প্রিয়াঙ্কা সরকার
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
প্রিয়াঙ্কা সরকার একজন বাঙালী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।[১][২] তিনি ছোট পর্দা দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন। আস্থা, খেলা, নানা রঙের দিনগুলি- র মতো একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। ২০০৮ সালের চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন এবং ব্যাপক জনপ্রিয়তা পান।[৩]
প্রিয়াঙ্কা সরকার | |
---|---|
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ | ৩১ ডিসেম্বর ১৯৯০
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | হেরম্ব চন্দ্র কলেজ (বি.কম) |
পেশা | অভিনেত্রী |
দাম্পত্য সঙ্গী | রাহুল ব্যানার্জী (বি. ২০১০–২০১৭) |
সন্তান | ১ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনা১৯৯০ সালের ৩১ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।[৩] ২০১০ সালে তিনি রাহুল ব্যানার্জীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪] ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।[৫] সহজ ব্যানার্জী নামে তাদের একটি পুত্র সন্তান আছে।[৬][৭]
কর্মজীবন
সম্পাদনাতিনি ২০০৮ সালের রাহুল ব্যানার্জির বিপরীতে চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রে মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন এবং দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
টিবিএ | লহো গৌরাঙ্গর নাম রে | বিনোদিনী | সৃজিত মুখোপাধ্যায় | উৎপাদন |
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ | গার্গী | সুব্রত সেন | উৎপাদন পরবর্তি | |
ধপ্পা | অংশুমান প্রত্যুষ | উৎপাদন পরবর্তি | ||
২০২৪ | অহল্যা | অভিমন্যু মুখোপাধ্যায় | ||
২০২৩ | কুরবান | শৈবাল মুখোপাধ্যায় | ||
আবার বিবাহ অভিযান | মালতী | সৌমিক হালদার | ||
মানবজমিন | কুহু | শ্রীজাত | ||
২০২২ | তোকে ছড়া বাঁচবো না | সুজিত মন্ডল | ||
কলকাতার হ্যারি | রাজদীপ ঘোষ | |||
২০২১ | নির্ভয়া | আরাত্রিকা | অংশুমান প্রত্যুষ | |
অনুসন্ধান | কমলেশ্বর মুখোপাধ্যায় | |||
প্রতিঘাট | রাজীব কুমার বিশ্বাস | |||
২০২০ | ইয়াতি | প্রিয়াঙ্কা | অমরপাল সিং ফৌজদার | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৯ | ফিল্টার কফি লিকার চা | হিমেলী সেনগুপ্ত | দেবারতি গুপ্তা | |
অন্দরকাহিনী | প্রিয়াঙ্কা | অর্ণব মিদ্দ্যা | ||
বর্ণপরিচয় | মালিনী | মৈনাক ভৌমিক | ||
বিবাহ অভিযান | মালতী | বিরসা দাশগুপ্ত | ||
শঙ্কর মুদি | অনিকেত চট্টোপাধ্যায় | |||
২০১৮ | নীলাঞ্জনা | নীলাঞ্জনা | অর্ক সিনহা | |
আমি বনাম তুমি | মৈনাক ভৌমিক | |||
ব্যোমকেশ গোত্র | এমিলি | অরিন্দম শীল | ||
ক্রিসক্রস | সুজি | বিরসা দাশগুপ্ত | ||
আলেয়া | হুমায়ুন কবির | |||
সুলতান: দ্য সেভিয়ার | দিশা | রাজা চন্দ | ||
কবীর | এসটিএফ অফিসার দময়ন্তী | অনিকেত চট্টোপাধ্যায় | ||
কায়া | রাজিব চৌধুরী | |||
২০১৭ | ককপিট | আফরিন হামিদি | কমলেশ্বর মুখোপাধ্যায় | অতিথী শিল্পী |
ছায়া ও ছবি | মৌ | কৌশিক গাঙ্গুলি | ||
যকের ধন | সায়ন্তন ঘোষাল | |||
চ্যাম্প | শ্বতী | রাজ চক্রবর্তী | ||
বাজে ছবি | রঞ্জনা | অর্ণব পারিয়া | ||
আমার আপনজন | প্রিয়া | রাজা চন্দ | ||
২০১৬ | ব্যোমকেশ ও চিড়িয়াখানা | বনলক্ষী | অঞ্জন দত্ত | |
সেলফি'র ফান্দে | শ্রাবণী | মানস বসু | ||
পিছুটান | অয়ন চক্রবর্তী | টিভি চলচ্চিত্র | ||
তদন্ত | নিশা | নীতীশ রায় | ||
২০১৫ | আরশিনগর | মিসেস গুপ্তা/ নিজে | অপর্ণা সেন | |
অ্যাবি সেন | শ্রীরূপা | অতনু ঘোষ | ||
ব্যোমকেশ বক্সী | ইন্দিরা | অঞ্জন দত্ত | ||
রাজকাহিনী | লতা | সৃজিত মুখার্জি | ||
১৩ নং তারাচাঁদ লেন | কমলেশ্বর মুখোপাধ্যায় | |||
সোয়াদে আহলাদে | অরিন্দম শীল | |||
প্রতিদান-হীন | স্মিতা রায় | অভিষেক ঘোষ | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
রুম নং ১০৩ | অনিকেত চট্টোপাধ্যায় | |||
২০১৪ | দ্য রয়েল বেঙ্গল টাইগার | অপু | রাজেশ গাঙ্গুলি | |
অভিশপ্ত নাইটি | বিরসা দাশগুপ্ত | |||
২০১৩ | হইচই | টুপুর | দেবারতি গুপ্তা | |
একটি রাজনৈতিক হত্যাকাণ্ড | অগ্নিদেব চট্টোপাধ্যায় | |||
২০১২ | ডামাডোল | রিয়া | মনোজ মিচিগান | |
না হন্যতে | রিংগো ব্যানার্জী | |||
হেমলক সোসাইটি | হিয়া | সৃজিত মুখার্জি | ||
২০১১ | কাগজের বউ | কেতুকি | বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় | |
২০১০ | প্রতিধ্বনী | শর্মিলা | অনুপ সেনগুপ্ত | |
রান | মেঘা | স্বপন সাহা | ||
বর বউ খেলা | জগন্নাথ গুহ | |||
যদি একদিন | নিকিতা | রিংগো ব্যানার্জী | ||
শোন মন বলি তোমায় | প্রদীপ সাহা | |||
২০০৯ | কেন কিছু কথা বলো না | রাজশ্রী | স্বপন সাহা | |
রিস্ক | মিথি | রিঙ্গো ব্যানার্জি | ||
এই পৃথিবী তোমার আমার | পূর্নিমা | স্বপন সাহা | ||
২০০৮ | চিরদিনই তুমি যে আমার | পল্লবী | রাজ চক্রবর্তী |
ওয়েব ধারাবাহিক
সম্পাদনাবছর | সিরিজ | ওটিটি | চরিত্র | রেফ |
---|---|---|---|---|
২০১৭ - ২০২১ | হ্যালো! | হইচই | দেবলীনা শোম/নীনা | |
২০১৯ | রহস্য রোমাঞ্চ সিরিজ | হইচই | ||
২০২২ | মহাভারত হত্যাকাণ্ড | হইচই | রুকসানা আহমেদ | |
২০২৩ | লজ্জা | হইচই | জয়া | |
ছোটলোক | জি৫ | মল্লিকা দাস |
টেলিভিশন তালিকা
সম্পাদনা- আস্থা [৩]
- খেলা ( জি বাংলা )
- নানা রেঞ্জার ডিঙ্গুলী
- এবার জলসা রান্নাঘরে
- মহানায়ক
- এবার জলসা রান্নাঘরে (সিজন ২)
- অভয়মঙ্গল (স্টার জলসার জন্য মহালয়ার বিশেষ টিভি অনুষ্ঠান)
- সান বাংলা সুপার ফ্যামিলি (সান বাংলার জন্য রিয়েলিটি গেম শো)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Priyanka Sarkar"। bengalimovies.org। ২১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৪।
- ↑ "Priyanka Sarkar filmography"। Gomolo। ২০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২।
- ↑ ক খ গ "ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার, জন্মদিনে রইল প্রিয়াঙ্কার কিছু অজানা তথ্য"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯।
- ↑ "Rahul is perfect: Priyanka"। The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯।
- ↑ Bangla, TV9 (২০২৩-০৮-০৩)। "Rahul-Priyanka: পোস্ট দেখেই খুশির মেজাজ ভক্তমনে, বিয়ের স্মৃতিতে ভাসলেন রাহুল"। TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯।
- ↑ "In Pics: Priyanka celebrating son's birthday is the best thing you would see on internet today"। The Times of India। ২০২০-১২-১৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯।
- ↑ "Rahul Arunoday Banerjee and Priyanka Sarkar's photo with son-shine Sohoj will melt your heart"। The Times of India। ২০২২-১০-২৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে প্রিয়াঙ্কা সরকার সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রিয়াঙ্কা সরকার (ইংরেজি)