মীরাক্কেল

ভারতীয় বাঙালি টেলিভিশন অনুষ্ঠান

মীরাক্কেল ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠান।[] জি বাংলায় প্রচারিত এই কৌতুকাশ্রয়ী আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান-এর উপস্থাপক মীর[] ২০০৬ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ভারত, বাংলাদেশ এবং সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।

মীরাক্কেল
মীর মীরাক্কেলের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন
ধরনস্ট্যান্ড আপ কমেডি
নির্মাতাজি বাংলা
লেখকদেব প্রসাদ সিংহ
পরিচালকশুভঙ্কর চট্টোপাধ্যায়
উপস্থাপকমীর আফসার আলী
বিচারকরজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ প্রদানকারীকিরণ আজিজ
বর্ণনাকারীইন্দ্রনীল দাস
উদ্বোধনী সঙ্গীতমোহাম্মাদ জহিরুল
সুরকারসান্টু প্রসাদ লেট
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা১০
নির্মাণ
প্রযোজকজি বাংলা
সম্পাদকচয়ন মন্ডল
ক্যামেরা সেটআপশ্রীপর্ন দাস ও ইন্দ্রনীল দাস
ব্যাপ্তিকাল১.৫ ঘণ্টা
পরিবেশকড. অর্চিমান বাগ
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
মূল মুক্তির তারিখ২০০৬ –
বর্তমান

বিচারকগণ

সম্পাদনা

এই রিয়েলিটি অনুষ্ঠানটির তিনজন বিচারকরা হলেন রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র, এবং পরাণ বন্দ্যোপাধ্যায়৷

বিজয়ীদের তালিকা

সম্পাদনা

বিজয়ী তপন দা

মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ২ (২০০৭)

২০০৭ মৌসুমে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিচারক হিসেবে সভাপতিত্ব করেন এবং নিয়মিত বিচারক ছিলেন রুদ্রনীল ঘোষ ও রজতাভ দত্ত। চ্যাম্পিয়ন ছিলেন অতনু বর্মন।

মিরাক্কেল বারে মিয়া ছোটে মিয়া (২০০৮) ২০০৮ মৌসুমে, পূর্ববর্তী মৌসুমের প্রতিযোগীরা নতুনদের বিরুদ্ধে প্রতিযোগিতা করে। রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র এবং বাংলা ব্যান্ড ক্যাকটাসের সিধু প্রাথমিকভাবে বিচারক ছিলেন। শ্রীলেখা পরবর্তীতে দেবলীনা দত্তের স্থলাভিষিক্ত হন। মৃদুল ভট্টাচার্য আবার ফাইনালে সিজন ২ চ্যাম্পিয়ন অতনু বর্মনকে পরাজিত করে বিজয়ী হন।

মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৪ (২০০৯) এই মৌসুমে শুধুমাত্র শিশু শিল্পীদের জন্য মৃদুল ভট্টাচার্য আয়োজিত হয়। বর্ধমানের তানিয়া চ্যাম্পিয়ন হন।

মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৫ (২০১০) সিজন ৫-এ বিজয়গড়ের প্রাঞ্জল চ্যাম্পিয়ন হন।

মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ (২০১১) সিজন ৬ ১১ জুলাই ২০১১ তারিখে ৩০ জন অংশগ্রহণকারীকে নিয়ে শুরু হয়, যা মীর আয়োজিত। এবার বাংলাদেশী প্রতিযোগীরাও অংশগ্রহণ করে। এই মৌসুমে মীরাক্কেলের নিয়মিত বিচারকদের সাথে নিয়মিত ব্যান্ড ব্যান্ডেজ ও প্রদর্শিত হয়। যৌথ বিজয়ীরা হলেন ভিকি ও পার্থ (একসাথে) এবং আবু হেনা রনি[]

সিজন ৬ অসামসালা

সম্পাদনা

মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ অসামসালা (২০১২) 'সিজন ৬ এর গ্র্যান্ড ফিনালের' পর সিরিজ শুরু হয়। সিজন ৬ এর কৌতুকাভিনেতারা এই মৌসুমে পশ্চিমবঙ্গের কিছু নতুন কৌতুকাভিনেতার পাশাপাশি বাংলাদেশের কিছু নতুন কৌতুকাভিনেতার সাথে অংশগ্রহণ করেন। আবু হেনা রনি মৌসুম চ্যাম্পিয়ন ছিলেন।

মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৭ (২০১৩) সপ্তম মৌসুম ২৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে ২৭ জন অংশগ্রহণকারীকে নিয়ে শুরু হয়। মীর এবং একই বিচারকদের দ্বারা আয়োজিত। এই মৌসুমে চ্যাম্পিয়ন ছিলেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়।

মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৮ (২০১৪) অষ্টম সিজন ৪ আগস্ট ২০১৪ তারিখে ৭৪টি পর্ব দিয়ে শুরু হয়। মীর এবং একই বিচারকদের দ্বারা আয়োজিত। বিজয়ী হলেন কাজু ওরফে চিরঞ্জীব হালদার। তিনি একটি নতুন গাড়ি, প্রাণ বিজ্ঞাপন সুযোগ এবং তিন লাখ টাকা পেয়েছেন।[]

মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯ (২০১৫-২০১৬) সিজন 9 ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে শুরু হয় এবং ৮২টি পর্ব দিয়ে শেষ হয়। উপস্থাপক এবং বিচারকরা একই ছিলেন। যুগ্ম বিজয়ীরা হলেন আদিত্য সরকার, রক্তিমা দাস এবং সুমন গায়েন। বিশেষ অতিথি ছিলেন ইন্দ্রানী হালদার, রচনা ব্যানার্জী, অনুপম রায়, সিদ্ধার্থ শংকর "সিধু" রায়, সাহেব চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী। শিল্পী হিসেবে বিশেষ অতিথি : রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক[]

সিজন ১০

সম্পাদনা

মিরাক্কেল সিজন ১০ ১১ অক্টোবর ২০২০ থেকে যাত্রা শুরু করেছে (৪ বছরের বিরতির পর)। এবার অনুষ্ঠানটি রবিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রচারিত হয়। আবার, উপস্থাপক মীর আফসার আলী, কিন্তু বিচারক পরিবর্তন করা হয়েছে। এই মৌসুমের নতুন বিচারকরা হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, পাওলি দাম এবং কাঞ্চন মল্লিকসোহম চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ পরে যোগ দেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ichhamoti.com (ফেব্রুয়ারি ২৪, ২০১২)। "হঠাৎ ঢাকায় মীরাক্কেল নির্মাতা"evergreenbangla.com। মার্চ ৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১৯ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫ 
  3. "Mirakkel Akkel Challenger 8"ZEE5 
  4. "Mirakkel Akkel Challenger 9"ZEE5 
  5. "Actress Paoli Dam shoots for Mir Afsar Ali-hosted Mirakkel Season 10 - The Times of India"The Times of India 
  6. "ভালো থাকার ভ্যাকসিন নিয়ে হাজির মীরাক্কেল, সঙ্গে নিয়ে এক্কেবারে নতুন বিচারকমণ্ডলী"Hindustan Times 

বহিঃসংযোগ

সম্পাদনা