গোয়েন্দা গিন্নি
ভারতীয় টেলিভিশন ধারাবাহিক
গোয়েন্দা গিন্নি হলো একটি জনপ্রিয় ভারতীয় টেলিভিশন ধারাবাহিক। যা, ৭-ই সেপ্টেম্বর ২০১৫ থেকে জি বাংলা তে সম্প্রচারিত হয়েছিল । এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার। এটি ২০২০ মার্চ মাসে লকডাউনে পুনরায় দ্বিতীয়বারের মতো সম্প্রচার করা হয়। এবং এই ধারাবাহিকটির অধিক জনপ্রিয়তার কারণে ২০২১ এর ৭ ই সেপ্টেম্বর তৃতীয়বার সম্প্রচার করা হয়। এবং আরও একবার চতুর্থ সম্প্রচার করা হয় ১৩ ই মে ২০২৪ এ। [১][২][৩][৪]
গোয়েন্দা গিন্নি | |
---|---|
ধরন | নাটক |
লেখক | সাহানা |
পরিচালক | অনুপম হরি, রজত পাল, আকাশ সেন |
অভিনয়ে | ইন্দ্রানী হালদার |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
নির্মাণ | |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা, মাহেন্দ্র সনি |
ব্যাপ্তিকাল | প্রায় ২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্ম |
পরিবেশক | Zee Bangla |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | Zee Bangla |
মূল মুক্তির তারিখ | ৭ সেপ্টেম্বর ২০১৫ – ২৫ ডিসেম্বর ২০১৬ |
ওয়েবসাইট |
অভিনয়ে
সম্পাদনাচরিত্র | শিল্পী |
---|---|
পরমা মিত্র[৫] | ইন্দ্রানী হালদার |
ডা: পরিমল মিত্র | সাহেব চ্যাটার্জী |
নন্দিনী মিত্র | অদিতি চ্যাটার্জী |
অরুপ রায় | ইন্দ্রজিৎ বোস |
কমলা মিত্র | বাসন্তী চ্যাটার্জী |
আশিস মিত্র | অম্বরিশ ভট্টাচার্য |
প্রিয়া মিত্র | রত্না ঘোষাল |
দুলকি | সাহেলি ঘোষ রায় |
বোতাম | সমৃদ্ধ |
ভেলকি | সম্পূর্ণা মন্ডল |
রত্না রায় | চৈতালি দাশগুপ্ত |
উর্মিলা | মানসী সিনহা |
ডেভাল মিত্র | সৌরভ চ্যাটার্জী |
মহুয়া মিত্র | মিমি দত্ত |
সম্রাট(শীল রহস্য) | হানি বাফনা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Enjoy a new murder mystery in Goenda Ginni"। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০।
- ↑ "Team Goyenda Ginni on picnic spree"। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০।
- ↑ "A mysterious murder case in Zee Bangla's Goyenda Ginni"। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০।
- ↑ "Five reasons for watching Zee Bangla's Goyenda Ginni"। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০।
- ↑ "Parama gets entrapped in the life of a housewife and a detective"। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০।