এয়ারটেল ডিজিটাল টিভি

ভারতীয় উপগ্রহভীত্তিক টেলিভিশন প্রদানকারী

এয়ারটেল ডিজিটাল টিভি ভারতীয় স্যাটেলাইট থেকে সরাসরি প্রচারিত সেবা প্রতিষ্ঠান, যেটি পরিচালনা করে ভারতী এয়ারটেল। এই স্যাটেলাইট সেবা চালু হয় ২০০৮ সালে, যেটি স্যাটেলাইট থেকে ছবি ও শব্দ সরাসরি ভারতের বাসাবাড়ির টেলিভিশন সেটে সম্প্রচার করে। [২]

এয়ারটেল ডিজিটাল টিভি
ধরনসহযোগী
শিল্পস্যাটেলাইট টেলিভিশন
প্রতিষ্ঠাকাল২০০৮
সদরদপ্তরগুরগাঁও, হরিয়ানা, ভারত
বাণিজ্য অঞ্চল
ভারত
প্রধান ব্যক্তি
সুনীল ভারতী মিত্তাল
পণ্যসমূহসরাসরি প্রচারিত স্যাটেলাইট
মাতৃ-প্রতিষ্ঠানভারতী এয়ারটেল[১]
অধীনস্থ প্রতিষ্ঠানভারতী টেলিমিডিয়া লিমিটেড
ওয়েবসাইটwww.airtel.in/digitaltv

২০১৪ সালের ২৮ নভেম্বর অনুযায়ী, এর চ্যানেল ও সেবার সংখ্যা ৩৮৩, যার মধ্যে ২৫টি হাই ডেফিনেশন (এইচডি) চ্যানেল আছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mobile Prepaid, Broadband, Postpaid Mobile, DTH Services in India: Airtel"। Bhartiairtel.in। ৩১ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১০ 
  2. "Bharti Airtel launches DTH service"The Financial Express। ৭ অক্টোবর ২০০৮। ৪ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১০ 

বহিঃসংযোগ সম্পাদনা