সুলতান: দ্য সেভিয়ার
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
সুলতান দ্য সেভিয়ার ২০১৮ সালে মুক্তি পাওয়া রাজা চন্দ পরিচালিত ভারতীয় থ্রিলার অ্যাকশন চলচ্চিত্র।চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জিৎ,বিদ্যা সিনহা মিম। এটি ভারতের পশ্চিম বাংলায় ১৫ জুন ২০১৮ এবং বাংলাদেশে ২০শে জুলাই ২০১৮ তারিখে মুক্তি পায়।[১][২] চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি পাওয়া তামিল ভাষার চলচ্চিত্র ভেদালাম এর পুনঃনির্মাণ।[৩]।চলচ্চিত্রটি সর্বোচ্চ আয় করা বাংলা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেয়।
সুলতান: দ্য সেভিয়ার | |
---|---|
![]() সুলতান: দ্য সেভিয়ার | |
পরিচালক | রাজা চন্দ |
প্রযোজক |
|
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শাভী গুপ্ত, শুদ্ধ রায় |
পরিবেশক | গ্রাস রুট এন্টারটেইনমেন্ট (ভারত), জাজ মাল্টিমিডিয়া (বাংলাদেশ) |
মুক্তি |
|
দেশ | ভারত,বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়েসম্পাদনা
- জিৎ - রাজা দত্ত সুলতান (রাণীগঞ্জের ডন চরিত্র)
- বিদ্যা সিনহা সাহা মিম - আলেয়া
- প্রিয়াঙ্কা সরকার - দিশা
- মুকুল দেব - টনি(প্রধান খলনায়ক)
- তাসকিন রহমান - টনি'র ভাই
- প্রান্তিক ব্যানার্জি
- শুভাশীষ মুখার্জি - অন্ধমুরি,(দিশার অন্ধ বাবা)
- কাঞ্চন মল্লিক - কলকাতা ট্যাক্সি সার্ভিসের মালিক
- প্রদীপ ঢাক
- শুভাশীষ ব্যানার্জি
- কাকলি চৌধুরী
- রুমকি চ্যাটার্জি
- মধুমিতা চক্রবর্তী
- পিংকি ব্যানার্জি
- ডাঃ শুভাশীষ গাঙ্গুলি
- প্রমীত
- অনশুমান প্রতুশ
- শমনাথ কর্
- শহীদুল আলম শাচ্চু
- নাদের চৌধুরী
- মোহাম্মদ আসিফ আমান
প্রযোজনাসম্পাদনা
চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হয় ২১ শে ফেব্রুয়ারি ২০১৮ এবং কলকাতা,বাংলাদেশ ও ব্যাংককে এর শ্যুটিং হয়।
সাউন্ড ট্র্যাকসম্পাদনা
সুলতান: দ্য সেভিয়ার | ||||
---|---|---|---|---|
শাভী কর্তৃক সাউন্ড ট্র্যাক | ||||
মুক্তির তারিখ | ২০১৮ | |||
শব্দধারণের সময় | ২০১৭ | |||
ঘরানা | ফিল্ম সাউন্ড ট্র্যাক | |||
সঙ্গীত প্রকাশনী | জিৎ'জ ফিল্মওয়ার্কস, সুরিন্দার ফিল্মস | |||
প্রযোজক |
| |||
শাভী কালক্রম | ||||
| ||||
টেমপ্লেট:সিঙ্গেলস |
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "মাশা আল্লাহ" | রাজা চন্দ | শাভী গুপ্ত | দেবী নাগি ও অকৃতি কক্কর | ৩:৩২ |
২. | "আমার মন" | প্রিয় চ্যাটার্জি | শাভী | মোহাম্মদ ইরফান | ৪:০৩ |
৩. | "ঈদ মোবারক" | প্রাঞ্জল | শুদ্ধ রায় | জিৎ | ৪:২৭ |
৪. | "মন তোর হয়েছে" | রাজা চন্দ | শুদ্ধ রায় | ইমরান মাহমুদুল | ২:০৪ |
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
ইন্টারনেট মুভি ডেটাবেজে সুলতান: দ্য সেভিয়ার (ইংরেজি)টেমপ্লেট:তাসকিন রহমান অভিনীত চলচ্চিত্র