কৃষ্ণকলি (টেলিভিশন ধারাবাহিক)
টেলিভিশন ধারাবাহিক
কৃষ্ণকলি একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক, যার প্রিমিয়ার করা শুরু হয়েছিল ১৮ জুন ২০১৮ সালে, এবং এটি বাংলা সাধারণ বিনোদন চ্যানেল জি বাংলাতে প্রচারিত হয় এবং জী৫ ডিজিটাল প্ল্যাটফর্মে উপলব্ধ । ধারাবাহিকটিতে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য, তিয়াশা রায়, রিমঝিম মিত্র, সৌমি চাটার্জী, রৌনক দে ভৌমিক, অধিরাজ গাঙ্গুলী । ধারাবাহিকটি প্রযোজনা করেছেন টেন্ট সিনেমা ।[১][২][৩][৪]
কৃষ্ণকলি | |
---|---|
ধরন | নাটক |
নির্মাতা | টেন্ট সিনেমা |
লেখক | সুশান্ত দাস সায়ন্তনী ভট্টাচার্য |
পরিচালক | সুশান্ত দাস সিদ্ধান্ত পাল বিজয় মাঝি দানিশ মাখাউল তিলোত্তমা পিল্লাই |
সৃজনশীল পরিচালক | বিজয় মাঝি |
অভিনয়ে | নীল ভট্টাচার্য তিয়াশা রায় রিমঝিম মিত্র সৌম্যি চট্টোপাধ্যায় রৌনক দে ভৌমিক অধিরাজ গাঙ্গুলি |
আবহ সঙ্গীত রচয়িতা | দেবজিত রায় অদিতি মুনশি |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৯৭৬ |
নির্মাণ | |
নির্মাণের স্থান | কলকাতা |
ব্যাপ্তিকাল | ২১ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি বাংলা |
ছবির ফরম্যাট | ৫৭৬i এসডি টিভি ১০৮০i এইচডি টিভি |
মূল মুক্তির তারিখ | ১৮ জুন ২০১৮ |
Official Website |
অভিনয়ে
সম্পাদনা- নীল ভট্টাচার্য - নিখিল চৌধুরী(শ্যামার স্বামী, কৃষ্ণার বাবা)
- তিয়াশা রায় - শ্যামা নিখিল চৌধুরী(নিখিলের স্ত্রী, কৃষ্ণার মা)/আম্রপালি নিখিল চৌধুরী[নিখিলের দ্বিতীয় স্ত্রী](মারা গেছেন)
- সৌম্যি চট্টোপাধ্যায় - কৃষ্ণা অনিরুদ্ধ দত্ত(শ্যামা ও নিখিলের মেয়ে, অনিরুদ্ধর স্ত্রী)
- রৌণক দে ভৌমিক - অনিরুদ্ধ দত্ত (কনিকার ছেলে, কৃষ্ণার স্বামী)
- অধিরাজ গাঙ্গুলী - শিবা (নিখিল ও শ্যামার বড় ছেলে, কৃষ্ণার জমজ বড় দাদা)
- শংকর চক্রবর্তী - বসন্ত চৌধুরী
- নিবেদিতা মুখার্জি - সুজাতা বসন্ত চৌধুরী
- কৌশিক ভট্টাচার্য - অরুণ চৌধুরী
- প্রিয়াঙ্কা হালদার - পাপিয়া অরুণ চৌধুরী
- ভিবিয়ান ঘোষ - অশোক চৌধুরী
- রিমঝিম মিত্র - দিশা অশোক চৌধুরী
- অনন্যা গুহ - সৃজনী চৌধুরী বা মুন্নি
- মিশমী দাস - সুনয়না
- শর্বরী মুখার্জী - রুক্মিণী অথবা গুরুমা
- শ্রীময়ী চট্টরাজ - রাধারানী দত্ত
- সঞ্জয় বাপি বসু - অলক
- স্বাগত মুখোপাধ্যায় / নন্দিনী দত্ত - রাই দত্ত
- আয়ুস দাস - গোপাল
- সুস্মিতা রয় চক্রবর্তী - পার্বতী
- রাজীব বোস - আদিত্য চৌধুরী
- প্রিয়ম চক্রবর্তী - তিথি
- পুজা কর্মকার - প্রিয়াঙ্কা মুখার্জী
- সঞ্জীব সরকার - কৃষ্ণ চরণ
- মৌ ভট্টাচার্য - বিষ্ণুপ্রিয়া
- রাজ ভট্টাচার্য - রমেন দাস
- বাসুদেব মুখার্জী - দাদা মশাই
- সভানা বুনিয়া - টুম্পা
- শতাব্দি নাগ / পূর্বাশা দেবনাথ - শ্রাবণী
- কুশল চক্রবর্তী -(নাম বলা হয়নি) [আম্রপালির বাবা]
- রিয়াঙ্কা দাশগুপ্ত - (নাম বলা হয়নি) [আম্রপালির মাসি]
- পূর্বাশা রয় - বিজলি
- পিয়ালী বসু - গৌরী রমেন দাস
- ফাহিম মির্জা - রনি
- সৌমি পাল - মধুমিতা সেনগুপ্ত
- অভেরী সিংহ রোয়
- য় - কনিকা দত্ত
- রনিত মোদক - মন্টু পালিত
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আসছে দুই মেগা তারকার নতুন দুই মেগা"। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "আসছে 'কৃষ্ণকলি', জেনে নিন নতুন টেলি-নায়িকার পরিচয়"। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "'শ্যামা'-র জীবনে ঝড় তুলবেন প্রিয়ম"। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "Actor Kushal Chakraborty joins the cast of 'Krishnakoli'"। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।