তিন কন্যা

১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র

তিন কন্যা সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র যা ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পায়। এটি প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্প থেকে করা তিনটি চলচ্চিত্রের সংকলন। রবি ঠাকুরের তিনটি গল্পের তিনটি প্রধান চরিত্রই নারী, এই তিন নারী চরিত্রকে বোঝানোর জন্য সিনেমার নাম দেয়া হয়েছে তিন কন্যা। এর মধ্যে প্রথম সিনেমা পোস্টমাস্টার-এ কন্যা থাকে খুব ছোট, ৮-৯ বছরের হবে। দ্বিতীয় সিনেমা মণিহারা-তে কন্যা থাকে বিবাহিতা, ২০-২৫ তো হবেই। আর তৃতীয় ও শেষ সিনেমা সমাপ্তি-তে কন্যা থাকে ষোড়শী।

তিন কন্যা
তিন কন্যা-সত্যজিৎ রায়.jpg
তিন কন্যা সিনেমার ডিভিডি কভার
পরিচালকসত্যজিত রায়
রচয়িতারবীন্দ্রনাথ ঠাকুর (কাহিনী)
পরিবেশকসনি পিকচার্স
মুক্তি১৯৬১
দৈর্ঘ্য১১২ মিনিট

পোস্টমাস্টারসম্পাদনা

চরিত্রসমূহসম্পাদনা

  • চন্দনা বন্দ্যোপাধ্যায় - রতন (রত্না নামের ছোট্ট মেয়েটি)
  • অনিল চট্টোপাধ্যায় - নন্দলাল (পোস্টমাস্টার)

মণিহারাসম্পাদনা

চরিত্রসমূহসম্পাদনা

সমাপ্তিসম্পাদনা

চরিত্রসমূহসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা