অপর্ণা সেন

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক এবং অভিনেত্রী

অপর্ণা সেন (জন্ম: অক্টোবর ২৫, ১৯৪৫) একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালিকা। তিনি অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার মাতা।

অপর্ণা সেন
Aparna Sen.jpg
জন্ম (1945-10-25) ২৫ অক্টোবর ১৯৪৫ (বয়স ৭৭)
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারত ভারত
পেশাঅভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
পরিচিতির কারণঅভিনেত্রী,চলচ্চিত্র পরিচালক,চিত্রনাট্যকার
দাম্পত্য সঙ্গীসঞ্জয় সেন
মুকুল শর্মা
কল্যাণ রায় (বর্তমান)
সন্তানকমলিনী
কঙ্কণা
আত্মীয়রণবীর শুরে (কঙ্কণার স্বামী)

জীবনকাহিনীসম্পাদনা

অপর্ণা সেন পশ্চিমবঙ্গের কলকাতায় বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পূর্ব বাংলা থেকে তার পরিবার কলকাতায় আসে। তার বাবা চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা চিদানন্দ দাশগুপ্ত। তার মা সুপ্রিয়া দাশগুপ্ত সম্পর্কে খ্যাতনামা বাংলা কবি জীবনানন্দ দাশের ভাইয়ের মেয়ে। তিনি তার শৈশব অতিবাহিত করেন় হাজারীবাগ এবং কলকাতা শহরে। তিনি কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস এ লেখাপড়া করেছেন।তিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে পড়েছিলেন যদিও ডিগ্রি নেননি।

অভিনয়জীবনসম্পাদনা

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র "অরণ্যের দিনরাত্রি" (১৯৭০) সহ আরো অনেক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা


{{navboxes | title = অপর্ণা সেন গৃহীত পুরস্কারসমূহ | list =