কালী বন্দ্যোপাধ্যায়

ভারতীয় অভিনেতা

কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় (২০ নভেম্বর, ১৯২০ ৫ জুলাই, ১৯৯৩) বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।

কালী বন্দ্যোপাধ্যায়
জন্ম২০ নভেম্বর, ১৯২০
মৃত্যু৫ জুলাই, ১৯৯৩
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনয়
আন্দোলনবাংলা চলচ্চিত্র

পরিচিতি

সম্পাদনা

কলকাতার কালীঘাট অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি। পিতা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী। প্রথমে কালী বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘর সক্রিয় সদস্য ছিলেন। সিনেমা জগতে তিনি কালী ব্যানার্জী নামে সমধিক পরিচিত।[]

চলচ্চিত্র জীবন

সম্পাদনা

বর্মার পথে (১৯৪৭) সিনেমায় তাঁর প্রথম আত্মপ্রকাশ হলেও খ্যাতিলাভ করেন বরযাত্রী সিনেমায় 'গণশা'র চরিত্রে অভিনয় করে। এরপরে নীল আকাশের নিচে, অযান্ত্রিক, হাঁসুলি বাঁকের উপকথা, বাদশা, ডাক হরকরা, পরশপাথর, বাড়ী থেকে পালিয়ে, পুতুল নাচের ইতিকথা, নাগরিক ইত্যাদি ছবিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। পরবর্তী কালে দাদার কীর্তি, গুরু দক্ষিণা ইত্যাদি প্রচুর বাণিজ্যিক ছবিতে দরদী মানুষের চরিত্রে অভিনয় করে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় অভিনেতা হয়ে ওঠেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক প্রমুখ খ্যাতনামা পরিচালকদের ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনি বাণিজ্যিক ছবি পরিচালকদের সাথেও ছিলেন সাবলীল। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি চলচ্চিত্র বাবুর্চি (১৯৭২) তে অভিনয় করেছেন। চিত্র প্রযোজনাও করেছেন। পাশাপাশি যাত্রাপালা, মঞ্চাভিনয়ে তাঁর অভিনয় কুশলতার ছাপ আছে। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীদের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

৫ জুলাই, ১৯৯৩ খৃষ্টাব্দে তিনি উত্তরপ্রদেশের লখনউতে মারা যান।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
  • তাতিনির বিচার (১৯৪০)
  • বর্মার পথে (১৯৪৭)
  • পুতুল নাচের ইতিকথা (১৯৪৯)
  • তথাপি (১৯৫০)
  • বরযাত্রী (১৯৫১)
  • রত্নদীপ (১৯৫১)
  • নাগরিক ১৯৫২
  • রাণী ভবানী ১৯৫২
  • আবু হোসেন ১৯৫২
  • অনিবার্য (১৯৫২)
  • পথিক (১৯৫৩)
  • নবীন যাত্রা (১৯৫৩)
  • নববিধান (১৯৫৪)
  • অঙ্কুশ (১৯৫৪)
  • রিকশাওয়ালা (১৯৫৫)
  • সবার উপরে (১৯৫৫)
  • কালিন্দী (১৯৫৫)
  • দেবী মালিনী (১৯৫৫)
  • রাত ভোরে (১৯৫৫)
  • টনসিল (১৯৫৬)
  • অপরাজিত (১৯৫৬)
  • শিল্পী (১৯৫৬)
  • সিঁথির সিঁদুর (১৯৫৬)
  • খেলা ভাঙার খেলা (১৯৫৭)
  • সুরের পরশে (১৯৫৭)
  • কাবুলিওয়ালা (২৯৫৭)
  • ওগো শুনছো (১৯৫৭)
  • আমি বড়ো হবো (১৯৫৭)
  • রাত্রি শেষে (১৯৫৭)
  • রাত একটা (১৯৫৭)
  • লৌহাকাপাট (১৯৫৮)
  • ডাক হরকরা (১৯৫৮)
  • পরশ পাথর (১৯৫৮)
  • অযান্ত্রিক (১৯৫৮)
  • বাড়ি থেকে পালিয়ে (১৯৫৮)
  • নাগিন কন্যা কাহিনী (১৯৫৮)
  • সূর্যতোরণ (১৯৫৮)
  • রাজধানী থেকে (১৯৫৮)
  • জন্মান্তর (১৯৫৯)
  • নীল আকাশের নিচে (১৯৫৯)
  • সোনার হরিণ (১৯৫৯)
  • অগ্নিসম্ভব (১৯৫৯)
  • দুই বেচারা (১৯৬০)
  • প্রবেশ নিষেধ (১৯৬০)
  • নতুন ফসল (১৯৬০)
  • শেষ পর্যন্ত (১৯৬০)
  • ক্ষুধা (১৯৬০)
  • তিন কন্যা (১৯৬১)
  • পঙ্কতিলক (১৯৬১)
  • পুনশ্চ (১৯৬১)
  • কেরি সাহেবের মুন্সী (১৯৬১)
  • আমার দেশ (১৯৬২)
  • হাঁসুলী বাঁকের উপকথা (১৯৬২)
  • শুভ দৃষ্টি (১৯৬২)
  • একটুকরো আগুন (১৯৬৩)
  • আকাশ প্রদীপ (১৯৬৩)
  • ত্রিধারা (১৯৬৩)
  • বাদশা (১৯৬৩)
  • সপ্তর্ষি (১৯৬৪)
  • কিনু গোয়ালার গলি (১৯৬৪)
  • কাঁটাতার (১৯৬৪)
  • দুই পর্ব (১৯৬৪)
  • সুভা ও দেবতার গ্রাস (১৯৬৪)
  • সুরের আগুন (১৯৬৫)
  • দিনান্তের আলো (১৯৬৫)
  • আরোহী (১৯৬৪)
  • জোড়াদীঘির চৌধুরী পরিবার (১৯৬৬)
  • সেবা (১৯৬৭)
  • হংস মিথুন (১৯৬৮)
  • রক্তরেখা (১৯৬৮)
  • বৌদি (১৯৬৮)
  • জীবন সংগীত (১৯৬৮)
  • কখনো মেঘ (১৯৬৮)
  • প্রতিদিন (১৯৬৯)
  • শাস্তি (১৯৭০)
  • আলেয়ার আলো (১৯৭০)
  • মুক্তিস্নান (১৯৭০)
  • রূপসী (১৯৭০)
  • জননী (১৯৭১)
  • নিমন্ত্রণ (১৯৭১)
  • আটাত্তর দিন পরে (১৯৭১)
  • মা ও মাটি (১৯৭২)
  • আজকের নায়ক (১৯৭২)
  • বাওয়ার্চি (১৯৭২)
  • অন্ধ অতীত (১৯৭২)
  • বিগলিত করুণা জহ্নবী যমুনা (১৯৭২)
  • অগ্নিভ্রমর (১৯৭৩)
  • আবীরে রাঙানো (১৯৭২)
  • প্রান্তরেখা (১৯৭৪)
  • সঙ্গিনী (১৯৭৪)
  • দেবী চৌধরাণী (১৯৭৪)
  • সঙ্গিনী (১৯৭৪)
  • উমনো ও ঝুমনো (১৯৭৫)
  • নতুন সূর্য (১৯৭৫)
  • সংসার সীমান্তে (১৯৭৫)
  • স্বয়ংসিদ্ধা (১৯৭৫)
  • ক্ষুধা (১৯৭৫)
  • স্বইকারক্তি (১৯৭৬)
  • হারমোনিয়াম (১৯৭৬)
  • হংসরাজ (১৯৭৬)
  • দম্পতি (১৯৭৬)
  • যুগ মানব কবির (১৯৭৬)
  • সন্ধ্যা সূর্য (১৯৭৬)
  • এক বিন্দু সুখ (১৯৭৭)
  • এক যে ছিলো দেশ (১৯৭৭)
  • বেহুলা লখিন্দর (১৯৭৭)
  • এই পৃথিবী পান্থনিবাস (১৯৭৭)
  • প্রতিমা (১৯৭৭)
  • জয় মা তারা (১৯৭৮)
  • তুষার তীর্থ অমরনাথ (১৯৭৮)
  • দেবদাস (১৯৭৯)
  • ঘটকালি (১৯৭৯)
  • সুনয়নী (১৯৭৯)
  • নৌকা ডুবি (১৯৭৯)
  • নন্দন (১৯৭৯)
  • শেষ বিচার (১৯৮০)
  • বাতাসি (১৯৮০)
  • বিচার (১৯৮০)
  • দাদার কীর্তি (১৯৮০)
  • মেঘমুক্তি (১৯৮১)
  • মানিকচাঁদ (১৯৮১)
  • দুর্গা দুর্গতিনাশিনী (১৯৮২)
  • প্রেয়সী (১৯৮২)
  • রাজবধূ (১৯৮২)
  • মাটির স্বর্গ (১৯৮২)
  • অগ্নি সম্ভবা (১৯৮২)
  • মা ভবানী মা আমার (১৯৮২)
  • ছোট মা (১৯৮৩)
  • নিশিভোর (১৯৮৩)
  • জবানবন্দি (১৯৮৩)
  • অর্পিতা (১৯৮৩)
  • ইন্দিরা (১৯৮৩)
  • আগামীকাল (১৯৮৩)

" মৌচোর (১৯৮৩)

  • দাদামনি (১৯৮৪)
  • সীমন্ত্ররাগ (১৯৮৪)
  • আহুতি (১৯৮৪)
  • প্রতিজ্ঞা (১৯৮৫)
  • সোনার সংসার (১৯৮৫)
  • মুক্তপ্রান (১৯৮৬)
  • উর্বশী (১৯৮৬)
  • পরিণতি (১৯৮৬)
  • শুভ কেমন আছো? (১৯৮৬)
  • বৌমা (১৯৮৬)
  • প্রেম বন্ধন (১৯৭৬)
  • লালন ফকির (১৯৮৭)
  • দেবিকা (১৯৮৭)
  • গুরুদক্ষিণা (১৯৮৭)
  • ছোট বউ (১৯৮৮)
  • দেবী বরণ (১৯৮৮)
  • অঞ্জলী (১৯৮৮)
  • পরশমনি (১৯৮৮)
  • নয়নমণি (১৯৮৯)
  • মঙ্গলদীপ (১৯৮৯)
  • সতী (১৯৮৯)
  • শতরূপা (১৯৮৯)
  • কড়ি দিয়ে কিনলাম (১৯৮৯)
  • যা দেবী সর্বভূতেষু (১৯৮৯)
  • ব্যবধান (১৯৯০)
  • দেবতা (১৯৯০)
  • মহাজন (১৯৯০)
  • জীবনসঙ্গী (১৯৯০)
  • হীরক জয়ন্তী (১৯৯০)
  • অহঙ্কার (১৯৯১)
  • অভাগিনী (১৯৯১)
  • সাধারণ মেয়ে (১৯৯১)
  • বিধিলিপী (১৯৯১)
  • ন্যায়চক্র (১৯৯১)
  • পুরুষোত্তম (১৯৯২)
  • আনন্দ (১৯৯২)
  • শয়তান (১৯৯২)
  • শ্রদ্ধাঞ্জলি (১৯৯৩)
  • অর্জুন (১৯৮৩)
  • ফিরে পাওয়া (১৯৯৩)
  • আমি ও মা (১৯৯৪)
  • সালমা সুন্দরী (১৯৯৪)
  • মেজো বউ (১৯৯৫)
  • আবির্ভাব (১৯৯৫)
  • বৌমনি (১৯৯৫)
  • পতিব্রতা (১৯৯৫)
  • হিংসা (১৯৯৭)
  • ছোট সাহেব (২০০০)
  • তান্ত্রিক (২০০২)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৭৭। 
  2. অগ্রপথিকেরা, সৌমিত্র চট্টোপাধ্যায় (২০১৬)। ব্যতিক্রমী অভিনেতা কালীদা। কলকাতা: আজকাল পাবলিশার্স প্রা: লি:।