রাজ চক্রবর্তী
রাজ চক্রবর্তী (জন্ম: ২১ ফেব্রুয়ারি, ১৯৭৫) ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক ও অভিনেতা। তিনি পশ্চিমবঙ্গের হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন সফল পরিচালক। তার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত অধিকাংশ চলচ্চিত্রই ব্লকবাস্টার আখ্যা পায়।[১] এর পূর্বে তিনি ভারতীয় বাংলা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকের কাজ করেছিলেন। তিনি জি বাংলায় সম্প্রচারিত আপাতবাস্তব কৌতুক অনুষ্ঠান মীরাক্কেল-এর পরিচালক ছিলেন। রাজ জি বাংলায় সম্প্রচারিত আপাতবাস্তব প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠান ডান্স বাংলা ডান্স-এও পরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি স্টার জলসায় সম্প্রচারিত আই লাফ ইউ-এ কাজ করেছিলেন।[২]
রাজ চক্রবর্তী | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | ![]() |
শিক্ষা | ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, নৈহাটি |
পেশা | চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক |
কর্মজীবন | ২০০৮ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী |
|
কর্মজীবনসম্পাদনা
তিনি চলচ্চিত্রের পরিচালকের কাজে যোগদান করেন ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার-এর মাধ্যমে। নবাগত রাহুল ও নবাগতা প্রিয়াংকার অভিনয়ে নির্মিত এ ছবি খুবই বিখ্যাত হয়, বিশেষত তরুনদের কাছে। এ ছবি বিখ্যাত সুর পরিচালক জিৎ গাঙ্গুলীর সুর পরিচালনায় নির্মিত হয়। জিৎ গাঙ্গুলী এই ছবির জন্য শ্রেষ্ঠ সংগীতের পুরস্কার পায়। এই ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
চলচ্চিত্র তালিকাসম্পাদনা
পুরস্কারসম্পাদনা
আনন্দলোক পুরস্কারসম্পাদনা
- শ্রেষ্ঠ পরিচালক চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের জন্য (২০০৮)
- শ্রেষ্ঠ পরিচালক চ্যালেঞ্জ চলচ্চিত্রের জন্য (২০০৯)
- শ্রেষ্ঠ পরিচালক লে ছক্কা চলচ্চিত্রের জন্য (২০১০)
- শ্রেষ্ঠ পরিচালক শত্রু চলচ্চিত্রের জন্য (২০১১)
টেলিসিনে পুরস্কারসম্পাদনা
- শ্রেষ্ঠ পরিচালক বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রের জন্য (২০১৩)
রাজনৈতিক জীবনসম্পাদনা
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি ৯ হাজার ভোটের ব্যবধানে ব্যারাকপুর কেন্দ্রে জিতেছেন।[৪]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Nag, Kushali (২০০৮-১২-২৬)। "A few good men"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৬।
- ↑ "Bengal regional TV revolution grips everyone"। ibnlive.in.com। ২০১০-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১৪।
- ↑ "স্বীকারোক্তির কাঠমান্ডু"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪।
- ↑ "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"। anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাজ চক্রবর্তী (ইংরেজি)
- Upperstall.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ জানুয়ারি ২০১০ তারিখে