৩ কন্যা (২০১২) একটি বাংলা মনস্তাত্ত্বিক থ্রিলারবিষয়ক চলচ্চিত্র। অগ্নিদেব চ্যাটার্জী এই চলচ্চিত্র পরিচালনা করেন। তিন জন মেয়ের গল্প নিয়ে এই চলচ্চিত্র। তিন জন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অনন্যা চ্যাটার্জীউন্নতি দেভেরা[১][২] ২০১২ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।

৩ কন্যা
তিন কন্যা-অগ্নিদেব চ্যাটার্জী.jpg
তিন কন্যা সিনেমার পোস্টার
পরিচালকঅগ্নিদেব চ্যাটার্জী
প্রযোজকরোজ ভ্যালি ফিল্মস
চিত্রনাট্যকারসুদিপা মুখোপাধ্যায়
কাহিনিকারঅগ্নিদেব চ্যাটার্জী
শ্রেষ্ঠাংশে
ঋতুপর্ণা সেনগুপ্ত
অনন্যা চ্যাটার্জী
উন্নতি দেভেরা
রজতভ দত্ত
সুরকারইন্দ্রদ্বীপ দাসগুপ্ত
সম্পাদকসান্তনু মুখার্জী
মুক্তি
  • ২ নভেম্বর ২০১২ (2012-11-02)
দেশভারত
ভাষাবাংলা

কাহিনীসম্পাদনা

অপর্ণা, দামিনী ও ন্যান্সি নামক তিন জন নারীর কাহিনী নিয়ে এই চলচ্চিত্র। অপর্ণা একজন সাংবাদিক।[৩] তিনি সন্দেহ করেন যে তার স্বামী, একজন আইপিএস অফিসার, তার সাথে দামিনীর কোন সম্পর্ক আছে। অপর্ণার স্বামীকে অপহরণ করা হয়। তিনি দামিনীর সাথে দেখা করতে যান। এভাবে দামিনীর সাথে তার সম্পর্ক তৈরী হয়। ন্যান্সি একজন কল-গার্ল, তাকে ধর্ষণ করা হয়। তিনি স্থানীয় প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করেন, কিন্তু কোন লাভ হয় না। তারপর তিনি একটি সংবাদ চ্যানেলের কাছে যান, সেখানে অপর্ণা সাংবাদিকতা করেন। অপর্ণা তাকে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে সহায়তা করার প্রতিজ্ঞা করে।

অভিনয়সম্পাদনা

প্রধান চরিত্রসম্পাদনা

  • অপর্ণা দত্ত হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্ত
  • ন্যান্সি সেন হিসাবে অনন্যা চ্যাটার্জী
  • দামিনী মিশ্র হিসাবে উন্নতি দেভারা
  • সুভাষ সেন হিসাবে রজতভ দত্ত
  • সুদীপ মুখোপাধ্যায় হিসাবে রাজত্বভা দত্ত
  • বিশ্বনাথ ব্যানার্জি হিসাবে বিপ্লব চ্যাটার্জী
  • কালী বাবু হিসেবেশংকর চক্রবর্তী
  • অরিজিত দা হিসেবে সুমন ব্যানার্জী
  • ভিকি হিসবে অনন্যা ব্যানার্জী
  • ঝাড়ুদার হিসেবে জয়দ্বীপ চক্রবর্তী

সহকারী চরিত্রসম্পাদনা

অতিথি চরিত্রসম্পাদনা

একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেনঃ

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Rituparna's next is a psychological thriller"The Times of India (ইংরেজি ভাষায়)। ১৮ অক্টোবর ২০১২। ১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২ 
  2. "Teen Kanya"The Times of India (ইংরেজি ভাষায়)। ৩১ অক্টোবর ২০১২। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২ 
  3. "Ananya is Nancy"The Telegraph Calcutta (ইংরেজি ভাষায়)। ৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২ 

বহিঃসংযোগসম্পাদনা