কমলেশ্বর মুখোপাধ্যায়

ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা

কমলেশ্বর মুখোপাধ্যায় হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং চিকিৎসক। তিনি প্রধানত বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেন। ২০১১ সালের উড়ো চিঠি চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।[১] তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে চাঁদের পাহাড় (২০১৩), মেঘে ঢাকা তারা (২০১৩), আমাজন অভিযান (২০১৭) ও ককপিট (২০১৭)।

কমলেশ্বর মুখোপাধ্যায়
Manish Tewari and the Hollywood actress Michelle Yeoh presenting the Special Centenary Silver Peacock Award to Kamaleshwar Mukherjee.jpg
জন্ম
জাতীয়তাভারতীয়
শিক্ষাএমবিবিএস
মাতৃশিক্ষায়তনমেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা সেন্ট লরেন্স হাই স্কুল, কলকাতা
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা
উল্লেখযোগ্য কর্ম
নিচে দেখুন

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

কমলেশ্বর মুখোপাধ্যায় প্রশিক্ষণের মাধ্যমে একজন চিকিৎসক ।[২][৩] তিনি কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং তিনি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। তিনি চিকিৎসা পেশা থেকে প্রথমে গ্রুপ থিয়েটার, তারপর বিজ্ঞাপন জগতে এবং তারপর চলচ্চিত্র নির্মাণে পাড়ি জমান। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে কাজ করার পর, নটবর নট আউট (২০১০) চলচ্চিত্রের সংলাপ, চিত্রনাট্য এবং গান লিখেছেন ।

কর্মজীবন সম্পাদনা

তিনি একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি অমিত সেনগুপ্ত পরিচালিত নটবর নট আউট চলচ্চিত্রের চিত্রনাট্য লেখেন। তার প্রথম চলচ্চিত্র ২০১১ সালের উড়ো চিঠি। এতে ১২টি ভিন্ন গল্পের ওপর ১২টি মেসেজ দেয়া হয়েছে। তার পরের চলচ্চিত্রটি ২০১৩ সালে মুক্তি পায়। বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক-এর জীবনীনির্ভর এই চলচ্চিত্রটিও আগেরটির মত বক্স অফিস হিট না হলেও অত্যন্ত প্রশংসিত হয় এবং বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। তিনি চেতনা নামক থিয়েটার-এর সদস্য।

২০১৩ সালের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রোমাঞ্চকর উপন্যাস অবলম্বনে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এবং বিখ্যাত অভিনেতা দেব অভিনীত তার তৃতীয় চলচ্চিত্র চাঁদের পাহাড়

অভিনেতা হিসেবে তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি একজন নাট্যকার, পরিচালক এবং কলকাতা ভিত্তিক নাট্যদল শৈলুশিকের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ফটোগ্রাফি এবং কম্পিউটার গ্রাফিক্সেও প্রশিক্ষিত।

চলচ্চিত্র সম্পাদনা

বছর শিরোনাম পরিচালক লেখক অভিনেতা মন্তব্য
২০১০ নটবর নট আউট না হ্যাঁ না
২০১১ উড়ো চিঠি হ্যাঁ হ্যাঁ না পরিচালক হিসেবে অভিষেক
২০১৩ মেঘে ঢাকা তারা হ্যাঁ হ্যাঁ না
মিশর রহস্য না না হ্যাঁ সাদাত মান্টো (ক্যামিও)
চাঁদের পাহাড় হ্যাঁ না না
২০১৪ অভিশপ্ত নাইটি না না হ্যাঁ সংবাদ প্রতিবেদক (ক্যামিও)
খাদ না না হ্যাঁ রাজীব, একজন ট্রেকার
ফোর্স না না হ্যাঁ
২০১৫ আরশিনগর না না হ্যাঁ সেলিম, একজন সঙ্গীত শিক্ষক
১৩ নং তারাচাঁদ লেন হ্যাঁ হ্যাঁ না
অন্য বসন্ত না না হ্যাঁ
২০১৬ ক্ষত হ্যাঁ হ্যাঁ না
২০১৭ চ্যাম্প না না হ্যাঁ রিপোর্টার শান্তনু
মেঘনাদবধ রহস্য না না হ্যাঁ
ককপিট হ্যাঁ হ্যাঁ না
শশীভূষণ না না হ্যাঁ শশী বাবু হিসেবে
আমাজন অভিযান হ্যাঁ হ্যাঁ না
২০১৮ কবীর না না হ্যাঁ আইপিএস দুলাল রায় চট্টোপাধ্যায়
গুপ্তধনের সন্ধানে না না হ্যাঁ ঝিনুকের বাবা অখিলেশ মজুমদার
গুড নাইট সিটি হ্যাঁ না না
২০১৯ মুখোমুখী হ্যাঁ হ্যাঁ না
দুর্গেশগড়ের গুপ্তধন না না হ্যাঁ ঝিনুকের বাবা অখিলেশ মজুমদার
কিডন্যাপ না না হ্যাঁ পত্রিকা অফিসের প্রধান হিসেবে
পাসওয়ার্ড হ্যাঁ না না
২০২০ দ্বিতীয় পুরুষ না না হ্যাঁ
২০২১ অনুসন্ধান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০২২ কিশমিশ না না হ্যাঁ রোহিণীর বাবা অসীম সেন
কর্ণসুবর্ণের গুপ্তধন না না হ্যাঁ ঝিনুকের বাবা অখিলেশ মজুমদার
২০২৩ বর্ফী! না না হ্যাঁ
মায়া না না হ্যাঁ
একটু সরে বসুন হ্যাঁ হ্যাঁ না

ওয়েব ধারাবাহিক সম্পাদনা

  • মহামায়া (পরিচালক, ডাক্তার হিসাবে ক্যামিও); হইচই অরিজিনাল সিরিজ
  • দুজোন (অভিনেতা); হইচই অরিজিনাল সিরিজ
  • রক্তপলাশ (পরিচালক, অভিনেতা) ;ক্লিক অরিজিনাল সিরিজ
  • জনি বনি (অভিনেতা) ;ক্লিক অরিজিনাল সিরিজ
  • শাবাশ ফেলুদা (অভিনেতা) মগনলাল মেঘরাজ , জি৫
  • ছোটলোক (অভিনেতা), জি৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kamaleshwar Mukherjee's Trip To South Africa For Chander Pahar, Starring Dev"The Telegraph (Calcutta)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩ 
  2. "Kamaleswar Mujherjee"। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩ 
  3. "Kamaleshwar Mukherjee (Interview): URO CHITHI Bengali Movie is about deleting SMS messages from mobile of a software engineer"। WBRi। ১৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা