আওয়ারা (২০১২-এর চলচ্চিত্র)

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

আওয়ারা ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা রোমান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র ৷ এটি রবি তেজাতৃষা কৃষ্ণান অভিনীত এবং ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু চলচ্চিত্র "কৃষ্ণা[] চলচ্চিত্রের পুনঃনির্মাণ ৷ রবি কিনাগী ও সহকারী পরিচালক পথিকৃৎ বসু পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন জিৎ এবং সায়ন্তিকা ৷ এই ছায়াছবিয় "মদন" চরিত্রে খরাজ মুখার্জীর অভিনয় দর্শকদের মুগ্ধ করে ৷ এই চলচ্চিত্র সর্বোচ্চ আয়কারী ভারতীয় বাংলা চলচ্চিত্রের তালিকাতে স্থান পেয়েছে৷

আওয়ারা
ডিভিডি কভার
পরিচালকরবি কিনাগী
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
চিত্রনাট্যকারএন.কে.সলিল
শ্রেষ্ঠাংশেজিৎ
সায়ন্তিকা
মুকুল দেব
আশিষ বিদ্যার্থী
সুরকারজিৎ গাঙ্গুলী দেব সেন
চিত্রগ্রাহকমোহন বর্মা
সম্পাদকমোহাম্মদ কালাম
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি১৩ জুলাই ২০১২
স্থিতিকাল১৬০ মিনিট
দেশ ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়৩ কোটি

কাহিনি

সম্পাদনা

সিনেমার মূল চরিত্র সূর্য(জিত) এবং পৌলমি(সায়ন্তিকা)। সূর্য এবং পৌলমির মন্দিরে দেখা হয়। সূর্য পৌলমির ফোন নাম্বার চাইলে পৌলমি তাকে ভুল নাম্বার দেয়। সূর্য সেই বাড়িতে গিয়ে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে। পরে সূর্য পৌলমির আসল ঠিকানা খুজে তার বাড়ির দোতলা ভাড়া নেওয়ার জন্য তার বৌদিকে(তুলিকা বসু) পৌলমির মামাতো দাদা মদন দার(খরাজ) সাথে কথা বলতে পাঠায় এবং বাড়ি ভাড়া নেয়। পরে পৌলমির মামাতো দাদা তাকে তার দাদার কাছে পাঠিয়ে দেয়। সূর্যও মদন দা কে নিয়ে পৌলমির বাড়ি যায়। সেখানে সূর্য পৌলমির দাদার কাছ থেকে পুরনো কথা এবং টনি বরদ্দ্বাজের সম্পর্কে জানে। টনি জেল থেকে বের হওয়ার পর সূর্য টনির বিশ্বাসের সুযোগ নিয়ে পৌলমিকে নিয়ে পালিয়ে যায়। পরে টনি এবং তার লোকেরা সূর্যকে অপহরণ করে নিয়ে এসে মারধর করে এবং মাটির নিচে চাপা দেয় আর পৌলমিকে নিয়ে তার কাছে রেখে দেয়। পরেরদিন টনি পৌলমিকে বিয়ে করতে নিয়ে যায় এবং সেখানে সূর্য আসে। অবশেষে সুর্য টনিকে মেরে পৌলমিকে বিয়ে করে। আর এখানেই শেষ হয় ‘আওয়ারা’।

অভিনয়ে

সম্পাদনা
অভিনেতা-অভিনেত্রীর নাম চরিত্র/ভূমিকা
জিৎ সূর্য নারায়ণ/সূর্য
সায়ন্তিকা পৌলমী
মুকুল দেব টনি ভরদ্বাজ
আশিষ বিদ্যার্থী ইন্দ্রজিৎ
খরাজ মুখার্জী মদন মোহন
কমলিকা ব্যানার্জী মদন মোহনের স্ত্রী
সুপ্রিয় দত্ত টনির মামা
বিশ্বজিৎ চক্রবর্তী উপেন্দ্র নারায়ণ; সূর্য'র দাদা(বড় ভাই)
তুলিকা বসু সূর্য'র বৌদি (উপেন্দ্র'র স্ত্রী)
বিশ্বনাথ বসু সূর্য'র বন্ধু
তমাল রায় চৌধুরী সনাতন পাঁজা
শুভাশিষ মুখার্জী ভাড়ায় ঘর দেওয়া ব্যক্তিটি
রিন্টু দে বুবাই; উপেন্দ্র'র ছেলে এবং সূর্য'র ভাইপো

সকল গানের সুরকার জিৎ গাঙ্গুলী, দেব সেন

নং.শিরোনামসুরকারগায়ক-গায়িকাদৈর্ঘ্য
১."পড়লে মনে"জিৎ গাঙ্গুলীজিৎ গাঙ্গুলী 
২."মনের রেডিও"জিৎ গাঙ্গুলীজিৎ গাঙ্গুলী, শিল্পা রাও 
৩."ফুল কলি"দেব সেনপ্রসেনজিৎ মল্লিক, দেব সেন 
৪."আওয়ারা - শিরোনাম সংগীত"দেব সেনপ্রসেনজিৎ মল্লিক, মেঘা ভরদ্বাজ 

তথ্যসূত্র

সম্পাদনা