শুভশ্রী গাঙ্গুলী

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

শুভশ্রী গাঙ্গুলী (জন্ম: ৩ নভেম্বর, ১৯৮৯)[১] ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি একটি ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন। তিনি ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে-এর বিজয়ী হয়েছিলেন।[২] শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে ওড়িয়া চলচ্চিত্রে মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেখানে তিনি জিৎ'র বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

শুভশ্রী গাঙ্গুলী
জন্ম (1989-11-03) ৩ নভেম্বর ১৯৮৯ (বয়স ৩৩)
জাতীয়তা ভারত
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৭ – বর্তমান
দাম্পত্য সঙ্গীরাজ চক্রবর্তী
সন্তান১ পুত্র

প্রারম্ভিক জীবন সম্পাদনা

শুভশ্রী ১৯৮৯ সালের ৩রা নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা দেবপ্রসাদ গাঙ্গুলী ছিলেন একটি স্কুলের কেরানি এবং মাতা বিনা গাঙ্গুলী একজন গৃহিনী।[৩] তার বোন দেবশ্রী গাঙ্গুলীও একজন অভিনেত্রী।[৪]

তিনি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

দেব এবং শুভশ্রী পর্দার বাইরে বাস্তব জগতেও একে অপরের সাথে প্রেম করতেন। কিন্তু তাদের মধ্যে ব্রেকাপ হয়ে যায় ২০১২ সালের শেষের দিকে।

বিবাহিত জীবন সম্পাদনা

৭ মার্চ, ২০১৮ বুধবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর আইনি বিবাহ সম্পন্ন হয়। ১১ই মে ২০১৮ তাঁদের আনুষ্ঠানিক বিবাহ হয়। ১২ সেপ্টেম্বর, ২০২০ শ‌নিবার এই দম্প‌তির ইউভান না‌মে একটি পুত্র সন্তান হয়।

চলচ্চিত্র সম্পাদনা

নং বছর চলচ্চিত্র ভুমিকা পরিচালক সহ-অভিনেতা ভাষা মুক্তির তারিখ পুরস্কার
০১ ২০০৭ পিতৃভূমি সঞ্জিব রায় জিৎ বাংলা -
০২ ২০০৮ মাতে তা লাভ হেলারে অশোক পাতি অনুভব মোহান্তি ওড়িয়া মার্চ
০৩ ২০০৮ বাজিমাত হরনাথ চক্রবর্তী সোহম চক্রবর্তী বাংলা ৬ই জুন আনন্দলোক পুরস্কারঃ শ্রেষ্ঠ নারী শিল্পী
০৪ ২০০৯ চ্যালেঞ্জ রাজ চক্রবর্তী দেব বাংলা ২০শে মার্চ টেলি সিনে অ্যাওয়ার্ড ২০১০
০৫ ২০০৯ পরাণ যায় জ্বলিয়া রে এ্যনা রবি কিনাগী দেব বাংলা ২৪শে জুলাই
০৬ ২০১১ রোমিও পুজা সুজিত মন্ডল দেব বাংলা ৪ঠা নভেম্বর
০৭ ২০১২ খোকাবাবু ডি. শঙ্কর আইয়্যা দেব বাংলা ১৩ই জানুয়ারি
০৮ ২০১২ মেঘ রোদ্দুর সুরজিৎ ধরসুদর্শন বসু পলাশ বাংলা ১৫ই ফেব্রুয়ারি
০৯ ২০১৩ খোকা ৪২০ ভূমি রাজিব বিশ্বাস দেব, নুসরাত জাহান বাংলা ১৪ই জুন
১০ ২০১৩ বস: বর্ন টু রুল রুসা বাবা যাদব জিৎ বাংলা ৯ই আগস্ট
১১ ২০১৪ গেম বাবা যাদব জিৎ বাংলা ৩০শে মে
১২ ২০১৪ আমি শুধু চেয়েছি তোমায়[৫] ভূমি অশোক পাতি, অনন্য মামুন অঙ্কুশ হাজরা, সাইমন সাদিক বাংলা ১৬ই মে
১৩ ২০১৪ শেষ বলে কিছু নেই অঞ্জন দত্ত যীশু সেনগুপ্ত বাংলা -
১৪ ২০১৬ অভিমান দিশানি রাজ চক্রবর্তী জিৎ বাংলা ৬ই অক্টোবর (ভারত)
৩০শে ডিসেম্বর (বিশ্বব্যাপী)
১৫ ২০১৭ বস ২ রুসা বাবা যাদব জিৎ বাংলা ২৩ই জুন
১৬ ২০১৭ নবাব জয়দীপ মুখার্জী শাকিব খান বাংলা ২৬শে জুন (বাংলাদেশ)
২৮শে জুলাই (ভারত)
১৭ ২০১৭ আমার আপনজন শারি রাজা চন্দ সোহম বাংলা ২৬সে মে ২০১৭(ভারত)
১৮ ২০১৭ দেখ কেমোন লাগে গুলজা সোহম চক্রবর্তী বাংলা ১২ জুলাই ২০১৭
১৯ ২০১৮ চালবাজ জয়দীপ মুখার্জী শাকিব খান বাংলা
২০ ২০১৯ প‌রিণীতা মেহুল রাজ চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী বাংলা ৬-ই সেপ্টেম্বর ২০১৯ (ভারত)
২১ ২০২২ হাবজি গাবজি রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায় বাংলা ০৩ই জুন ২০২২
২২ ২০২২ ধর্মযুদ্ধ মুন্নি রাজ চক্রবর্তী "স্বাতীলেখা সেগুপ্ত"

"সোহম চক্রবর্তী"" "পার্নো মিত্র" "ঋত্বিক চক্রবর্তী"

বাংলা ১১ই আগস্ট ২০২২
২৩ ২০২২ বিসমিল্লাহ ইন্দ্রদীপ দাশগুপ্ত বাংলা ১৯ আগস্ট ২০২২
২৭ ২০২২ বৌদি ক্যান্টেন পরমব্রত চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়সোহম চক্রবর্তী বাংলা পুজো
২৪ আপকামিং পাখি বাবা যাদব অঙ্কুশ হাজরা বাংলা ঘোষিত হবে
২৫ আপকামিং ডাঃ ভক্সি বনি সেনগুপ্ত বাংলা ঘোষিত হবে
২৬ আপকামিং অ্যান্টিডট পরমব্রত চট্টোপাধ্যায় অঙ্কুশ হাজরা বাংলা ঘোষিত হবে

পুরস্কার সম্পাদনা

  • ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে জয়ী
  • বাজিমাত এর জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড
  • চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে টেলি সিনে অ্যাওয়ার্ড ২০১০'
  • খোকা ৪২০ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কলাকার অ্যাওয়ার্ড
  • " FILMFARE 2022 " এ বৌদি canteen চলচ্চিত্র জন্য সেরা অভিনেত্রী পুরষ্কার পান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Subhasree Ganguly – Biography – Pictures" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ এপ্রিল ২০১২ তারিখে. Girlzgallery.com. Retrieved 2012-11-14.
  2. "Stars in her eyes". Calcutta, India: www.telegraphindia.com. November 23, 2006. Retrieved 2009-02-04.
  3. Ganguly, Ruman (১ জুলাই ২০১৪)। "Subhashree's mum is superstitious about watching her movies"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 
  4. মুখোপাধ্যায়, উপালি (৩১ অক্টোবর ২০২০)। "'নায়িকা না বোন শুভশ্রী! কারও সঙ্গেই ডুয়েল লড়া যায়?'"আনন্দবাজার। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪ 
  5. "Ankush-Subhashree's new movie Ami Sudhu Cheyechi Tomay"। Calcutta, India: Filmz24.com। ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসে ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা