষ নেই!"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৮।
- ↑ "লিলি চক্রবর্তীর চলচ্চিত্র"। onlinewatchmovies.co। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "লিলি চক্রবর্তীর সিনেমা দেখুন"। solarmovie.cz। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "লিলি চক্রবর্তীর চলচ্চিত্র"। gomolo.com। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "লিলি চক্রবর্তীর সেরা সিনেমাগুলো"। gomolo.com। ২০১৬-০৬-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "আচানক ডিভিডি বিনোদ খান্না, ওম শিবপুরী, লিলি চক্রবর্তী বলিউড"। ebay.co.uk। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "লিলি চক্রবর্তী"। rediff.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "লিলি চক্রবর্তীর ভিডিও"। gomolo.com। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "লিলি চক্রবর্তীর গান"। gomolo.com। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- ↑ "প্রসিদ্ধ ব্যক্তি লিলি চক্রবর্তী"। desimartini.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]