অপুর পাঁচালী

২০১৩ সালের কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র

অপুর পাঁচালী হল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ২০১৩ সালের ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের অপু ত্রয়ী চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী (১৯৫৫)-এ অপু চরিত্রে অভিনয়কারী সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবনী অবলম্বনে নির্মিত। এতে অপুর তরুণ ও প্রাপ্ত বয়সের চরিত্রে অভিনয় করেন যথাক্রমে পরমব্রত চট্টোপাধ্যায়অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৪৪তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অপুর পাঁচালী চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন।[২] তিনি এক সাক্ষাৎকারে বলেন যে তিনি সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু অংশ ও অপু চরিত্রের মধ্যে মিল খুঁজে পান। চলচ্চিত্রটিতে পথের পাঁচালী চলচ্চিত্রের কিছু দৃশ্য ব্যবহৃত হয়েছে।

অপুর পাঁচালী
চলচ্চিত্রের পোস্টার
পরিচালককৌশিক গঙ্গোপাধ্যায়
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
রচয়িতাকৌশিক গঙ্গোপাধ্যায়
শ্রেষ্ঠাংশে
সুরকারইন্দ্রদীপ দাশগুপ্ত
চিত্রগ্রাহকশীর্ষ রায়
সম্পাদকবোধাদিত্য বন্দ্যোপাধ্যায়
মুক্তি
  • ২৫ নভেম্বর ২০১৩ (2013-11-25) (আইএফএফআই)[১]
  • ২৫ এপ্রিল ২০১৪ (2014-04-25) (ভারত)
স্থিতিকাল৯৭ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কুশীলব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "IFFI 2013" (পিডিএফ)আইএফএফআই। ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০ 
  2. "Kaushik Ganguly named Best Director for Apur Panchali at IFFI 2013"ডিয়ার সিনেমা। ৩০ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা