গুরুগ্রাম

(গুরগাঁও থেকে পুনর্নির্দেশিত)

গুরুগ্রাম(হিন্দি: गुरुग्राम; প্রাক্তন নাম গুরগাঁও गुड़गाँव) হলো ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার একটি শহর।

গুরুগ্রাম (প্রাক্তন গুরগাঁও)
শহর
আপ্পুঘর ফুল পার্ক
আপ্পুঘর ফুল পার্ক
গুরুগ্রাম (প্রাক্তন গুরগাঁও) হরিয়ানা-এ অবস্থিত
গুরুগ্রাম (প্রাক্তন গুরগাঁও)
গুরুগ্রাম (প্রাক্তন গুরগাঁও)
হরিয়ানা, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৮°২৮′ উত্তর ৭৭°০২′ পূর্ব / ২৮.৪৭° উত্তর ৭৭.০৩° পূর্ব / 28.47; 77.03
দেশ ভারত
রাজ্যহরিয়ানা
জেলাগুরগাঁও
উচ্চতা২২০ মিটার (৭২০ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট১,৭৩,৫৪২
ভাষা
 • অফিসিয়ালহিন্দি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

ভৌগোলিক উপাত্তসম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৮°২৮′ উত্তর ৭৭°০২′ পূর্ব / ২৮.৪৭° উত্তর ৭৭.০৩° পূর্ব / 28.47; 77.03[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ২২০ মিটার (৭২১ ফুট)।

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে গুরুগ্রাম শহরের জনসংখ্যা হল ১৭৩,৫৪২ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।

এখানে সাক্ষরতার হার ৭৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮১% এবং নারীদের মধ্যে এই হার ৭৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে গুরুগ্রামের সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।

অর্থনীতিসম্পাদনা

এই শহর ভারতে তৃতীয় সর্বোচ্চ প্রতি মাথাপিছু আয়ের সাথে একটি অগ্রণী আর্থিক ও শিল্প হাবে পরিণত হয়েছে। কুশমান এন্ড ওয়েকফিল্ড এর সমীক্ষা অনুযায়ী এখানে অফিস ঘরের মূল্য ভারতের মধ্যে সবচেয়ে ব্যায়বহুল। [৩]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Gurgaon"Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭ 
  2. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭ 
  3. "Delhi-NCR 84th most expensive office location globally"