বস: বর্ন টু রুল

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

বস বর্ন টু রুল ২০১৩ সালের একটি বাংলা রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্ররিলায়েন্স এন্টারটেইনমেন্টগ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং প্রথমবারের মত খ্যাতনামা কোরিওগ্রাফার বাবা যাদব পরিচালিত এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলীতেলুগু চলচ্চিত্র বিজনেসম্যান-এর পুনঃনির্মাণ এই চলচ্চিত্র।

বস বর্ন টু রুল
পরিচালকবাবা যাদব
প্রযোজকরিলায়েন্স এন্টারটেইনমেন্ট
গ্রাসরুট এন্টারটেইনমেন্ট
চিত্রনাট্যকারএন. কে. সলিল
শ্রেষ্ঠাংশেজিৎ
শুভশ্রী গাঙ্গুলী
সুরকারজিৎ গাঙ্গুলী
সম্পাদকমহম্মদ কালাম
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকরিলায়েন্স এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ৯ আগস্ট ২০১৩ (2013-08-09)
স্থিতিকাল১৪০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

চলচ্চিত্রের পর্যালোচনা খুব ভাল না হলেও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে।[] এ সংগ্রহ নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়।[]

কাহিনি

সম্পাদনা

এর কাহিনি গড়ে উঠেছে সূর্য (জিৎ) নামের এক সন্ত্রাসীকে ঘিরে, যে মুম্বইয়ের এক নম্বর মাফিয়া ডন হয়ে চায়। এভাবে সে রুশা (শুভশ্রী গাঙ্গুলী) নামের পুলিশ কমিশনার (চিরঞ্জিত)-এর মেয়ের প্রেমে পড়ে।

অভিনয়ে

সম্পাদনা

সমালোচকদের গ্রহণ

সম্পাদনা

দ্য টাইমস অফ ইন্ডিয়া একে "খারাপ কাহিনি এবং দূর্বল চিত্রনাট্য" বলে       দেয়।[] ইটস ইন.কম একে       দিয়ে বলে "অধিক অনুমাননির্ভর"।[]

ধারাবাহিকতা

সম্পাদনা

বস চলচ্চিত্রের ধারাবাহিকতায় ২০১৩ সালের সেপ্টেম্বরে ঘোষণা দেয়া হয় যে এই চলচ্চিত্রের "দ্বিতীয় পর্ব" নির্মিত হবে এবং এর কাহিনি হবে সম্পূর্ণ মৌলিক।[]

চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলী। দীর্ঘদিনের পর তিনি এই চলচ্চিত্রের গান দিয়ে আবারও আলোচনায় চলে আসেন।[]

নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."বস (টাইটেল ট্র্যাক)"জিৎ গাঙ্গুলী৩:৩৩
২."মনমাঝি রে"অরিজিৎ সিং৫:০৮
৩."ঝিংকুনাকুর নাক্কুনাকুর"রানা মজুমদার, আকৃতি কক্কর৩:৪০
৪."ইচ্ছে যত উড়িয়ে দেব"অরিজিৎ সিং, মোনালী ঠাকুর৩:৪২
৫."ঝিংকুনাকুর নাক্কুনাকুর (নাচ ভার্সন)"অমিত কুমার, আকৃতি কক্কর৩:৪০
৬."বস ম্যাশ-আপ"জিৎ গাঙ্গুলী, অনন্যারা৩:৫০
মোট দৈর্ঘ্য:২২:১৩

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৪ 
  2. "বস মাঝিরে বল না কোথায়"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৩ 
  3. Jaya Biswas (আগস্ট ১১, ২০১৩)। "Boss Movie Review"Times of India। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৭, ২০১৩ 
  4. Amina Khatoon (আগস্ট ১৩, ২০১৩)। "Bengali movie review: Boss offers nothing new"in.com। ১৮ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৭, ২০১৩ 
  5. staff (সেপ্টেম্বর ১৩, ২০১৩)। "Jeet and Subhashree pair up for Boss sequel"Times of India। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা