পার্ণো মিত্র
পার্ণো মিত্র একজন ভারতীয় বাঙালি চিত্রাভিনেত্রী৷ মূলত বিভিন্ন বাংলা টেলিভিশন চ্যানেলের ধারাবাহিকগুলিতে অভিনয় করেন৷ তবে পরিচিতি আসে রবি ওঝা নির্দেশিত খেলা এবং মোহনা এই দুটি ধারাবাহিকে অভিনয় করার পর৷ অভিনয় ছাড়াও তিনি মডেলিং জগতের এক পরিচিত মুখ৷[১][২][৩]
পার্ণো মিত্র | |
---|---|
![]() ২০১৭ সালের পার্ণো মিত্র | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
উল্লেখযোগ্য কর্ম | রঞ্জনা আমি আর আসবনা |
প্রাথমিক জীবনসম্পাদনা
পার্ণো মিত্র জন্মগ্রহণ করেন ৩১ অক্টোবর ১৯৮৭ সালে। পার্ণো মিত্র তার শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায় শেষ করেন প্রট মেমোরিয়াল স্কুল এ। [৪] পার্ণো মিত্র তার স্নাতক স্তর শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগ থেকে। [৫]
পেশাজীবনসম্পাদনা
পার্ণো মিত্রর অভিষেক টিভি সিরিয়াল ছিল রবি ওঝা প্রযোজিত খেলা (২০০৭), যেখানে তিনি ইন্দিরা চরিত্রে অভিনয় করেন।
টেলিভিশনসম্পাদনা
বছর | শিরোনাম | পরিচালক | ভূমিকা |
---|---|---|---|
২০০৭ | খেলা | রবি ওঝা | ইন্দু |
মোহনা | মোহনা/ ঈশা/ মারিয়া[৬] | ||
বউ কথা কও | নীরা | ||
সময় | রুক্মিণী | ||
২০২০ | কোড়া পাখি | আমন হান্সদা |
চলচ্চিত্রের তালিকাসম্পাদনা
চিহ্নিত চলচ্চিত্রগুলির নির্মাণ চলছে |
মুক্তির তারিখ | শিরোনাম | পরিচালক | সিবিএফসি রেটিং | প্রযোজক | সুরকার | চরিত্র | সহ-শিল্পী | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
২০১১ | জুন | ২৪ | রঞ্জনা আমি আর আসব না | অঞ্জন দত্ত | A | Dag Creative Media | অঞ্জন দত্ত | রঞ্জনা (Ranjana) | অঞ্জন দত্ত |
২০১২ | জানুয়ারি | ৬ | বেডরুম | মৈনাক ভৌমিক | A | রানা সরকার | রূপম ইসলাম | রিতিকা (Ritika) | রাহুল ব্যানার্জী |
জুন | ৮ | কয়েকটি মেয়ের গল্প | সুব্রত সেন | A | দেবাশিস সাহা
কৌশিক ভট্টাচার্য |
চন্দন রায়চৌধুরী
Vinit Ranjan Maitra |
Molly | তনুশ্রী চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায় | |
অক্টোবর | ৫ | একলা আকাশ | সন্দিপন রয় | Morning Fresh Media Pvt Ltd. | জিৎ গাঙ্গুলী | নীশা (Nisha) | পরমব্রত চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ | ||
নভেম্বর | ২৩ | দত্ত ভার্সেস দত্ত | অঞ্জন দত্ত | নীলাখি রয় (Nilakhi Roy)
পূর্ণেন্দু রায় |
নীল দত্ত | Nandita aka Diana | অঞ্জন দত্ত | ||
২০১৩ | জানুয়ারি | ৪ | মাছ মিষ্টি অ্যান্ড মোর | মৈনাক ভৌমিক | U/A | Mojo Productions (P) Ltd. Tripod entertainment | নীল দত্ত | Sunaina aka Sunny | সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন |
মে | ১০ | আমি আর আমার গার্লফ্রেন্ডস | A | আদিত্য প্রোডাকশনস এন্ড এন্টারটেইনমেন্ট | নীল দত্ত | Rhea | স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন | ||
২০১৫ | ফেব্রুয়ারি | ৬ | Glamour: No One is Innocent | Mahua Chakraborty | ওরিয়ন এন্টারটেইনমেন্ট | Shibashish-Sanjib | Mona | পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী | |
ফেব্রুয়ারি | ২৭ | Bheetu: Coward | |||||||
এপ্রিল | ২৫ | অপুর পাঁচালী | কৌশিক গঙ্গোপাধ্যায় | U/A | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | ইন্দ্রদীপ দাশগুপ্ত | Ashima | পরমব্রত চট্টোপাধ্যায় | |
জুলাই | ৩ | Sesh Anka | |||||||
অক্টোবর | ১৬ | রাজকাহিনী | সৃজিত মুখোপাধ্যায় | A | Golaap | ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় | |||
নভেম্বর | ২০ | X: Past Is Present | প্রিতম দাসগুপ্ত | Shiuli | রণদ্বীপ বোস | ||||
২০১৬ | আগস্ট | ২৬ | সাহেব বিবি গোলাম | প্রিতম দাসগুপ্ত | A | Firdausul Hasan Prabal Halder |
অনুপম রায় | রুমি (Rumi) | অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী |
২০১৭ | জানুয়ারি | ১৩ | The Bongs Again | অঞ্জন দত্ত | হিমাংশু ধানুকা
জয় গাঙ্গুলী |
নীল দত্ত | Oli | অঞ্জন দত্ত | |
ডুব | মোস্তফা সরয়ার ফারুকী | আব্দুল আজিজ ইরফান খান অশোক ধানুকা হিমাংশু ধানুকা |
Pavel Areen | Nitu | ইরফান খান | ||||
২০১৮ | এপ্রিল | ২০ | আলিনরের গোলকধাঁধা | Sayantan Ghosal | Champion Movies and Ritum Jain | Meemo | Brishti | অনির্বাণ ভট্টাচার্য[৭] | |
আহারে মন | প্রিতম দাসগুপ্ত | ঋত্বিক চক্রবর্তী[৮] | |||||||
২০১৯ | উড়োজাহাজ | ||||||||
Balighawr | Arindam Sil | বিক্রম ঘোষ ও চিরকুট | আবীর চট্টোপাধ্যায়[৯] |
রাজনৈতিক জীবনসম্পাদনা
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি ৩৫ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের তাপস রায়ের নিকট বরাহনগর আসনে হেরেছেন।[১০]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Parno, Ranadeb glam up gym B'day"। India Blooms। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২।
- ↑ "New heart-throb of Bengali film industry"। Anandabazar Patrika। ২৩ জুলাই ২০১১। ২৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২।
- ↑ "Parno Mittra Hot Pictures and Wallpapers"। Bollygraph। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২।
- ↑ http://www.kolkatabengalinfo.com/2011/10/parno-Mittra-actress-profile-education.html
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Spotlight Jack"। Telegraph Calcutta। ২০ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২।
- ↑ Eros Now Bengali (২০১৮-০৩-০৬), Alinagarer Golokdhadha Official Trailer 2018 | Bengali Movie | Anirban, Parno, Sayantan Ghosal, সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০২
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;auto2
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Abir and Parno in Arindam Sil's next - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০২।
- ↑ "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"। anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।