জি ২৪ ঘণ্টা
ভারতীয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল
জি ২৪ ঘণ্টা(পূর্ব নাম:- ২৪ ঘণ্টা) একটি জনপ্রিয় ২৪x৭ বাংলা সংবাদ চ্যানেল। এই চ্যানেলের মালিক জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের জি নিউজ লিমিটেড শাখার জি আকাশ নিউজ বিভাগ। এটি ২০০৬ সালে ২৪ঘন্টা নামে টেলিভিশনে আসে। ২০১৮ সালে এর নাম পরিবর্তন করে জি ২৪ ঘন্টা রাখা হয়। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভিওয়ার্স সংখ্যার দিকে এটি তৃতীয় স্থান দখল করেছে।
জি ২৪ ঘণ্টা | |
---|---|
উদ্বোধন | ৩১ মার্চ ২০০৬ |
মালিকানা | জি মিডিয়া কর্পোরেশন লিমিটেড |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | পশ্চিমবঙ্গ, ভারত |
প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | জি নিউজ জি বাংলা |
ওয়েবসাইট | 24ghanta.com |