সায়ন্তন ঘোষাল

ভারতীয় পরিচালক ও সম্পাদক

সায়ন্তন ঘোষাল একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং বাংলা চলচ্চিত্রের সম্পাদক।[] তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে যকের ধন, সাগরদ্বীপে যকের ধন এবং সত্যান্বেশী ব্যোমকেশ। তিনি স্ট্রিমিং পরিষেবা হইচই-এর জন্য ব্যোমকেশ সিজন ১-সিজন ৩ পরিচালনা করেছেন এবং তার ওয়েব সিরিজ লালবাজার বর্তমানে জি৫ এ স্ট্রিমিং হচ্ছে।[]

সায়ন্তন ঘোষাল
জন্ম (1988-09-15) ১৫ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)
মাতৃশিক্ষায়তনআচার্য প্রফুল্লচন্দ্র কলেজ
কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট
পেশাপরিচালক ও সম্পাদক
কর্মজীবন২০১৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীসায়ন্তী ঘোষাল (বিবাহ. ১৮ জানুয়ারী ২০১৫)
সন্তান

কর্মজীবন

সম্পাদনা

ঘোষালের প্রথম চলচ্চিত্র যকের ধন ২০১৭ সালে মুক্তি পায়। যকের ধন হেমেন্দ্র কুমার রায়ের বিমল-কুমার জুটির দুঃসাহসিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিলো। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। তার দ্বিতীয় চলচ্চিত্র, আলিনগরের গোলোকধাধা , ২০১৮ সালে মুক্তি পায় এবং আবার চ্যাম্পিয়ন মুভিজ দ্বারা প্রযোজিত হয়। সিনেমাটি বক্স অফিসেও সফল হয়। তার তৃতীয় ছবি সত্যান্বেষী ব্যোমকেশ গ্রীনটাচ এন্টারটেইনমেন্টের অধীনে ২০১৯ সালে মুক্তি পায়। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অজিত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন ব্যোমকেশ বক্সীরুদ্রনীল ঘোষ। তার চতুর্থ চলচ্চিত্র, সাগরদ্বীপে জাকের ধন, ২০১৯ সালে সুরিন্দর ফিল্মস এবং চ্যাম্পিয়ন মুভিজের ব্যানারে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে প্রায় $1,750,000 আয় করেছিলো।

তিনি ওয়েব সিরিজও পরিচালনা করেন, তার সবচেয়ে উল্লেখযোগ্য এবং সফল ওয়েব সিরিজ হচ্ছে ব্যোমকেশ এবং লালবাজার

ফিল্মগ্রাফি

সম্পাদনা
বছর শিরোনাম ভাষা চরিত্র মন্তব্য
২০১৭ যকের ধন বাংলা পরমব্রত চ্যাটার্জি, রাহুল, প্রিয়াঙ্কা সরকার, সব্যসাচী চক্রবর্তী এবং কৌশিক সেন একই নামে হেমেন্দ্র কুমার রায়ের বিমল-কুমার জুটির দুঃসাহসিক গল্প অবলম্বনে
২০১৮ আলীনগরের গোলোকধাধা বাংলা অনির্বাণ ভট্টাচার্য, পার্নো মিত্র এবং কৌশিক সেন
২০১৯ সত্যান্বেষী ব্যোমকেশ বাংলা পরমব্রত চ্যাটার্জি ও রুদ্রনীল ঘোষ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মগ্ন মৈণাক এর গল্প অবলম্বনে
সাগরদ্বীপে জাকার ধন বাংলা পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী,  কোয়েল মল্লিক, কাঞ্চন মল্লিক, রজতাভ দত্ত এবং কৌশিক সেন জকের ধানের সিক্যুয়েল এবং দ্বিতীয় ছবি
২০২০ নির্বান্ধমের জোরা খুন বাংলা তনুশ্রী চক্রবর্তী,  ফলক রশীদ রায় ও ইন্দ্রাশীষ রায় জি টেলিফিল্মসের ব্যানারে
২০২২ স্বস্তিক সংকেত বাংলা নুসরাত জাহান, গৌরব চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি ও রুদ্রনীল ঘোষ দেবরতি মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে
হীরকগোরের ভাড়া বাংলা সোহম চক্রবর্তী, কৌশানি মুখার্জি, বনি সেনগুপ্ত এবং আয়োশি তালুকদার Zee5 রিলিজ
২০২৩ লাল স্যুটকেস তা দেখেছেন? বাংলা সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ
টেনিদা এন্ড কোম্পানি বাংলা কাঞ্চন মল্লিক, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ উৎপাদন পরবর্তি; নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে
রবীন্দ্র কাব্য রহস্য বাংলা ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, প্রিয়াংশু চ্যাটার্জি
সরলখা হোমস বাংলা ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায়, রাজনন্দিনী পল

ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম

সম্পাদনা
বছর শিরোনাম ভাষা প্ল্যাটফর্ম বিন্যাস কাস্ট উৎপাদন ক্ষেত্র
২০২৩ সম্পূর্ণা ২ বাংলা হইচই ওয়েব সিরিজ সোহিনী সরকার ও রাজনন্দিনী পল ফোকাস ফিল্ম প্রোডাকশন অনুসরণ করুন
হোমস্টে খুন বাংলা হইচই ওয়েব সিরিজ সোহিনী সরকার, পার্নো মিত্র, অপরাজিতা ঘোষ দাস, সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায় ফোকাস ফিল্ম প্রোডাকশন অনুসরণ করুন
রক্তকরবী বাংলা জি৫ ওয়েব সিরিজ রাইমা সেন, বিক্রম চ্যাটার্জি অনুপস্থিত স্ক্রু প্রোডাকশন
২০২২ সম্পূর্ন বাংলা হইচই ওয়েব সিরিজ সোহিনী সরকার ও রাজনন্দিনী পল ফোকাস ফিল্ম প্রোডাকশন অনুসরণ করুন
গোরা বাংলা হইচই ওয়েব সিরিজ ঋত্বিক চক্রবর্তী ও ইশা সাহা অনুপস্থিত স্ক্রু প্রোডাকশন
২০২১ ইন্দু বাংলা হইচই ওয়েব সিরিজ ইশা সাহা অনুপস্থিত স্ক্রু প্রোডাকশন
মৌচাক বাংলা হইচই ওয়েব সিরিজ মোনামী ঘোষ অনুপস্থিত স্ক্রু প্রোডাকশন
২০২০ লালবাজার বাংলাহিন্দি জি৫ ওয়েব সিরিজ গৌরব চক্রবর্তী, কৌশিক সেন ও সব্যসাচী চক্রবর্তী সুরিন্দর ফিল্মস
২০১৮ অবশিষ্ট থেকে শুরু বাংলা হইচই ওয়েব অরিজিনাল ফিল্ম ঋদ্ধিমা ঘোষ ও সমদর্শী দত্ত রোডশো ফিল্মস
ডার্ক ওয়েব বাংলা হইচই ওয়েব সিরিজ সাহেব ভট্টাচার্য ও সমগ্র লাহিড়ী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৭-১৮ ব্যোমকেশ (S1-S3) বাংলা হইচই ওয়েব সিরিজ অনির্বাণ ভট্টাচার্য ও ঋদ্ধিমা ঘোষ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১১ সিলুয়েট-অন্ধকার বিরাজ করছে বাংলা ইউটিউব সংক্ষিপ্ত চলচ্চিত্র অরিজিৎ মিত্র, অঙ্কুর বিশ্বাস, স্বপন গুহ ও সান্তনু সেন

টিভিসি

সম্পাদনা
বছর ব্র্যান্ড কাস্ট সময়কাল
২০২১ জোভিস ভেষজ গৌরব চক্রবর্তী ও ঋতভরী চক্রবর্তী ০:৪২ সেকেন্ড
২০২০ স্পার্কেল ডিশওয়াশ ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী ০:৩৩ সেকেন্ড

পুরস্কার এবং মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার শ্রেণী ফিল্ম/টিভি শো ফলাফল
২০২১ চলচ্চিত্র এবং ফ্রেম ডিজিটাল চলচ্চিত্র পুরস্কার সেরা পরিচালক (OTT) লালবাজার বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sayantan Ghosal - Movies, Biography, News, Age & Photos"BookMyShow। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৬ 
  2. "সুরিন্দর ফিল্মসের নতুন ওয়েব সিরিজ 'লালবাজার'-১৯ জুন থেকে দেখা যাবে Zee5-এ"Zee24Ghanta.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা