জি বাংলা
বাংলা টেলিভিশন চ্যানেল
(Zee Bangla থেকে পুনর্নির্দেশিত)
জি বাংলা ভারতের একটি বাংলা টিভি চ্যানেল। এসেল গ্রুপের অধীন জি নেটওয়ার্কের অন্তর্গত এই চ্যানেল।[১]
জি বাংলা | |
---|---|
![]() জি বাংলার লোগো | |
উদ্বোধন | সেপ্টেম্বর, ১৯৯৯ |
নেটওয়ার্ক | কেবল টেলিভিশন নেটওয়ার্ক |
মালিকানা | জি নেটওয়ার্ক |
চিত্রের বিন্যাস | ৪:৩ ১০৮০পি এসডিটিভি |
স্লোগান | জীবন মানে জি বাংলা (পূর্বতন) নতুন ছন্দে লিখব জীবন (২০১৮-বর্তমান) |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | ভারত, বাংলাদেশ |
প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
পূর্বতন নাম | আলফা বাংলা |
প্রতিস্থাপনকারী | জি বাংলা |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | জি টিভি জি বাংলা সিনেমা জি সিনেমা অ্যান্ডটিভি জি মারাঠি |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
টাটা স্কাই ভারত | চ্যানেল ৮৫৪ |
ডিশ টিভি ভারত | চ্যানেল 1408 |
সান ডাইরেক্ট টিভি ভারত | চ্যানেল ৬২১ |
এয়ারটেল ডিজিটাল টিভি ভারত | চ্যানেল ৫৪০ |
বিগ টিভি ভারত | চ্যানেল ৯২২ |
ভিডিওকন ডিটুএইচ ভারত | চ্যানেল ৭০১ |
পরশ স্যাটেলাইট | চ্যানেল ৯৬৫ |
ক্যাবল | |
ইউসিএস বাংলাদেশ | চ্যানেল ১৩ |
এসআইটিআই ডিজিটাল ভারত | চ্যানেল ২ |
১৯৯৬ সালে প্রথম এই চ্যানেলটি যাত্রা শুরু করে, কিন্তু দুই মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। আবারও আলফা বাংলা নামে এই চ্যানেলটি ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। ২০০৫ সালে এটি আরো আধুনিক হয়ে ওঠে। ২৭শে মার্চ, ২০০৫ সালে এটি নতুন লোগো উন্মোচন করে জি সিনে অ্যাওয়ার্ডে এবং তার নাম পরিবর্তন করে জি বাংলা করা হয়।
এর সর্বকালের কিছু জনপ্রিয় সিরিয়াল যেমন: গোয়েন্দা গিন্নি, এসো মা লক্ষ্মী, সাত ভাই চম্পা, কৃষ্ণকলি, মিঠাই ইত্যাদি।
বর্তমানে প্রচারিত অনুষ্ঠান সম্পাদনা
ধারাবাহিকসমূহ সম্পাদনা
ধারাবাহিক | সম্প্রচারের তারিখ |
---|---|
ইচ্ছে পুতুল | ৩০ জানুয়ারি ২০২৩ |
কার কাছে কই মনের কথা | ৩ জুলাই ২০২৩ |
জগদ্ধাত্রী | ২৯ আগস্ট ২০২২ |
ফুলকি | ১২ জুন ২০২৩ |
নিম ফুলের মধু | ১৪ নভেম্বর ২০২২ |
কোন গোপনে মন ভেসেছে | ১৮ ডিসেম্বর ২০২৩ |
আলোর কোলে | ২৭ নভেম্বর ২০২৩ |
মিঠিঝোরা | ২৭ নভেম্বর ২০২৩ |
মিলি | ২৫ সেপ্টেম্বর ২০২৩ |
মন দিতে চাই | ২ জানুয়ারি ২০২৩ |
অর্জিত ধারাবাহিক সম্পাদনা
ধারাবাহিক | সম্প্রচারের তারিখ |
---|---|
শ্রীকৃষ্ণ লীলা | ৯ জানুয়ারি ২০২৩ |
রিয়ালিটি শো সম্পাদনা
অনুষ্ঠানের নাম | সম্প্রচারের তারিখ |
---|---|
ঘরে ঘরে জী বাংলা | ২ জানুয়ারি ২০২৩ |
দিদি নাম্বার ১ মৌসুম ৯ | ১৪ ফেব্রুয়ারি ২০২২ |
দাদাগিরি মৌসুম ১০ | ৬ অক্টোবর ২০২৩ |
পূর্বে সম্প্রচারিত অনুষ্ঠান সম্পাদনা
- জয়ী (৯ অক্টোবর ২০১৭ - ১ সেপ্টেম্বর ২০১৯)
- সীমারেখা (২৩ অক্টোবর ২০১৭ - ১২ জানুয়ারি ২০১৯)
- সাত ভাই চম্পা (২৭ নভেম্বর ২০১৭ - ৩ মার্চ ২০১৯)
- বকুল কথা (৪ ডিসেম্বর ২০১৭ - ১ ফেব্রুয়ারী ২০২০)
- রাঙিয়ে দিয়ে যাও (১১ ডিসেম্বর ২০১৭ - ১৫ জুন ২০১৮)
- ভানুমতীর খেল (৮ জানুয়ারি ২০১৮ - ১৪ জুন ২০১৯)
- আমলকি (১২ ফেব্রুয়ারী ২০১৮ - ৩০ নভেম্বর ২০১৮)
- জয় বাবা লোকনাথ (৯ এপ্রিল ২০১৮ - ৪ সেপ্টেম্বর ২০২০)
- কৃষ্ণকলি (১৮ জুন ২০১৮ - ৯ জানুয়ারি ২০২২)
- হৃদয়হরণ B. A. পাস (১৩ আগস্ট ২০১৮ - ৫ জানুয়ারি ২০২০)
- নকশি কাঁথা (১২ নভেম্বর ২০১৮ - ১০ জুলাই ২০২০)
- রানু পেলো লটারী (৩ ডিসেম্বর ২০১৮ - ১৩ ডিসেম্বর ২০১৯)
- নেতাজি (১৪ জানুয়ারি ২০১৯ - ১ আগস্ট ২০২০)
- ত্রিনয়নী (৪ মার্চ ২০১৯ - ২৬ জুলাই ২০২০)
- সৌদামিনীর সংসার (১৭ জুন ২০১৯ - ১২ ফেব্রুয়ারী ২০২১)
- আলো ছায়া (২ সেপ্টেম্বর ২০১৯ - ৯ এপ্রিল ২০২১)
- কি করে বলবো তোমায় (১৬ ডিসেম্বর ২০১৯ - ৬ আগস্ট ২০২১)
- বাঘ বন্দি খেলা (৬ জানুয়ারি ২০২০ - ২৭ মার্চ ২০২০)
- ফিরকি (৩ ফেব্রুয়ারী ২০২০ - ২ জানুয়ারি ২০২১)
- কাদম্বিনী (৬ জুলাই ২০২০ - ৩ অক্টোবর ২০২০)
- যমুনা ঢাকি (১৩ জুলাই ২০২০ - ১ জুলাই ২০২২)
- ক্ষীরের পুতুল (২৭ জুলাই ২০২০ - ৬ ডিসেম্বর ২০২০)
- পান্ডব গোয়েন্দা (৭ সেপ্টেম্বর ২০২০ - ১৫ এপ্রিল ২০২১)
- জীবন সাথী (৫ অক্টোবর ২০২০ - ৪ মার্চ ২০২২)
- অপরাজিতা অপু (৩০ নভেম্বর ২০২০ - ২৬ মার্চ ২০২২)
- মিঠাই (৪ জানুয়ারি ২০২১ - ৯ জুন ২০২৩)
- রিমলি (১৫ ফেব্রুয়ারী ২০২১ - ২৬ সেপ্টেম্বর ২০২১)
- কড়ি খেলা (৮ মার্চ ২০২১ - ২৯ এপ্রিল ২০২২)
- আমাদের এই পথ যদি না শেষ হয় (১২ এপ্রিল ২০২১ - ৯ ডিসেম্বর ২০২২)
- সর্বজয়া (৯ আগস্ট ২০২১ - ১৪ মে ২০২২)
- উমা (১৩ সেপ্টেম্বর ২০২১ - ২৮ আগস্ট ২০২২)
- পিলু (১০ জানুয়ারি ২০২২ - ১৩ নভেম্বর ২০২২)
- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (১৪ ফেব্রুয়ারী ২০২২ - ২৭ জানুয়ারি ২০২৩)
- উড়ন তুবড়ি (২৮ মার্চ ২০২২ - ১৬ ডিসেম্বর ২০২২)
- লালকুঠি (২ মে ২০২২ - ২৫ নভেম্বর ২০২২)
- বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪ জুলাই ২০২২ - ৩০ ডিসেম্বর ২০২২)
- সোহাগ জল (২৮ নভেম্বর ২০২২ - ১ জুলাই ২০২৩)
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Das, Sibabrata (২০০৬-০৭-০৬), "Zee Tele's stock soars on ratings upswing, future prospects", IndianTelevision.com, সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২১