এই পথ যদি না শেষ হয়

ভারতীয় বাংলা ভাষার টেলিভিশন ধারাবাহিক

আমাদের এই পথ যদি না শেষ হয় হলো ভারতীয় বাংলা ভাষার টেলিভিশন ধারাবাহিক। এটি ভারতীয় বাংলা সাধারণ বিনোদন চ্যানেল জি বাংলায় সম্প্রচারিত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জি৫- এও উপলব্ধ ছিল। ১২ এপ্রিল ২০২১-এ মুক্তি পাওয়া এই ধারাবাহিকে প্রধান ভূমিকা অভিনয় করেছেন অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায় এবং প্রযোজনা করেছে ক্রেজি আইডিয়াস মিডিয়া।[][][][]

এই পথ যদি না শেষ হয়
অন্য নামআমাদের এই পথ যদি না শেষ হয়
ধরননাটক
প্রণয়ধর্মী
হাস্যরসাত্মক
পরিবার
নির্মাতাক্রেজি আইডিয়াস মিডিয়া
লেখকসৌভিক চক্রবর্তী
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা৪৫৩
নির্মাণ
ব্যাপ্তিকাল২২ মিনিট
নির্মাণ কোম্পানিক্রেজি আইডিয়াস মিডিয়া
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
ছবির ফরম্যাটএসডিটিভি ৫৭৬আই
এইচডিটিভি ১০৮০আই
মূল মুক্তির তারিখ১২ এপ্রিল ২০২১ (2021-04-12) –
৯ ডিসেম্বর ২০২২ (2022-12-09)

পটভূমি

সম্পাদনা

উর্মি রক্ষিত (সরকার) একজন সুপরিচিত শিল্পপতি রজত শুভ্র রক্ষিতের নাতনি। একটি গাড়ি দুর্ঘটনায় খুব অল্প বয়সে তার বাবাকে হারায় সে। এতে তার মা অসুস্থ হয়ে পড়েছিল। তাকে তার কাকিমা এবং কাকা (গায়ত্রী রক্ষিত এবং হীরক শুভ্র রক্ষিত) লালনপালন করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য অশুভ ছিল। দর্শকদের কাছে প্রকাশ করা হয় যে তারা গাড়ি দুর্ঘটনাটি সাজিয়েছিল যেখানে উর্মির বাবা নিহত হয়েছিল এবং তাদের লক্ষ্য হল ঊর্মিকে তাদের নিয়ন্ত্রণে রাখা যাতে তারা শেষ পর্যন্ত পারিবারিক উত্তরাধিকারের অংশ নিতে পারে। সাত্যকি সরকার মধ্যবিত্ত যৌথ পরিবারের একজন ট্যাক্সি ড্রাইভার। সে একজন ভাল ছাত্র ছিল কিন্তু তার পরিবারের যত্ন নেওয়ার জন্য তার স্বপ্ন ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু সে স্বপ্ন দেখে যে একদিন তার নিজস্ব অ্যাপ-ক্যাব কোম্পানি থাকবে। তারা একে অপরের প্রেমে পড়ে। বাকি গল্পটি আবর্তিত হয়েছে কীভাবে তারা একে অপরকে সাহায্য করে এবং সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেয়।

অভিনয়ে

সম্পাদনা

প্রধান

সম্পাদনা
  • ঊর্মি সরকারের (বিবাহপূর্ব রক্ষিত) চরিত্রে অন্বেষা হাজরা।
  • সাত্যকি সরকারের ওরফে টুকাইয়ের চরিত্রে ঋত্বিক মুখোপাধ্যায়।[]

অন্যান্য চরিত্রে

সম্পাদনা
  • প্রমিতা রক্ষিতের চরিত্রে অবন্তী দত্ত।
  • রজত শুভ্র রক্ষিতের (দাদু) চরিত্রে সুমন্ত মুখোপাধ্যায়।
  • শোভন রক্ষিতের চরিত্রে রজত গাঙ্গুলি।
  • দময়ন্তী রক্ষিতের চরিত্রে তুলিকা বসু।
  • হীরক শুভ্র রক্ষিতের চরিত্রে অনিন্দ্য চক্রবর্তী /অভিজিৎ চক্রবর্তী।
  • গায়ত্রী রক্ষিতের (বিবাহপূর্ব রামানুজন) চরিত্রে নবনীতা দে।
  • শুভ্র বিকাশ রক্ষিতের ওরফে ভিকির চরিত্রে অরিন্দ্য ব্যানার্জী/বিশ্ববসু বিশ্বাস।
  • অলোক শুভ্র রক্ষিতের চরিত্রে প্রিয়ম।
  • কাজল রক্ষিতের চরিত্রে দেবদ্যুতি ঘোষ।
  • রমা সরকারের চরিত্রে অলকানন্দা রায় /কল্যাণী মন্ডল/কুমকুম ভট্টাচার্য।
  • দিগন্ত সরকারের চরিত্রে ফাল্গুনী চ্যাটার্জি।
  • মৃণালিনী সরকারের ওরফে মিনুর চরিত্রে মানসী সিনহা
  • হেমন্ত সরকারের ওরফে হেমুর চরিত্রে রোহিত মুখোপাধ্যায়।
  • শুক্লা সরকারের চরিত্রে ময়না বন্দ্যোপাধ্যায়।
  • সুশান্ত সরকারের ওরফে বাপ্পার চরিত্রে প্রদীপ ধর।
  • মালিনী সরকারের ওরফে মলির চরিত্রে সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়
  • জয়ন্ত সরকারের ওরফে ছোটনের চরিত্রে দ্বৈপায়ন দাস।
  • বন্দনা সরকারের ওরফে বিনির চরিত্রে স্মৃতিকা মজুমদার।
  • নন্দিনী চক্রবর্তীর (বিবাহপূর্ব সরকার) ওরফে মুমুর চরিত্রে পায়েল দেব।
  • রিনিতা রক্ষিতের ওরফে রিনির/রিতার (বিবাহপূর্ব বিশ্বাস) চরিত্রে মিশমী দাস।[][]
  • রোহিত সরকারের ওরফে গৌরীর চরিত্রে অর্পণ পাল।
  • রিয়া সরকারের ওরফে মিমির চরিত্রে তনুশ্রী সাহা/লিজা সরকার।
  • নান্টুর চরিত্রে রাহুল বন্দ্যোপাধ্যায়
  • পিকলু বিশ্বাসের চরিত্রে কুনাল বন্দ্যোপাধ্যায়।
  • সুমন চক্রবর্তীর চরিত্রে অর্কজ্যোতি পাল চৌধুরী।
  • অভিকের চরিত্রে শুভানন দত্ত।
  • সোনালী বিশ্বাসের ওরফে সোনার চরিত্রে ঋতজা মজুমদার।
  • জিনির চরিত্রে পুনম বসাক।
  • বাবলীর চরিত্রে চৈতালি দাস।
  • শকুন্তলা রায়ের চরিত্রে সংঘশ্রী সিনহা মিত্র।
  • মিস দত্তের ওরফে মিস ভয়ংকরীর চরিত্রে অরিজিতা মুখোপাধ্যায়।
  • সাগ্নিক বসুর চরিত্রে আনন্দ চৌধুরী।
  • মিস্টার বসুর চরিত্রে অনিন্দ্য ব্যানার্জী।
  • রাজা দত্তের চরিত্রে স্বর্ণেন্দু সমাদ্দার।
  • সদানন্দ মিত্রের চরিত্রে লামা হালদার।
  • আনন্দ চক্রবর্তীর চরিত্রে সুব্রত গুহ রায়।
  • ছন্দা চক্রবর্তীর চরিত্রে অপরাজিতা ঘোষ।
  • পর্ণার চরিত্রে রাইন ঘোষ।
  • মোহনা সেনগুপ্তর চরিত্রে অঙ্কিতা বিশ্বাস।
  • তোজোর মায়ের চরিত্রে মনিকা দে।
  • পবন ভাটিয়ার চরিত্রে রিজু বিশ্বাস।
  • সুদীপের চরিত্রে যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়।
  • প্রিয়া সরকারের (বিবাহপূর্ব শর্মা) চরিত্রে নবমিতা চট্টোপাধ্যায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Urmi's journey is interesting and inspirational: Actress Annwesha Hazra on her upcoming show 'Ei Poth Jodi Na Sesh Hoy'"The Times of India। ২২ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৫ 
  2. "ঊর্মি, সাত্যকি আর কলকাতার গল্প নিয়ে আসছে 'এই পথ যদি না শেষ হয়'"Aaj Tak Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১ 
  3. "'মহানায়কের বাইকের পিছনে আমি বসে, সত্যিই যদি পথ শেষ না হত...': অন্বেষা"Ananda Bazar। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১ 
  4. "হলুদ ট্যাক্সির মনকেমন নিয়ে আসছে নতুন ধারাবাহিক"TV9 Bangla। ২০২১-০৪-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১ 
  5. "Writwik Mukherjee to play the male lead in 'Ei Poth Jodi Na Sesh Hoy' - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১ 
  6. "Mishmee Das: 'এই পথ যদি না শেষ হয়'তে আর দেখা যাবে না রিনিকে, অভিনয় কেরিয়ারে ইতি 'ক্লান্ত' মিশমির?"Hindustan Times Bangla। ২৬ জানুয়ারি ২০২২। 
  7. "Rini aka actress Mishmee Das makes a comeback in 'Amader Ei Poth Jodi Na Sesh Hoy'"The Times of India 

বহিঃসংযোগ

সম্পাদনা