রাবণ (২০২২-এর চলচ্চিত্র)

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

রাবণ হলো ২০২২ সালের একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন এমএন রাজ এবং জিৎ ফিল্মওয়ার্কসের ব্যানারে প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মাদনানি ও অমিত জুমরানি। এতে অভিনয় করেছেন জিৎ, লহমা ভট্টাচার্য এবং তনুশ্রী চক্রবর্তী[১]

রাবণ
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকএমএন রাজ
প্রযোজক
  • জিৎ
  • গোপাল মদনানী
  • অমিত জুমরানি
চিত্রনাট্যকার
  • অর্ণব ভৌমিক
  • এমএন রাজ
  • অনুভব
শ্রেষ্ঠাংশে
সুরকারস্যাভি
চিত্রগ্রাহকমানস গাঙ্গুলী
সম্পাদকমো. কালাম
প্রযোজনা
কোম্পানি
  • জিৎজ ফিল্মওয়ার্কস
  • সিএজি স্টুডিওজ
পরিবেশকগ্রাসরুট এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ২৯ এপ্রিল ২০২২ (2022-04-29)
স্থিতিকাল১৩৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়৩.৫ কোটি
আয়৩ কোটি রুপি

অভিনয়ে সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

দশেরায় চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়।[২][৩][৪][৫]

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ২৯ এপ্রিল, ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬]

সাউন্ডট্র্যাক সম্পাদনা

রাবণ
কর্তৃক রাবণ
মুক্তির তারিখ২০২২
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৬:৪৭
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীগ্রাসরুট এন্টারটেইনমেন্ট
বহিঃস্থ ভিডিও
  ইউটিউবে "কেউ জানে না"
  ইউটিউবে "ইউ আর মাই লাভ"
  ইউটিউবে "আমি তোর"
রাবণ থেকে একক গান
  1. "কেউ জানে না"
    মুক্তির তারিখ: ১ এপ্রিল ২০২২
  2. "ইউ আর মাই লাভ"
    মুক্তির তারিখ: ১৪ এপ্রিল ২০২২
  3. "আমি তোর"
    মুক্তির তারিখ: ২১ এপ্রিল ২০২২
ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."কেউ জানে না"অরিজিৎ সিং৪:৩৯
২."ইউ আর মাই লাভ"অ্যাশ কিং৩:৫৮
৩."আমি তোর"জাভেদ আলী
অন্তরা মিত্র
৩:৩১
৪."কেউ জানে না (রিপ্রাইজড সংস্করণ)"ইয়াসির দেসাই৪:৩৯
মোট দৈর্ঘ্য:১৬:৪৭

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা