সুদীপ মুখোপাধ্যায়
ভারতীয় অভিনেতা
সুদীপ মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেতা, যিনি প্রধানত বাংলা টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে কাজ করেন।[২][৩] তিনি কিছু হিন্দি ও তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি সি.আই.ডি. কলকাতা ব্যুরো, শ্রীময়ী, অগ্নিজল, টক্কর, বিন্দাস, পাওয়ার, অভিমান সহ বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৪][৫][৬]
সুদীপ মুখোপাধ্যায় | |
---|---|
![]() ২০২৪ সালে সুদীপ মুখোপাধ্যায় | |
জন্ম | [১] কলকাতা পশ্চিমবঙ্গ, ভারত | ২৭ সেপ্টেম্বর ১৯৬৮
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | দামিনী বেনি বসু (বি. ২০০৫–২০১৩) পৃথা চক্রবর্তী (বি. ২০১৫–২০২৫) |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাসুদীপ মুখোপাধ্যায়ের ২০০৫ সালে অভিনেত্রী দামিনী বেনি বসু কে প্রথম বিয়ে করেন। তাদের একটি মেয়েও রয়েছে। ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।।[৭] ২০১৫ সালে তিনি নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীকে বিয়ে করেন।।[৮] তাদের দুটি ছেলে রয়েছে। ২০২৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অভিনীত চলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৩ | সঙ্গী | দীপক | |
২০০৫ | কাঁটাতার | বিনোদ | |
২০০৭ | যারা বৃষ্টিতে ভিজেছিল | ||
২০০৮ | হ্যালো কলকাতা | পার্থ | [৯] |
টক্কর | জয়দেব চৌধুরী | ||
২০১১ | ছত্রাক | রাহুল | |
২০১২ | ৩ কন্যা | রজতাভ দত্ত | |
২০১৩ | বুলেট রাজা | গুন | হিন্দি চলচ্চিত্র |
ভিলেন | সুলতান ভাই | ||
২০১৪ | বরবাদ | আকরাম | |
কাঠঠী | ইন্সপেক্টর, কলকাতা পুলিশ | তামিল চলচ্চিত্র | |
বিন্দাস | শঙ্কর | ||
২০১৬ | ডার্ক টকোলেট | ভিক্টর ব্যানার্জি | |
পাওয়ার | ইন্সপেক্টর এস. ব্যানার্জি | ||
সাহেব বিবি গোলাম | সুদর্শন | ||
অভিমান | যুধিষ্ঠির সর্দার | ||
২০১৭ | বলো দুগ্গা মাঈকী... | ||
২০১৮ | নাকাব | পুলিশ অফিসার, পশ্চিমবঙ্গ পুলিশ | |
২০১৯ | এক মুঠো রোদ্দুর | ||
সাঁঝবাতি | বুম্বা | ||
বর্ণপরিচয় | সিনিয়র ইন্সপেক্টর কর্মকার | ||
জানবাজ | শঙ্কর সিং | ||
২০২১ | একান্নবর্তী | সুজন চ্যাটার্জি | |
২০২২ | আম্রপালি | ||
২০২৩ | জয় কালী কালকাট্টাওয়ালি | ||
দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান | ইন্সপেক্টর আদর্শ শ্রীবাস্তব | ||
চেঙ্গিজ | কমিশনার অমিত ধর | ||
রং পেন্সিল | |||
২০২৪ | উর্মিষা | [১০] | |
অযোগ্য | |||
হেমন্তের অপরাহ্ন | |||
নগর দর্পণ | |||
২০২৫ | গিরগিটি | ||
ব্রহ্মার্জুন | |||
তোর্ষা একটি নদীর নাম | রাজীব সেন | ||
রাস | রজত | ||
দি অ্যাকাডেমি ওফ ফাইন আর্টস |
টেলিভিশন
সম্পাদনাবছর | ধারাবাহিক | ভূমিকা | মাধ্যম | সূত্র |
---|---|---|---|---|
২০১২–২০১৪ | সি.আই.ডি. কলকাতা ব্যুরো | সিনিয়র এসিপি একলব্য | সনি আট | |
২০১৩ | বোঝেনা সে বোঝেনা | প্রতাপ | স্টার জলসা | |
২০১৪ | কানামাছি | মাস্টার | ||
২০১৬ | অগ্নিজল | আচার্য ধীরত্ন | ||
২০১৯–২০২১ | শ্রীময়ী | অনিন্দ্য সেনগুপ্ত | ||
২০২২ | হরগৌরী পাইস হোটেল | সোহিনী, ঐশানি ও দেবুর বাবা | ||
২০২২–২০২৩ | এক্কা দোক্কা | ড. শুভদীপ সেনগুপ্ত | ||
২০২২–২০২৩ | গুড্ডি | পিনাকি চ্যাটার্জি | ||
২০২৩ | বাদল শেষের পাখি | রোহিত ও মোহিতের বাবা | সান বাংলা | |
২০২৩ | জল থই থই ভালোবাসা | ড. কুশাগ্রধি বসু | স্টার জলসা | |
২০২৪ | বধূয়া | রানা রায় চৌধুরী | ||
২০২৫ - বর্তমান | চিরোসখা | স্বতন্ত্র বোস |
ওয়েব সিরিজ
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | প্ল্যাটফর্ম |
---|---|---|---|
২০১৮ | চুপকোঠা | হইচই | |
২০২২ | মহাভারত হত্যাকাণ্ড | সুরজিৎ মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের কমিশনার | হইচই |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Popular actor on telly, Sudip Mukherjee, is celebrating his birthday today in Kolkata. Though well-wishers are flooding him with messages, the actor's not taking any break from shooting."। The Times of India। ২০১০-০৯-২৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪।
- ↑ "'এখানে মোটা ভুঁড়িওয়ালা চেহারাই চলে', পোশাকহীন সুঠাম শরীরে বার্তা দিলেন অভিনেতা সুদীপ"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৪।
- ↑ "Actor Sudip Mukherjee shares his take on Rupankar Bagchi's decision to delete the controversial video; here's what he has to say"। The Times of India। ২০২২-০৬-০৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।
- ↑ "Actor Sudip Mukherjee to be seen in a thriller"। The Times of India। ২০২৩-০৩-১৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।
- ↑ ""During Ismart Jodi's journey we all became a family," says actor Sudip Mukherjee"। The Times of India। ২০২২-০৭-৩১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।
- ↑ "'এমন কাঠখোট্টা চেহারা কি আর ইন্ডাস্ট্রিতে চলে...!' অভিনেতা সুদীপের ঠোঁটকাঁটা জবাব"। এই সময়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।
- ↑ Bangla, TV9 (২০২৪-০৪-০১)। "সংসার করেন ২৬ বছরের ছোট পৃথার সঙ্গে, তবে প্রাক্তন স্ত্রীর ফোন এলেই কী করেন সুদীপ?"। TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪।
- ↑ "'নিজে থেকে এগোতে…', একবার ডিভোর্স, ২৫ বছরের ছোট পৃথাকে ২য় বিয়ে, কী বলছেন সুদীপ"। Hindustantimes Bangla। ২০২৪-০৪-০২। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪।
- ↑ "From the floors"। telegraphindia.com। ২৭ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৪।
- ↑ "Urmisha"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।