বারুইপুর

ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের শহর এবং পৌরসভা

বারুইপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

বারুইপুর
বারুইপুর
বারুইপুর পৌরসভা
বারুইপুর পৌরসভা
স্থানাঙ্ক: ২২°২১′৫৬″ উত্তর ৮৮°২৫′৫৭″ পূর্ব / ২২.৩৬৫৪৪৩২° উত্তর ৮৮.৪৩২৫০২৮° পূর্ব / 22.3654432; 88.4325028
জনসংখ্যা (2001)
 • মোট৪৪,৯৬৪

ইতিহাস

সম্পাদনা

বারুইপুরের গজন উতসাব বিখ্যাত। স্থানীয় কিংবদন্তি অনুসারে, একবার বরিশালের সাবর্ণ চৌধুরীর ল্যাথিয়াল এবং বারুইপুরের রায় চৌধুরীর ল্যাথিয়ালদের বিরুদ্ধে লঘু লড়াইয়ের সময় তাদের নিজ নিজ জমিদারদের সীমানার বিরোধ নিয়ে সংঘটিত হয়। সারেরান রায় চৌধুরীর ল্যাথিয়ালদের সরদার ছিলেন ভিরুগুরাম। বারুইপুরের ল্যাথিয়ালস তার মাথাটি তলোয়ার দিয়ে কাটাতে এবং লড়াই জিতে নেয়। যাইহোক, ভুরুঙ্গামের এতটাই সম্মান ছিল যে তার চুলের লক সংরক্ষণ করা হয়েছিল। ভ্রূণুরামকে প্রকাশ্যে এখনও প্রকাশ্যে সম্মানিত করা হয়।

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°২১′৫৬″ উত্তর ৮৮°২৫′৫৭″ পূর্ব / ২২.৩৬৫৪৪৩২° উত্তর ৮৮.৪৩২৫০২৮° পূর্ব / 22.3654432; 88.4325028[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৯ মিটার (৩০ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে বারুইপুর শহরের জনসংখ্যা হল ৪৪,৯৬৪ জন।[] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৮৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৬% এবং নারীদের মধ্যে এই হার ৮২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বারুইপুর এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৮% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Baruipur"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬ 
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬