বিশ্বনাথ বসু
বাংলা চলচ্চিত্রের অভিনেতা
বিশ্বনাথ বসু একজন ভারতীয় অভিনেতা, যিনি প্রধানত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন।[১] আধুনিক সময়ে বাংলা চলচ্চিত্রে, একজন কৌতুক অভিনেতা হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে এবং হাসির চরিত্রে অভিনয়ের জন্যই তিনি বেশ পরিচিত।
বিশ্বনাথ বসু | |
---|---|
![]() ২০১৯ সালে বিশ্বনাথ বসু | |
জন্ম | |
জাতীয়তা | ![]() |
শিক্ষা | বাংলা অনার্স |
মাতৃশিক্ষায়তন | স্কটিশ চার্চ কলেজ, কলকাতা |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০২ - বর্তমান |
ব্যক্তি জীবন
সম্পাদনাবিশ্বনাথ বসু ১৯৭৮ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জন্মগ্রহণ করেন।[২]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- চলচ্চিত্রসমূহ
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০২ | একজন ঝুমুর | পটলা | গৌতম সেন | |
২০০৩ | পরম্পরা | প্রণব কুমার দাস | ||
২০০৫ | সাথী আমার | শঙ্কর রায় | ||
২০০৬ | ক্রান্তি | ইকবাল | রিঙ্গ ব্যানার্জি | |
অভিনেত্রী | শতাব্দী রায় | |||
হারবার্ট | সুমন মুখোপাধ্যায় | |||
২০০৭ | শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ | যোগেশ কে মেহ্তা | ||
জীবন সাথী | শঙ্কর রায় | |||
২০০৮ | বাজিমাৎ | শুভ্রর বন্ধু | হরনাথ চক্রবর্তী | |
আমার প্রতিজ্ঞা | স্বপন সাহা | |||
বর আসবে এখুনি | রঙ্গন চক্রবর্তী | |||
২০০৯ | প্রেমের ফাঁদে কাকাতুয়া | স্বপন সাহা | ||
মল্লিক বাড়ি | ব্রাত্য | অনির্বাণ চক্রবর্তী | ||
চোরাবালি | পার্থসারথী জোয়ারদার | |||
ফ্রেন্ড | শতাব্দী রায় | |||
২০১০ | লে ছক্কা | রাজ চক্রবর্তী | ||
শুকনো লঙ্কা | গৌরব পান্ডে | |||
কাছে আছো তুমি | রোহিতের বন্ধু | পল্লব ঘোষ | ||
ল্যাবরেটরি | রাজা সেন | |||
টাপুর টুপুর বৃষ্টি পড়ে | জেমস পটল | অমিত ঘোষ | ||
২০১১ | উড়ো চিঠি | সুহাস | কমলেশ্বর মুখোপাধ্যায় | |
হ্যালো মেমসাহেব | অভিক | শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় | ||
২০১২ | ফাইটার | রবি কিনাগী | ||
বেডরুম | দেবের শাগরেদ | মৈনাক ভৌমিক | ||
হান্ড্রেড পার্সেন্ট লাভ | রাহুলের বন্ধু | রবি কিনাগী | ||
গোড়ায় গন্ডগোল | অনিকেত চট্টোপাধ্যায় | |||
কামব্যাক | মদন মোহন মিত্র | পল্লব ঘোষ | ||
আওয়ারা | সূর্য্যর বন্ধু | রবি কিনাগী | ||
পাগলু ২ | সুজিত মন্ডল | |||
চ্যালেঞ্জ ২ | ফিল্ম আর্টিস্ট সাপ্লায়ার | রাজা চন্দ | ||
৩ কন্যা | চিন্টু | অগ্নিদেব চট্টোপাধ্যায় | ||
তোর নাম | প্রফেসর | জয় শঙ্কর, শতাব্দী দাস | ||
প্রেমলীলা | গৌতম মজুমদার | |||
২০১৩ | মেঘ রোদ্দুর | বইয়ের দকানে খদ্দের | সুরজিত ধর, সুদর্শন বসু | |
আমি আর আমার গার্লফ্রেন্ডস | মৈনাক ভৌমিক | |||
অদ্ভুত | সায়ন্তন মুখার্জি | |||
অলীক সুখ | বিশ্বজিত | শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় | ||
হাফ সিরিয়াস | দেবর্ষি | উৎসব মুখার্জি | ||
বস | সূর্য্যর বন্ধু | বাবা যাদব | ||
রংবাজ | ভ্রমণ এজেন্সির মালিক | রাজা চন্দ | ||
আশ্চর্য প্রদীপ | বকবকধার্মিক | অনীক দত্ত | ||
খাসি কথা | যুধজিত সরকার | |||
২০১৪ | অভিশপ্ত নাইটি | বিরসা দাশগুপ্ত | ||
আমার আমি | সুব্রত মুখার্জি | অর্ক সিনহা | ||
২০১৫ | বাওয়াল | নায়িকার ভাই | বিশ্বরূপ বিশ্বাস | |
শুধু তোমারই জন্য | বিরসা দাশগুপ্ত | |||
ব্ল্যাক | ভুঁয়ো ডাক্তার | রাজা চন্দ | ||
২০১৬ | প্রাক্তন | শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় | ||
বাদশা-দ্য ডন | বাবা যাদব | |||
অভিমান | রাজ চক্রবর্তী | |||
হরিপদ ব্যান্ডওয়ালা | পথিকৃৎ বসু | |||
২০১৭ | নবাব | জয়দেব মুখার্জী | ||
ধ্যাততেরিকি | শামীম আহমেদ রনি | |||
বস: বর্ন টু রুল | বাবা যাদব | |||
বিলের ডায়েরী | কানু মহারাজ | বিশ্বরূপ বিশ্বাস | ||
ছুটির ফাঁদে | আলোক রায় | |||
যুগ যুগ জিও | শঙ্কর রায় | |||
পথ ঘাট | পার্থ গাঙ্গুলি | |||
২০১৮ | ঘরে অ্যান্ড বাইরে | মৈনাক ভৌমিক[৩] | ||
সুলতান: দ্য সেভিয়ার | রাজিত কুমার | রাজা চন্দ | ||
তুই শুধু আমার | জয়দীপ মুখোপাধ্যায় | |||
আহারে মন | বিশেষ উপস্থিতি | প্রতিম দাশগুপ্ত | ||
বাঘ বন্দি খেলা | পুলিশ | সুজিত মন্ডল | ||
২০১৯ | ট্রাঙ্গেল | রাজদীপ সেন | অনিন্দ্য সরকার | |
জন্মদিন (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)[৪] | বিশেষ উপস্থিতি | অর্ণব চট্টোপাধ্যায় | ||
২০২০ | চলো পটল তুলি | অরিন্দম গঙ্গোপাধ্যায় | ||
সুইজারল্যান্ড | সৌভিক কুন্ডু | |||
ক্ষুধার্ত শিল্পী | ঘোনা | কমলেশ্বর মুখোপাধ্যায় | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
২০২১ | বাজি | কাঞ্চা | অংশুমান প্রত্যুষ | |
একান্নবর্তী | টিংকু | মৈনাক ভৌমিক | ||
টনিক | গৌরাঙ্গ: একজন ক্যাটারার | Abhijit Sen | ||
কমান্ডো | শামিম আহমেদ | বাংলাদেশী অপ্রকাশিত চলচ্চিত্র | ||
২০২২ | অভিযান | জহর রায় | ||
রাবন | এম এন রাজ | |||
অচেনা উত্তম | অরুণ কুমার | অতনু বোস | ||
কুলপি | বরশালী চ্যাটার্জি | |||
আজকার শর্টকাট | পল্টু | সুবীর মন্ডল | ||
কথামৃত | জিৎ চক্রবর্তী | |||
প্রজাপতি | বিশু, প্রধান চরিত্র জয় এর কর্মক্ষেত্রে সহকর্মী | অভিজিৎ সেন | ||
২০২৩ | নস্যির কৌটো | সাগর সেন | ||
বগলা মামা যুগ যুগ জিও | ছোট কাকা | ধ্রুব বন্দ্যোপাধ্যায় | ||
একটু সরে বসুন | বালা চরণ | কমলেশ্বর মুখোপাধ্যায় | ||
প্রধান | অভিজিৎ সেন | |||
২০২৪ | অহল্যা | অভিমন্যু মুখোপাধ্যায় | ||
হাতেখড়ি | মৈনাক মিত্র,
কৌস্তুভ চক্রবর্তী |
|||
বেঙ্গল পুলিশ | নাগরাজ | এম এন রাজ | ||
আসন্ন | হাঙ্গামা.কম | রাম সিং | কৃষ্ণেন্দু চ্যাটার্জি | |
জান্নাত | এম এন রাজ |
টেলিভিশন
সম্পাদনাচলচ্চিত্রে অভনয় করার পাশাপাশি বিশ্বনাথ বহু জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন।
বছর | ধারাবাহিক | চরিত্র | চ্যানেল | প্রযোজনায় |
---|---|---|---|---|
২০১০-২০১২ | সুবর্ণলতা | প্রবোধ | জি বাংলা | ট্রন ভিডিওট্রিক্স সর্বারী ঘোষাল |
২০১৩–২০১৫ | জল নূপুর | ছোটন, নীলের কাকা, পূর্ণেন্দু শেখর-রাধারাণীর ছোট ছেলে | স্টার জলসা | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স |
২০১৫ | ভ্যাবাচ্যাকা[৫] | উপস্থাপক | ||
২০১৭–২০১৯ | জয় কালী কলকাত্তাওয়ালী | খোকন | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | |
২০১৮–২০১৯ | ময়ুরপঙ্খী | পল্টু কা | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স | |
২০২০–২০২১ | জীবন সাথী | বিপিন সাধুখাখাঁ | জি বাংলা | ব্লুস প্রোডাকশন্স |
২০২১ | যমুনা ঢাকি | পবন ঢাকি | ||
২০২১–চলছে | মন ফাগুন | পরিতোষ হাজরা | স্টার জলসা | অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট |
করুণাময়ী রাণী রাসমণি | নগেন চৌধুরী | জি বাংলা | জি বাংলা প্রযোজনা | |
২০২২–চলছে | পিলু | উদয় নারায়ণ মুখোপাধ্যায় | ||
২০২২–চলছে | বোধিসত্ত্বর বোধবুদ্ধি | সুরিন্দর ফিল্মস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Filmography of Biswanath Basu"। Gomolo। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৩।
- ↑ "৪২-এর বিপ্লব দেখবে দর্শক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে: বিশ্বনাথ বসু"। আনন্দবাজার পত্রিকা। ২৮ অক্টোবর ২০২০।
- ↑ Shalgar, Parasshuram (৩ এপ্রিল ২০১৮)। "Bengali movie 'Ghare Baire' review and other April 2018 releases"। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
- ↑ "Soumitra Chatterjee in filmmaker Arnab's next - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০২।
- ↑ "Jalsha introduces new game show Byabachyaka"। The Times of India। ২৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে বিশ্বনাথ বসু সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিশ্বনাথ বসু (ইংরেজি)