জন অরণ্য
১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
জন অরণ্য (ইংরেজি: The Middleman), ১৯৭৬ সালে সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র। এটি মণিশংকর মুখোপাধ্যায়ের উপন্যাস জন্য অরণ্য অবলম্বনে চিত্রায়িত। এটি সত্যজিৎ রায়ের কলকাতা ত্রয়ী সিরিজের ৩য় চলচ্চিত্র। আগের দুটি চলচ্চিত্র হলো - প্রতিদ্বন্দ্বী (১৯৭০) এবং সীমাবদ্ধ (১৯৭১)।
জন অরণ্য | |
---|---|
পরিচালক | সত্যজিত রায় |
প্রযোজক | ইন্দাস ফিল্মস (সুবীর গুহ) |
রচয়িতা | সত্যজিত রায় (চিত্রনাট্য) মণিশংকর মুখোপাধ্যায় (উপন্যাস) |
শ্রেষ্ঠাংশে | প্রদীপ মুখোপ্যাধায় সত্য বন্দোপ্যাধায় দিপঙ্কর দে লিলি চক্রবর্তী গৌতম চক্রবর্তী অপর্ণা সেন সুদেস্না দাস উৎপল দত্ত রবি ঘোষ সন্তোষ দত্ত |
সুরকার | সত্যজিত রায় |
চিত্রগ্রাহক | সৌমেন্দু রায় |
সম্পাদক | দুলাল দত্ত |
মুক্তি | ২০ ফেব্রুয়ারি, ১৯৭৬ |
স্থিতিকাল | ১৩১ মিনিট |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- প্রদীপ মুখোপ্যাধায় - সোমনাথ
- কল্যাণ সেন - মি. বক্সি
- সত্য বন্দোপ্যাধায় - সোমনাথের বাবা
- দীপঙ্কর দে - ভোম্বল
- আরতি বন্দোপ্যাধায় - মিসেস গাঙ্গুলি
- গৌতম চক্রবর্তী - সুকুমার
- লিলি চক্রবর্তী - কমলা
- বিমল চট্টোপাধ্যায়- আদক
- কল্যাণ চট্রপ্যাধায় - সোমনাথের বন্ধু
- বিমল দেব - জগবন্ধু
- সন্তোষ দত্ত - হিরালাল
- উৎপল দত্ত - বিশুদা
- রবি ঘোষ - নতবর মিত্তির
- সোভেন লাহিড়ী - গোয়েঙ্কা
- পদ্মা দেবী - মিসেস বিশ্বাস
- অপর্ণা সেন - সোমনাথের পুরানো বান্ধবী
- সুদেষ্ণা দাস - কনা / জুথিকা