কলকাতা টিভি

বাংলা সংবাদ টেলিভিশন চ্যানেল

কলকাতা টিভি একটি ২৪x৭ বাংলা সংবাদ চ্যানেল। ৬২৭ কোটি টাকার জেনিটিস গোষ্ঠীর ভূতপূর্ব সংস্থা এসএসটি মিডিয়ার মাধ্যমে ২৬ মার্চ ২০০৬ তারিখে এর সম্প্রচার শুরু হয়। বিশিষ্ট চিত্রাভিনেত্রী ও পরিচালিকা অপর্ণা সেন ও বিশিষ্ট সাংবাদিক ও আনন্দবাজার পত্রিকার প্রাক্তন কার্যনির্বাহী সম্পাদক সুমন চট্টোপাধ্যায় এই চ্যানেলের প্রতিষ্ঠাতা। এখন এই চ্যানেলটি টিভি৯ বাংলার সাথে যুক্ত হয়েছে।[][]

কলকাতা টিভি
কলকাতা টিভির লোগো
উদ্বোধন২৭ মার্চ ২০০৬
চিত্রের বিন্যাস৪:৩ (৫৭৬আই, এসডিটিভি)
স্লোগান"রাতদিন সাতদিন"
ভাষাবাংলা
প্রচারের স্থানভারত (পশ্চিমবঙ্গ)
প্রধান কার্যালয়কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
প্রাপ্তিস্থান
ক্যাবল

সংবাদ চ্যানেলটি কলকাতা ভিত্তিক আরপি টেকভিশন (আই) প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত হয় এবং মোদি সরকারকে নিয়ে এর সমালোচনামূলক অবস্থানের জন্য পরিচিত। কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায় ২০১৮ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানার মুখে পড়েছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনি ইডির থেকে একটি নোটিসও পান।[] এর পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রক চ্যানেল কর্তৃপক্ষের কাছে একটি নোটিস পাঠায়, যাতে কেন চ্যানেলটির লাইসেন্স বাতিল করা হবে না - তার উত্তর চাওয়া হয়। ২৭ সেপ্টেম্বর তারিখের চিঠিটিতে স্বরাষ্ট্র মন্ত্রকের চ্যানেলটির 'নিরাপত্তা ছাড়পত্র'-এর অনুমোদন না দেওয়াকে তাদের লাইসেন্স বাতিল করার ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। নোটিসটির প্রতিক্রিয়ায় কৌস্তুভ রায় বলেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর সমালোচনাকারী গণমাধ্যমকে নীরব করার চেষ্টা করছে। তিনি বলেন "এটি মুক্ত প্রেসের কন্ঠরোধ করার একটি নির্লজ্জ পদ্ধতি। আমরা আওয়াজ তোলা বজায় রাখব, আমরা মিস্টার মোদির এই ফ্যাসিবাদী অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করব।"[][][][] তৃণমূল, কংগ্রেস, সিপিআই(এম), শিবসেনা, সমাজবাদী পার্টি, ভারতীয় জনতা পার্টির নেতারা এবং বাংলা সমাজের বিশিষ্ট ব্যক্তিরা কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন।[][][১০][১১][১২][১৩][১৪][১৫][১৬][১৭][১৮][১৯][২০] পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-ও এই বিষয়ে কলকাতা টিভিকে সমর্থন জানান।[২১][২০][২২] বিশেষ সিবিআই আদালত ইডি অফিসারদের মামলার শুনানির আগে কৌস্তুভ রায়ের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেয়[২৩] এবং কলকাতা উচ্চ আদালত কেন্দ্রীয় সরকারের নোটিসের উপর স্থগিতাদেশ জারি করে।[২৪]

প্রতিযোগী চ্যানেলসমূহ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "About Us"। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Aniek Paul and Aveek Datta (২৬ আগস্ট ২০০৯)। "Mamata, entrepreneur take over at Kolkata TV"। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১২ 
  3. "ED: নির্ধারিত সময়ের একদিন আগেই ইডির দফতরে হাজিরা ব্যবসায়ী কৌস্তভ রায়ের| Bangla News"এবিপি আনন্দ। ২২ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
  4. "'Security clearance' to 'Kolkata TV' denied, channel complains of political vendetta"National Herald (ইংরেজি ভাষায়)। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
  5. "Showcaused by Centre, says news channel"The Telegraph (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
  6. "Citing 'Security Clearance', I&B Ministry Threatens to Cancel Kolkata TV's License"The Wire (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
  7. "Denied 'security clearance', Kolkata TV gets show cause notice threatening to cancel its license"Newslaundry (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
  8. গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা ! বক্তব্যে ড: সান্তনু সেন। কলকাতা টিভি। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  9. কলকাতা টিভির সম্প্রচার কি বন্ধ করতে চায় কেন্দ্রীয় সরকার। কলকাতা টিভি। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  10. কলকাতা টিভিকে শো-কজ। কলকাতা টিভি। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  11. কলকাতা টিভির সম্প্রচার স্বত্ব নবীণকরন করতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা টিভি। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  12. গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা ! বক্তব্যে ফিরহাদ হাকিম। কলকাতা টিভি। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  13. আজকের জেলার সারাদিন। কলকাতা টিভি। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  14. আপনার কথা। কলকাতা টিভি। ২৮ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  15. কেন্দ্রের কোপে কলকাতা টিভি। কলকাতা টিভি। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  16. গনতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা , বক্তব্যে আসিস চট্টোপাধ্যায়। কলকাতা টিভি। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  17. আমরা ভয় পাচ্ছি না। কলকাতা টিভি। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  18. আপনার কথা। কলকাতা টিভি। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  19. পাশে কংগ্রেসের কমরেড কানহাইয়া। কলকাতা টিভি। ২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  20. আপনার কথা। কলকাতা টিভি। ২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  21. কলকাতা টিভির কণ্ঠ রোধের চেষ্টা, প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। ২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  22. কলকাতা টিভির পাশে ভূপেশ বাঘেল | #FightForKolkataTv #FightForFreePress। কলকাতা টিভি। ৪ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  23. ED-র ‘হয়রানি’ মামলায় রক্ষাকবচ সম্পাদকের। কলকাতা টিভি। ৫ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 
  24. কলকাতা টিভিকে দেওয়া কেন্দ্রের নোটিসে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। #SupportKolkataTv। কলকাতা টিভি। ৫ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২১ইউটিউব-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

সম্পাদনা