শুভঙ্কর চট্টোপাধ্যায়

ভারতীয় পরিচালক ও প্রযোজক

শুভঙ্কর চট্টোপাধ্যায় (ইংরেজি: Subhankar Chattopadhyay; জন্ম ১৯৭৭) একজন ভারতীয় পরিচালক, চিত্রনাট্যকার, বিষয়বস্তু রচয়িতা এবং প্রযোজক। তিনি টালিউডের একটি নন-ফিকশন শো স্রষ্টা।

শুভঙ্কর চট্টোপাধ্যায়
জন্ম১৯৭৭ (বয়স ৪৬–৪৭)
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক
Subhankar Chattopadhyay
দাদাগিরি আনলিমিটেড-এর সেটে উপস্থাপক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে শুভঙ্কর চট্টোপাধ্যায়

তিনি মিঠুন চক্রবর্তী অভিনীত হাঁদা ও ভোঁদা (২০১০) ছবিটি পরিচালনা করেন। তিনি দাদাগিরি আনলিমিটেড, ডান্স বাংলা ডান্স, মীরাক্কেল সহ টেলিভিশন শো পরিচালনার জন্য পরিচিত। চট্টোপাধ্যায় এবং তাঁর দল সুপার সিঙ্গার জুনিয়র ফাইনাল ও অডিশনের জন্য ধারাবাহিকভাবে ১০ ঘণ্টা সময় ধরে দু'বার তাদের অনুষ্ঠান প্রচার করার জন্য বিশ্ব টেলিভিশনের ইতিহাসে পরিচিতি পেয়েছিলেন। [১][২][৩][৪][৫] তিনি ভারতে COVID-19 মহামারীর মধ্যে একটি নন-ফিকশন গায়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান, সুপার সিঙ্গারের জন্য বাড়ি থেকে কাজের ধারণা প্রবর্তন করেন। তিনি এই শোটি পরিচালনা করেন যেখানে অংশগ্রহণকারী, উপস্থাপক এবং জুরিরা তাদের বাড়ির নিরাপত্তা থেকে মোবাইল ফোন দিয়ে তাদের নিজ নিজ অংশকে গুলি করে।[৬][৭]

জীবন এবং কর্মজীবন সম্পাদনা

চট্টোপাধ্যায় ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্কুলে পড়াশোনা করেছেন বারুইপুর হাই স্কুল থেকে । তিনি কলকাতার সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। লিটল ম্যাগাজিনে তিনি তাঁর পেশাজীবন শুরু করেছিলেন। চিত্রনাট্যকার হিসাবে ইলেকট্রনিক মিডিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন, এরপরে তিনি জি-বাংলার জন্য নির্বাহী নির্মাতা হিসাবে বহু বছর ধরে সফল অ-ফিকশন শো পরিচালনার আগে কাজ করেছিলেন।

কাজ সম্পাদনা

টেলিভিশন সম্পাদনা

শো চ্যানেল মন্তব্য
মীরাক্কেল জি বাংলা নির্বাহী প্রযোজক. পরিচালক, প্রযোজক
ডান্স বাংলা ডান্স জি বাংলা নির্বাহী প্রযোজক. পরিচালক
দাদাগিরি আনলিমিটেড [৮] জি বাংলা পরিচালক
স্টার অফ বেঙ্গল জি বাংলা পরিচালক
কে হবে বিগেস্ট ফ্যান জি বাংলা পরিচালক
বাংলার সেরা পরিবার জি বাংলা পরিচালক
অপুর সংসার জি বাংলা পরিচালক
ডিটেক্টিভ ২০১৫ জি বাংলা পরিচালক, প্রযোজক
কথা ও কাহিনী [৯] স্টার জলসা পরিচালক
ভ্যাবাচাকা [১০] স্টার জলসা পরিচালক
আমরা না ওরা স্টার জলসা পরিচালক
আমার বর সুপারস্টার স্টার জলসা পরিচালক
এবার জমবে মজা স্টার জলসা পরিচালক, প্রযোজক
সুপার সিঙ্গার জুনিয়র স্টার জলসা পরিচালক, প্রযোজক
ডান্স ডান্স জুনিয়র স্টার জলসা পরিচালক, প্রযোজক
সুপার সিঙ্গার [১১][১২] স্টার জলসা পরিচালক, প্রযোজক
সিঙ্গিং স্টার রূপসী বাংলা পরিচালক
বিন্দাস ডান্স কালার্স বাংলা পরিচালক, প্রযোজক
আব্বুলিশ কালার্স বাংলা পরিচালক
রান্নাঘরে রকস্টার কালার্স বাংলা পরিচালক, প্রযোজক
গানের গুঁতো [১৩] কালার্স বাংলা পরিচালক, প্রযোজক

ওয়েব সিরিজ সম্পাদনা

ওয়েবসিরিজ বছর অভিনেয়ে প্ল্যাটফর্ম অতিরিক্ত নোট
কেস জন্ডিস [১৪][১৫][১৬][১৭][১৮] ২০২০ অঙ্কুশ হাজরা ,পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তী হইচই পরিচালক

ফিল্মোগ্রাফি সম্পাদনা

ফিল্ম বছর অভিনয়ে অতিরিক্ত নোট
হাঁদা ও ভোঁদা ২০১০ মিঠুন চক্রবর্তী, অরিত্র দত্ত বণিক, বিশ্বজিৎ চক্রবর্তী এবং সুপ্রিয়া দেবী পরিচালক

ইভেন্টগুলি সম্পাদনা

ইভেন্ট মন্তব্য অতিরিক্ত নোট
মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস বাংলা পরিচালক ভারতের বাংলা ভাষার চলচ্চিত্র সঙ্গীত শিল্পে পেশাদারদের শৈল্পিক ও প্রযুক্তিগত উৎকর্ষকে সম্মান জানাতে প্রতি বছর রেডিও মির্চির কর্তৃক মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস বাংলা প্রদান করা হয়।
জয় হে পরিচালক কলকাতা পুলিশের নিঃস্বার্থ প্রচেষ্টা উদযাপন করতে সমগ্র বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ভ্রাতৃদ্বয় একটি তারকাখচিত সন্ধ্যায় জড়ো হয়।
প্লাটিনাম পঞ্চম পরিচালক আর ডি বর্মনের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন
জলসা দশে দশ পরিচালক, প্রযোজক স্টার জলসার ১০ বছর পূর্তি
জি বাংলা গৌরব সম্মান পরিচালক
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস পরিচালক
বাংলা সিনে কার্নিভাল পরিচালক থাইল্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনা এবং মনোমুগ্ধকর এক সংগীত বাদ্যযন্ত্রে বাংলা চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উদযাপন।
টেলি একাডেমি অ্যাওয়ার্ডস পরিচালক পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ডস টেলিভিশন প্রযোজনা, প্রযোজনা, প্রোগ্রামিং, ফটোগ্রাফি এবং প্রযুক্তিতে উৎকর্ষতা প্রদান করে।
গান প্রীতি পরিচালক বাংলার অন্যতম বৃহৎ মিউজিক্যাল কনসার্ট, যেখানে ছয়জন বিখ্যাত সঙ্গীতশিল্পী তাদের স্বতন্ত্র শৈলী দিয়ে সবাইকে মুগ্ধ করে, হইচইতে প্রবাহিত হয়।

সাহিত্যিক কাজ সম্পাদনা

তিনি বছরের পর বছর ধরে তার লেখার শিল্প চর্চা করে আসছে; তার লেখা বেশ কয়েকবার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০০০-২০০৩ সালের মাঝামাঝি তাঁর সাহিত্য গ্রন্থ 'তবু যে আমি জিজ্ঞাসা চিহ্ন' এবং 'প্রেম পর্যটন ফাঁদ' প্রকাশিত হয়। এছাড়া তিনি পদ্য চর্চা নামে একটি ম্যাগাজিনের সম্পাদকও ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. এবেলা.ইন, নিজস্ব প্রতিবেদন। "সামনে এল 'দাদাগিরি'-পরিচালকের অন্য পরিচয়"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০২ 
  2. Delhi, BestMediaInfo Bureau; January 09; 2020। "Star Jalsha to host 10-hour Super Audition for Super Singer"www.bestmediaifo.com। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২১ 
  3. "super-singer-10-hour-audition - The Kolkata Mail"। ১২ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২১ 
  4. "Super Singer Junior to air its grand finale soon - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২১ 
  5. https://tva.onscreenasia.com/2020/02/star-jalsha-launches-super-singer/
  6. "বাড়িতে বসে রিয়্যালিটি শোয়ের শ্যুটিং যিশু সেনগুপ্ত, জিত্‍ গঙ্গোপাধ্যায়, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানুর"bengali.abplive.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-১১। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৫ 
  7. Dasgupta, Priyanka (১৭ এপ্রিল ২০২০)। "Reality show, serial shoots start with mobiles"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৭ 
  8. "Dada's brat pack"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০২ 
  9. "OUR WORK « Grassroot Entertainment Pvt. Ltd"www.grassrootent.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০২ 
  10. "Star Jalsha revamps brand identity, launches two new weekend shows"TelevisionPost: Latest News, India’s Television, Cable, DTH, TRAI (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-২১। ২০১৯-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০২ 
  11. "Star Jalsha to host 10-hour long super audition for Super Singer"Indian Television Dot Com (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০২ 
  12. "UNIINDIA" 
  13. "Gaaner Gnuto – SCP" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০২ 
  14. "YouTube"www.youtube.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৫ 
  15. Team, Tellychakkar। "Case Jaundice: Hoichoi TV's Original Series made amidst the lockdown"Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৫ 
  16. "hoichoi's new web series Case Jaundice streaming now"Indian Television Dot Com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৫ 
  17. "কেস জন্ডিস: লডডাউনেও পরমব্রত-অঙ্কুশের ঝগড়া পৌঁছল আদালতে"Zee24Ghanta.com। ২০২০-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৫ 
  18. SpotboyE। "Case Jaundice: Parambrata Chatterjee And Ankush Hazara Coming Together In Web Series; To Start From May 15"www.spotboye.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৫