পাণ্ডব গোয়েন্দা (টেলিভিশন ধারাবাহিক)

ভারতীয় বাংলা-ভাষার টেলিভিশন গোয়েন্দা সিরিজ

পাণ্ডব গোয়েন্দা হলো একটি ভারতীয় বাংলা-ভাষার গোয়েন্দা টেলিভিশন ধারাবাহিক, যা ৭ সেপ্টেম্বর ২০২০-এ প্রিমিয়ার হয়েছিল এবং জি বাংলা-এ সম্প্রচারিত হয়েছিল। পাণ্ডব গোয়েন্দা-এর গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই ধারাবাহিকে রব দে, ঋষভ চক্রবর্তী, ময়ূখ চ্যাটার্জি, অনুমিতা দত্ত এবং শ্রীতমা মিত্র অভিনয় করেছিলেন।[][][]

পাণ্ডব গোয়েন্দা
ধরননাটক
গোয়েন্দা
Crime
নির্মাতামহাবাহু মোশন পিকচার্স
ভিত্তিপাণ্ডব গোয়েন্দা
লেখকলেখক
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
গল্পরেখা
সদীপ ভট্টাচার্য
সংলাপ
পৌষালী ঘোষদস্তিদার
চিত্রনাট্য
সর্ব্বরী ঘোষাল
শ্রাবস্তী বসু
পরিচালকশমীক বোস (present)
রাহুল মুখোপাধ্যায় (past)
অভিনয়ে
  • রব দে
  • ঋষভ চক্রবর্তী
  • ময়ূখ চ্যাটার্জি
  • অনুমিতা দত্ত
  • শ্রীতমা মিত্র[]
আবহ সঙ্গীত রচয়িতাশ্রীজাত and ইন্দ্রদীপ দাশগুপ্ত
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৫৯
নির্মাণ
নির্বাহী প্রযোজকস্রোমনা ঘোষ
সোনাক্ষী মুখার্জি
সম্রাট দাস
প্রযোজকশিবাজী পাঁজা
বুলবুলি
নির্মাণের স্থানকলকাতা
চিত্রগ্রাহকমধুরা পালিত
পঙ্কজ মাইতি
ব্যাপ্তিকালminutes
নির্মাণ কোম্পানিমহাবাহু মোশন পিকচার্স
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
মূল মুক্তির তারিখ৭ সেপ্টেম্বর ২০২০ (2020-09-07) –
১৫ এপ্রিল ২০২১ (2021-04-15)
ক্রমধারা
সম্পর্কিত অনুষ্ঠান

গল্পের তালিকা

সম্পাদনা
  • ১. মিত্তির দের বাগান বাড়ি রহস্য
  • ২. বৃষ্টি মুখর সন্ধ্যা
  • ৩. ছিন্তাই কান্ড
  • ৪. ভালুক রহস্য
  • ৫. চৈনিক চক্র
  • ৬. লালবাই এর গুপ্তধন
  • ৭. ভৈরব হালদার পর্ব
  • ৮. গয়না চুরি রহস্য
  • ৯. বিনায়ক রায় মৃত্যু রহস্য
  • ১০. ছোটা ঠাকুর পর্ব
  • ১১. রাজীব পর্ব
  • ১২. অভিমন্যু উদ্ধর ও মেঘনাদ বধ পর্ব
  • ১৩. অষ্টধাতুর মূর্তি চুরি রহস্য
  • ১৪. নারী পাচার চক্র

অভিনয়ে

সম্পাদনা
  • রব দে বাবলু ওরফে অনির্বাণ সেন চরিত্রে। (পান্ডব গয়েন্দার নেতা)
  • ঋষভ চক্রবর্তী বিলু ওরফে আকাশ দত্ত চরিত্রে।
  • অনুমিতা দত্ত বাচ্চু ওরফে ত্রিধা চ্যাটার্জি চরিত্রে।
  • শ্রীতামা মিত্র বিচ্চু ওরফে তীর্থ চ্যাটার্জির চরিত্রে।
  • ময়ূখ চ্যাটার্জি ভোম্বল ওরফে স্নেহাজিৎ দাসের চরিত্রে
  • রঞ্জিনী চট্টোপাধ্যায় স্বর্ণালী সেন চরিত্রে
  • অনিন্দ্য চক্রবর্তী / রাজীব ব্যানার্জি এসিপি অভিমন্যু সেন চরিত্রে
  • অবন্তী দত্ত সুচরিতা চ্যাটার্জির চরিত্রে
  • অর্ঘ্য মুখার্জি অরুণাভা চ্যাটার্জির চরিত্রে
  • কল্যাণী মন্ডল পীশীথাম্মার চরিত্রে
  • অপরাজিতা ঘোষ বৃষ্টি দত্ত চরিত্রে
  • অভিজিৎ সেনগুপ্ত সুবিনয় দত্তের চরিত্রে
  • মৌমিতা চক্রবর্তী শিউলি দাসের চরিত্রে
  • দেবাশিস নাথ মলয় দাসের চরিত্রে
  • সম্রাট মুখার্জি মেঘনাদ মালপানি ওরফে এমএম ওরফে সত্য মহারাজ (ভুয়া পরিচয়) চরিত্রে
  • সৌগত বন্দ্যোপাধ্যায় ইন্সপেক্টর কুনাল বসুর চরিত্রে।
  • অলিভা ভট্টাচার্য অফিসার সহেলী সরকার চরিত্রে
  • রাহুল চক্রবর্তী ডিসিপি অসীম রায়ের চরিত্রে
  • হিয়া রায় রাই দাশগুপ্তের চরিত্রে
  • সুদীপ সরকার ডাঃ শিকদার চরিত্রে
  • ফাল্গুনী চ্যাটার্জি টেকচাঁদ গাঙ্গুলী ওরফে টেকদাদু চরিত্রে
  • অরিন্দল বাগচী পবন চরিত্রে
  • রুমকি চ্যাটার্জি স্বপ্না রায় ওরফে রায়কাকিমা চরিত্রে
  • নিলয় দাস শঙ্কর চক্রবর্তী চরিত্রে
  • ভোলা তামাং শাহজাহান চাইনিজ হোটেলে চাইনিজ ম্যান চরিত্রে
  • রিতোজা মজুমদার পিয়াল চরিত্রে
  • বুলবুলি চৌবে পাঁজা/মধুমিতা পল (ভুয়া পরিচয়) ফারজানা বেগম চরিত্রে
  • অভিজিৎ সরকার ভৈরব হালদার চরিত্রে
  • অনায়া ঘোষ শেষ শম্পা হালদার চরিত্রে
  • অরূপ রায় ত্রিনাথ হলদে চরিত্রে
  • শ্রীজা ভট্টাচার্য রিয়া হালদে চরিত্রে
  • ঐশ্বর্যা সেন কঙ্কনা সরকার ওরফে মুনিয়া চরিত্রে
  • অভ্যুদয় দে বুলান চরিত্রে
  • শক্তিপদ দে অমিয় সরকার চরিত্রে
  • রুম্পা চ্যাটার্জি সুদেষ্ণা সরকারের চরিত্রে
  • জেসমিন রায় দিশার চরিত্রে
  • গৌরব মণ্ডল অয়ন মিত্র ওরফে অয়ন কুমারের চরিত্রে
  • জুহি সেনগুপ্ত [] মধুশ্রী রায়ের চরিত্রে
  • সিধু[] বিনায়ক রায়ের চরিত্রে
  • অভিজিৎ গুহ পুলক বোস চরিত্রে
  • রজত মালাকার ছোটা ঠাকুরের চরিত্রে
  • সুতীর্থ সাহা রাজীবের চরিত্রে
  • তনুশ্রী ভট্টাচার্য পল্লবীর চরিত্রে
  • গোপা নন্দী মিতা সরকারের চরিত্রে
  • অভিজিৎ দেব রায় রবি সরকারের চরিত্রে
  • আত্রেয়ী বোস সৃষ্টির চরিত্রে
  • বিশ্বজিৎ ঘোষ মজুমদার গৌতম চরিত্রে
  • রাজেশ্বরী রায় অনিন্দিতা সাহা কপিলেশ্বরী চরিত্রে
  • প্রপ্তি চ্যাটার্জি পর্ণার চরিত্রে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সংবাদদাতা, নিজস্ব। "জেন ওয়াইয়ের মগজাস্ত্রে শান দিতে ছোটপর্দায় আসছে 'পাণ্ডব গোয়েন্দা'"www.anandabazar.com। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  2. "Pandav Goenda to be adapted for the small screen"The Times of India। ১৯ আগস্ট ২০২০। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৫ 
  3. "Pandab Goenda bengali television to have yet another detective show"The Times of India। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  4. "Pandab Goenda to launch on September 7"The Times of India। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  5. "Actress Juhi Sengupta to play a meaty role in 'Pandab Goenda'"The Times of India। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯ 
  6. "Pandab Goyenda changed my outlook towards acting: Sidhu"The Times Of India। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯