স্বরাষ্ট্র মন্ত্রক (ভারত)
ভারত সরকারের একটি মন্ত্রক
স্বরাষ্ট্র মন্ত্রক হল ভারত সরকারের একটি মন্ত্রক।[৩] এই মন্ত্রক জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর প্রশাসন ও অসামরিক-সামরিক যোগাযোগ, সামরিক কর্মচারীদের কল্যাণ, আরআইএমসি ভর্তি পরীক্ষা, আরআইএমসি/এনডিএ ক্যাডেটদের বৃত্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীদের পেনসন, আঞ্চলিক বাহিনীর স্বেচ্ছাসেবক-সদস্যদের সুযোগসুবিধা প্রদান এবং শৌর্য ও বিশেষ সেবামূলক পুরস্কার প্রদানের দায়িত্ব পালন করে।[৩]
নর্থ ব্লক, কেন্দ্রীয় সচিবালয় | |
মন্ত্রক রূপরেখা | |
---|---|
গঠিত | ১৫ আগস্ট ১৯৪৭ |
যার এখতিয়ারভুক্ত | ভারতীয় প্রজাতন্ত্র |
সদর দপ্তর | স্বরাষ্ট্র মন্ত্রক নর্থ ব্লক, কেন্দ্রীয় সচিবালয়, রাইসিনা হিল, নতুন দিল্লি ২৮°৩৬′৫০″ উত্তর ৭৭°১২′৩২″ পূর্ব / ২৮.৬১৩৮৯° উত্তর ৭৭.২০৮৮৯° পূর্ব |
বার্ষিক বাজেট | ₹১,৬৭,২৫০ কোটি (ইউএস$ ২০.৪৪ বিলিয়ন) (২০২০–২১ অনুমান)[১] |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী | |
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী |
|
মন্ত্রক নির্বাহী |
|
অধিভূক্ত সংস্থা |
|
ওয়েবসাইট | Official Website |
ঊর্ধ্বতন কর্মকর্তারা
সম্পাদনামন্ত্রকীয় দল
সম্পাদনাস্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকীয় দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী। তাকে সাহায্য করার জন্য একজন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন, যদিও স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর পদটি বাধ্যতামূলক নয়। মন্ত্রীর কার্যালয় ও মন্ত্রক পরিচালনার কাজে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের (সিভিল সারভেন্ট) নিয়োগ করা হয়।[৩]
সংগঠন
সম্পাদনাবিভাগ
সম্পাদনাপুলিশ বিভাগ
সম্পাদনাঅধীনস্থ পর্ষদ
সম্পাদনাদপ্তর
সম্পাদনা- সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন
- অভিবাসন ব্যুরো
- জাতীয় অপরাধ তথ্য দপ্তর - ভারতীয় দণ্ড বিধি এবং বিশেষ এবং স্থানীয় আইন (SLL) দ্বারা সংজ্ঞায়িত অপরাধ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য দায়িত্ববন্ধ ।
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.thehindu.com/business/budget/budget-2020-big-jump-in-allocation-to-mha-with-a-separate-fund-for-jk/article30713691.ece
- ↑ ক খ গ ঘ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;mha.nic.in
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ গ Official Departmental Website of the Ministry of Home Affairs ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ এপ্রিল ২০১৪ তারিখে Government of West Bengal (2011-05-25)