খরাজ মুখোপাধ্যায়

ভারতীয় অভিনেতা
(খরাজ মুখার্জী থেকে পুনর্নির্দেশিত)

খরাজ মুখোপাধ্যায় বা খরাজ মুখার্জী (জন্ম ৭ জুলাই ১৯৬৩) বাঙালি অভিনেতা, গীতিকার, সুরকার এবং গায়ক।[১] ১৯৮০ সালে হুলস্থুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। বিগত বত্রিশ বছরে তিনি পাতালঘর, বাই বাই ব্যাংকক, কাহানী, নেমসেক, এক্সিডেন্ট, মুক্তোধারা, স্পেশাল ২৬, জাতিস্মর সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নাট্যশিক্ষক রামপ্রসাদ বণিকের ছাত্র ছিলেন। বাণিজ্যিক এবং স্বাভাবিক অভিনয়ে তিনি দক্ষতা অর্জন করেছেন।। ২০১২ সালের কাহানী চলচ্চিত্রে তিনি ইনস্পেকটর চ্যাটার্জী চরিত্রে অভিনয় করেন।[২][৩] ২০০৪ সালে পাতালঘর চলচ্চিত্রের জন্য মুখার্জী বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন – সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন।

খরাজ মুখোপাধ্যায়
জন্ম (1963-07-07) ৭ জুলাই ১৯৬৩ (বয়স ৬০)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামখরাজ মুখার্জি
পেশাঅভিনেতা, গীতিকার, গায়ক, সুরকার, পরিচালক
পরিচিতির কারণঅভিনয়
সন্তানবিহু মুখোপাধ্যায়

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

সাল চলচ্চিত্র  চরিত্র পরিচালক ভাষা
২০১৭ কমরেড  শংকুদেব পান্ডা বাংলা
আমি যে কে তোমার রবি কিনাগী বাংলা
তোমাকে চাই রাজীব কুমার বিশ্বাস  বাংলা
বস ২ বাবা যাদব বাংলা
২০১৬ কাহানী ২: দুর্গারাণী সিং
সুজয় ঘোষ হিন্দী
অভিমান রাজ চক্রবর্তী বাংলা
হরিপদ ব্যান্ডওয়ালা নন্দলাল /নন্দু পথিকৃৎ বসু বাংলা
লাভ এক্সপ্রেস গাড়িচালক  রাজীব কুমার বিশ্বাস বাংলা
শিকারি জয়দীপ মুখার্জী ও জাকির হোসেন সীমান্ত বাংলা
কেলোর কীর্তি রাজা চন্দ বাংলা
বাদশা-দ্যা ডন বাবা যাদব বাংলা
পাওয়ার ভজন ঘোষ  রাজীব কুমার বিশ্বাস বাংলা
কি করে তোকে বলবো অঙ্কুশের প্রতিবেশী  রবি কিনাগী বাংলা
২০১৫ বেলাশেষে জ্যোতির্ময়  নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা
বেশ করেছি প্রেম করেছি নেপাল দাস রাজা চন্দ বাংলা
জামাই ৪২০ রাজবল্লভ  রবি কিন্নাগী বাংলা
হিরোগিরি মারিয়ার মামা রবি কিন্নাগী বাংলা
২০১৪  রামধনু - দ্যা রেইনবো  নন্দিতা ও শিবপ্রসাদ বাংলা
বচ্চন অবসরপ্রাপ্ত কর্ণেল রাজা চন্দ বাংলা
জানলা দিয়ে বৌ পালালো অনিকেত চট্টোপাধ্যায় বাংলা
জাতিস্মর ভোলা ময়রা  সৃজিত মুখোপাধ্যায় বাংলা
২০১৩ রংবাজ রাজা চন্দ বাংলা
খিলাড়ি দয়াশংকর বল অশোক পতি বাংলা
চুপিচুপি  আবির বোস বাংলা
গোলেমালে পিরিত করোনা  জগন্নাথ  অনিন্দ্য ব্যানার্জী বাংলা
স্পেশাল ২৬ নীরাজ পান্ডে হিন্দী
সুদামা দ্যা হাফ ম্যান তর্জাগায়েন প্রজ্ঞা মিত্তির রাজীব বল বাংলা
২০১২ চ্যালেঞ্জ ২ স্বর্ণকমল  রাজা চন্দ বাংলা
মুক্তোধারা লখান পান্ডা শিবপ্রসাদ মুখার্জি

নন্দিতা রায়

বাংলা
আওয়ারা মদনমোহন  রবি কিনাগী বাংলা
লে হালুয়া লে ঢোলগোবিন্দ রাজা চন্দ বাংলা
ভূতের ভবিষ্যৎ [৪] প্রমোদ প্রধান  অনিক দত্ত বাংলা
কাহানী  ইন্সপেক্টর চ্যাটার্জি সুজয় ঘোষ Hindi
গোড়ায় গণ্ডগোল  অনিকেত চট্টোপাধ্যায় বাংলা
পাগলু ২ শিবের কণ্ঠ সুজিত মণ্ডল বাংলা
২০১১ গোঁসাইবাগানের ভূত দামোদর কাকা নীতিশ রায় বাংলা
শত্রু  ভজন বাবু রাজ চক্রবর্তী বাংলা
বাই বাই ব্যাংকক  মিলন সাধুখাঁ অনিকেত চট্টোপাধ্যায় বাংলা
এগারো  অরুণ রায় বাংলা
২০১০ দুই পৃথিবী  গোপালের বাবা রাজ চক্রবর্তী বাংলা
ওগো বধূ সুন্দরী  সুনন্দা মিত্র বাংলা
লে ছক্কা  ইসমাইল বিরিয়ানিওয়ালা রাজ চক্রবর্তী বাংলা
দ্যা জাপানিজ ওয়াইফ  ঘুড়ি দোকানের মালিক অপর্ণা সেন বাংলা
ওয়ান্টেড  শিবুর কাকা রবি কিনাগী বাংলা
নটবর নট আউট বলাই অমিত সেনগুপ্ত বাংলা
২০০৯ চাই ছুটি  অনিকেত চট্টোপাধ্যায় বাংলা
দুজনে শিক্ষক  রাজীব বিশ্বাস বাংলা
চ্যালেঞ্জ  কলেজ প্রিন্সিপাল  রাজ চক্রবর্তী বাংলা
ঢাকী শতাব্দী রায় বাংলা
লক্ষ্যভেদ  হরিকাকা রাজ মুখার্জি বাংলা
২০০৮ অবেলায় গরম ভাত বদন প্রামাণিক  শুভেন্দু বাংলা
পার্টনার  গোবর্ধন ঘোষাল শংকর রয় বাংলা
ভালবাসা ভালবাসা  রবি কিনাগী বাংলা
টলি লাইটস অর্জুন চক্রবর্তী বাংলা
২০০৬ শিকার  রামু স্মরণ দত্ত বাংলা
দ্যা নেমসেক ছোটু মীরা নায়ার ইংরেজি
২০০৫ পরিণীতা  গায়ক প্রদীপ সরকার হিন্দী
শূন্য এ বুকে কৌশিক গাঙ্গুলী বাংলা
২০০৩ পাতালঘর সুবুদ্ধি  অভিজিৎ চৌধুরী বাংলা
২০০২ টক ঝাল মিষ্টি  বাসু চ্যাটার্জী বাংলা
১৯৮০ হুলস্থুল বাংলা
লাট্টু  unreleased[৫] বাংলা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kharaj Mukherjee interview"। WBRi। ১২ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২ 
  2. "Bengali actors set to shine in B'wood movie"Times of India। জুন ১৫, ২০১২। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২ 
  3. "Special twist in B'wood Kahaani"Times of India। ৯ জুন ২০১২। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২ 
  4. "Bhooter bhobishyot"Telegraph Calcutta। এপ্রিল ২, ২০১২। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২ 
  5. "A busy time for Tollywood"Times of India। ২২ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]