ইন্দ্রানী হালদার
ভারতীয় অভিনেত্রী
ইন্দ্রানী হালদার একজন বাঙালী অভিনেত্রী। ইন্দ্রানী, যিনি মামণি নামেও পরিচিত, ১৯৭১ সালের ৬ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা সঞ্জয় হালদার। তিনি তার স্কুলজীবন অতিবাহিত করেন মাল্টিপারপোস গার্লস স্কুলে এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন যোগময় দেবী কলেজ থেকে, যেটিকলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি থাঙ্কুমনি কুট্টি’র কাছে ক্লাসিকাল নৃত্য শিখেন। প্রযোজক অমরেন্দ্র ঘোষের সাথে বিবাহ বিচ্ছেদের পরে তিনি সঞ্জীব দাসগুপ্তের বিপরীতে দহন –এ অভিনয় করেন। কিন্তু পরে তিনি একজন বিমান চালককে বিয়ে করেন। ১৯৮৬ সালে, জোছনা দস্তিদারের বাংলা ধারাবাহিক তেরো পার্বণ থেকে তার অভিনয় জীবনের শুরু।[২] তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত।[৩]
ইন্দ্রানী হালদার | |
---|---|
জন্ম | [১] | ৬ জানুয়ারি ১৯৭১
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ভাস্কর রায় |
পুরস্কার
সম্পাদনা- আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল, সেরা অভিনেত্রী, যারা বৃষ্টিতে ভিজেছিল (২০০৮) অভিনয়ের জন্য।[৪]
- ৪২তম ভারতের জাতীয় চলচ্চিত্র উৎসব ২০০৮, সেরা অভিনেত্রী, দহন –এ অভিনয়ের জন্য। সহ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
- পত্তন কালাকার পুরস্কার, কুয়াশা যখন (১৯৯৭) অভিনয়ের জন্য।
- BFJA-সেরা অভিনেত্রী, চরাচর (১৯৯৫)।
- BFJA-সেরা অভিনেত্রী, কাছের পৃথিবী (১৯৯৩)।
চলচ্চিত্র
সম্পাদনাহিন্দি চলচ্চিত্র
সম্পাদনা- স্ট্রিং অব প্যাশন (২০১২)
- ভৈরব (২০০১)
বাংলা চলচ্চিত্র
সম্পাদনা- তখন তেইশ (২০১২)
- অন্তিম শ্বাস্য সুন্দর (২০১০)
- অংশুমানের ছবি (২০০৯)
- চৌধুরী পরিবার (১৯৯৮)
- রাতপরীর রূপকথা (২০০৭)
- যারা বৃষ্টিতে ভিজেছিল (২০০৭)
- অঙ্কুশ (২০০৬)
- অসমাপ্ত (২০০৫)
- ফালতু (২০০৫)
- অ্যাসাসিন (২০০৪)
- আনন্দালোক (২০০২)
- দেবদাস (২০০২)
- সাঁঝবাতির রূপকথারা (২০০২)
- দেখা (২০০১)
- পারমিতার একদিন (২০০০)
- অনু (১৯৯৮)
- দহন (১৯৯৭)
- লাল দরজা (১৯৯৭)
- বিয়ের ফুল (১৯৯৬)
- চরাচর (১৯৯৪)
- দান প্রতিদান (১৯৯৩)
- কাছের পৃথিবী (১৯৯২)
- শ্বেত পাথরের থালা (১৯৯২)
- সম্প্রদান
- আপন হল পর
- দায়বদ্ধ
- এবং তুমি আর আমি
- জীবন পাখি
- বর-কনে
- অতলতায়
- চক্রব্যূহ
- সাগর বন্যা
- সৈকত সঙ্গীত
- শেষ আশ্রয়
- তিন ভুবনের পাড়ে
- অন্তর্বাস
- দেবর
টেলিফিল্ম, টেলিভিশন সিরিয়াল, এবং স্বল্প দৈর্ঘ্য ছবি
সম্পাদনা- মারইয়াদাঃ লেকিন কাভ তাক?
- ফকির (হিন্দি – ১৯৯৮)
- কুয়াশা যখন (বাংলা – ১৯৯৭)
- সঙ্গে ইন্দ্রানী –তারা টেলিভিশন চ্যানেলে সাপ্তাহিক অনুষ্ঠান, যেখানে তারকারা অতিথি হিসেবে উপস্থিত থাকতেন। উপস্থাপনায় হালদার।
- বাহান্নো এপিসোড
- তামাশা রেখা
- মা শক্তি
- পূর্ব পুরুষ
- ভুল ঠিকানা
- জীবন রেখা
- হামারী শাদি
- তেরো পার্বণ
- প্রায়শ্চিত্ত (এনটিভি বাংলা টেলিফিল্ম)
- পিঞ্জর (এনটিভি বাংলা টেলিফিল্ম)
- সুজাতা
- সময়
- সাবিত্রী
- গোয়েন্দা গিন্নি
- সীমারেখা[৫]
- শ্রীময়ী[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Indrani Haldar"। Whole Celebs Fact। ২০১৪-০৪-২৩। ২০১৬-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৩।
- ↑ Chatterji, Shoma A.। "Star, Artist"। Rediff। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-২০।
- ↑ "তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার"। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ "Indrani Haldar bags best actress award in Spain"। ৯ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "'Seemarekha' actress Indrani Halder turns a year older"। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রাক্তন স্বামী না প্রেমিক রোহিত সেন, কে কাছে আসবে শ্রীময়ীর?"। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০।