নেতাজি (টেলিভিশন ধারাবাহিক)
ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক
নেতাজি (অনু. সম্মানিত নেতা) হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনীমূলক বাংলা সোপ অপেরা, যেটি ১৪ জানুয়ারি ২০১৯ থেকে জি বাংলায় সম্প্রচারিত হয়েছিল।[১][২] অচিন্ত্যকুমার সেনগুপ্তের উদ্যত খড়্গ-এর উপর ভিত্তি করে এবং সুরিন্দর ফিল্মস এর প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটিতে নেতাজি চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বসু।[৩] কোভিড-১৯ মহামারীর কারণে ধারাবাহিকটির শুটিং বন্ধ হয়ে যায়। গুঞ্জন ছিল যে করুণাময়ী রাণী রাসমণি'র সাথে এই ধারাবাহিকটিও জি বাংলা বন্ধ করে দেবে। এই গুজবকে বিশ্রাম দিয়ে, সমস্ত সুরক্ষা প্রোটোকল বজায় রেখে ১১ জুন থেকে শুটিং শুরু হয়েছিল এবং ১৫ জুন ২০২০ থেকে নতুন পর্বগুলি প্রচার করা শুরু হয়েছিল।[৪] ১ আগস্ট ২০২০-এ ধারাবাহিকটির শেষ পর্ব সম্প্রচারিত হয়।[৫]
নেতাজি | |
---|---|
ধরন | জীবনীমূলক নাটক |
নির্মাতা | সুরিন্দর ফিল্মস |
ভিত্তি | উদ্যত খড়্গ |
লেখক | শাশ্বতী ঘোষ মালোভা মজুমদার প্রিয়াঙ্কা শেঠ |
পরিচালক | সুমন দাস শিবাংশু দাসগুপ্ত পাভেল ঘোষ অমিত দাস গোপাল চক্রবর্তী |
সৃজনশীল পরিচালক | রাই সেনগুপ্ত |
অভিনয়ে | অভিষেক বসু বাসবদত্তা চট্টোপাধ্যায় শ্রীপর্ণা রায় |
কণ্ঠ প্রদানকারী | রূপম ইসলাম এবং কোরাস |
আবহ সঙ্গীত রচয়িতা | দেবজ্যোতি মিশ্র |
সুরকার | দেবজ্যোতি মিশ্র উপালি চট্টোপাধ্যায় দেবজিৎ রায় (আবহ সঙ্গীত) |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৪১৬ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | কৃষাণু গাঙ্গুলি অনিরুদ্ধ ঘোষ |
প্রযোজক | সুরিন্দর সিং নিসপাল সিং |
নির্মাণের স্থান | কলকাতা |
চিত্রগ্রাহক | পরিতোষ সিং |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | সুরিন্দর ফিল্মস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি বাংলা |
মূল মুক্তির তারিখ | ১৪ জানুয়ারি ২০১৯ ১ আগস্ট ২০২০ | –
অভিনয়ে
সম্পাদনা- অভিষেক বসু
- বাসবদত্তা চট্টোপাধ্যায়
- ধ্রুবজ্যোতি সরকার
- কৌশিক চক্রবর্তী
- শ্রীপর্ণা রায়
- দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায়
- ফাহিম মির্জা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Television serial based on Netaji Subhas Chandra Bose's life to premiere soon"। The Times of India। ২০১৮-১১-১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬।
- ↑ "TV show 'Netaji' to premiere this month"। The Times of India। ২০১৯-০১-০২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬।
- ↑ "জি বাংলার ধারাবাহিক 'নেতাজি'র চরিত্রে কে? দেখে নিন..."। Zee24Ghanta.com। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬।
- ↑ "Bengali TV shoots to resume from June 11"। The Times of India। ২০২০-০৬-১০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬।
- ↑ "TV show 'Netaji' crosses 350 episodes"। The Times of India। ২০২০-০৩-০৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে নেতাজি (ইংরেজি)