জি সিনেমা

ভারতীয় টেলিভিশন চ্যানেল

জি সিনেমা হল মুম্বাই ভিত্তিক ভারতের একটি হিন্দি স্যাটেলাইট সিনেমার চ্যানেল। চ্যানেলটি জনপ্রিয় জি ইন্টারটেইন্টমেন্ট ইন্টারপ্রাইজ এর মালিক উদ্যোগে পরিচালিত যেটি ইসেল গ্রুপ এর একটি অংশ এবং সারা বিশ্বের অনেক দেশে সম্প্রচার করা হয়ে থাকে। চ্যানেলটি পূর্বের স্টার টিভি চ্যানেল আমব্রেলার একটি অংশ ছিল।[]

জি সিনেমা
জি সিনেমা লোগো
উদ্বোধনএপ্রিল ১৯৯৫
মালিকানা
ইসেল গ্রুপ
(১৫ ডিসেম্বর ১৯৯১-বর্তমান)
দেশভারত
ভাষাহিন্দি
প্রচারের স্থানভারত
প্রধান কার্যালয়মুম্বাই, মহারাষ্ট্র
ওয়েবসাইটOfficial Website
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
স্টারস্যাট টিভি (পূর্বে হিসাবে পরিচিত টপ টিভি) (আরএসএ)চ্যানেল ১৪৪
ক্যানালস্যাট (রিইউনিয়ন)চ্যানেল ৮৮
স্কাই (ইউকে)চ্যানেল ৭৯০
ডিশ নেটওয়ার্ক (ইউএসএ)চ্যানেল ৭৯০
ক্যানালস্যাট মরিস(মরিশাস)চ্যানেল ৮৮
ভিডিওকন ডি২এইচ (ভারত)চ্যানেল ২০৩
কিগনাল ডিজিটাল টিভি (ফিলিপাইন)Channel TBA
টাটা স্কাই (ভারত)চ্যানেল ৩০৭
চ্যানেল ৩০৮ এইচডি
ক্যাবল
স্টারহাব টিভি (সিঙ্গাপুর)চ্যানেল 130
ভার্জিন মিডিয়া (ইউকে)চ্যানেল ৮১০
ইউপিসি
(নেদারল্যান্ড)
চ্যানেল ৯১১
জিগগো
(নেদারল্যান্ড)
চ্যানেল ৬৫৮
হ্যাথওয়ে ডিজিটাল কেবল (ভার)চ্যানেল ৫৪
স্কাইক্যবল প্লাটিনাম (ফিলিপাইন)চ্যানেল ১৪৬ (ডিজিটাল সাবসক্রাইবার)
ডেসটিনি ক্যাবল (ফিলিপাইন)চ্যানেল ৮ (ডিজিটাল)
ক্যাবললিংক (ফিলিপাইন)শীঘ্রই আসছে
আইপিটিভি
নাও টিভি (হংকং)চ্যানেল ৭৮১

জি সিনেমা ভারতের প্রথম হিন্দি চলচ্চিত্রের চ্যানেল ছিল। চ্যানেলটি ১৯৯৫ সালের এপ্রিল এর শুরুর দিন থেকে এশিয়ার প্রায় সবকটি দেশে, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, মরিশাস এবং আরো অন্যান্য দেশে বসবাসকারী হিন্দি সিনেমার ভক্তদের মধ্যে পৌঁছনোর যথেষ্ট শক্তি অর্জন করেছে। এই চ্যানেলে প্রায় ছয়টি চলচ্চিত্র এবং চলচ্চিত্র ভিত্তিক অনুষ্ঠানমালাসহ অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা ২৪ ঘণ্টা ধরে সম্প্রচার করা হয়। জি সিনেমা ভারত জুড়ে কেবল ও স্যাটেলাইট ৭৫% এর বেশি পরিবারে সম্প্রচার করা হয়।

হিন্দি ভাষায় প্রচারিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
সংখ্যা মূল চলচ্চিত্রের নাম ডাব চলচ্চিত্রের নাম পরিচালক অভিনয়শিল্পী
লিঙ্গা লিঙ্গা কে এস রবিকুমার রজনীকান্ত, অনুষ্কা শেঠি, সোনাক্ষি সিনহা, জগপতি বাবু, সান্থানম
রুদ্রমাদেবী রুদ্রমাদেবী গুনাশেখর অনুষ্কা শেঠি, অল্লু অর্জুন, রানা দাগ্গুবতী, প্রকাশ রাজ, বিক্রমজিত বিরক, কৃষ্ণম রাজু
বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার সম্পথ নন্দী রবি তেজা, তামান্না ভাটিয়া, রাশি খান্না, বোমান ইরানি, নাসর
ব্রুস লি: দ্য ফাইটার ব্রুস লি: দ্য ফাইটার শ্রীনু ভ্যাটলা রাম চরম, রাকুল প্রীত সিং, অরুণ বিজয়, সম্পথ রাজ, কীর্তি খার্বন্দা
মাসু এঙ্গিরা মাসিলামানি (মাসু) মাস ভেঙ্কট প্রভু সূর্য, নয়নতারা, প্রনিতা সুভাষ, সামুথীরাকানি
আগাড়ু এনকাউন্টার শঙ্কর শ্রীনু ভ্যাটলা মহেশ বাবু, তামান্না ভাটিয়া, সনু সুদ, রাজেন্দ্র প্রসাদ
বুলেট রানী বুলেট রানী সাজিদ কুরেশি প্রিয়াঙ্কা কোঠারি, আশীষ বিদ্যার্থী, রবি কালে, অবিনাশ
শ্রীমন্থুডু দ্য রিয়াল তেবার করতালা শিব মহেশ বাবু, শ্রুতি হাসান, জগপতী বাবু, রাজেন্দ্র প্রসাদ
শিবম শিবম শ্রীনিবাস রেড্ডি রাম পথেনেনি, রাশি খান্না, অভিমন্যু সিং, ব্রহ্মানন্দম
১০ মন্ত্রা ২ মন্ত্রা ২ এস ভি সতীশ চার্মি কৌর, চেতন চীনু, তানিকেল্লা ভারানি, দিল্লি রাজেশ্বরী
১১ স্ট্রবেরি স্ট্রবেরি পা. বিজয় পা. বিজয়, সমুথীরাকানি, দেবযানী, অবনী মোদি
১২ নানাকু প্রেমতো ফ্যামিলি এক ডিল সুকুমার এনটি রামা রাও জুনিয়র, জগপতি বাবু, রাজেন্দ্র প্রসাদ, রাকুল প্রীত সিং
১৩ ২৪ টাইম স্টোরি বিক্রম কুমার সূর্য, সামান্থা রুথ প্রভু, নিত্যা মেনন
১৪ কথাকলি খেল পাওয়ার কা পণ্ডীরাজ বিশাল, ক্যাথরিন ত্রেসা, মধুসূদন রাও, করুণাস
১৫ শের শের এ. মল্লিকার্জুন নন্দমুরি কল্যাণ রাম, সোনাল চৌহান, বিক্রমজিৎ বিরক, মুকেশ ঋষি
১৬ পান্ডাগা চেস্কো বিজনেসম্যান ২ গোপীচাঁদ মালিনেনি রাম পথেনেনি, রাকুল প্রীত সিং, সোনাল চৌহান, সম্পথ রাজ
১৭ কাথথি খাঁকি অর খিলাড়ি এআর মুরুগাদোস বিজয়, সামান্থা রুথ প্রভু, নীল নিতিন মুকেশ, টোটা রায় চৌধুরী, সতীশ
১৮ গৌতম নন্দা রাউডি রাজকুমার ২ সম্পথ নন্দী গোপীচাঁদ, হানসিকা মোতওয়ানি, ক্যাথরিন ত্রেসা, মুকেশ ঋষি
১৯ রোগ রোগ পুরী জগন্নাথ ঈশান, মান্নারা চোপড়া, অ্যাঞ্জেলা ক্রিসলিঞ্জকি, ঠাকুর অনুপ সিং
২০ গুন্টুরোডু জিন্দা হুঁ মে এস. কে. সত্য মঞ্চু মনোজ, প্রজ্ঞা জয়সওয়াল
২১ রাথাভারা সুপার রক্ষক চন্দ্রশেখর বন্দিয়াপ্পা শ্রীমুরলী, রচিতা রাম, পি রবিশঙ্কর, সৌরব লোকেশ
২২ লাস্ট বাস লাস্ট বাস এস ডি অরবিন্দ অবিনাশ নরসিংহরাজু, মেঘাশ্রী ভাগবতার, সমর্থ নরসিংহরাজু, প্রকাশ বেলাওয়াদি
২৩ নায়কি নায়কি গোবর্ধন রেড্ডি তৃষা কৃষনান, গণেশ ভেঙ্কটরামন, সত্যম রাজেশ, সুষমা রাজ
২৪ মিরুথান ডারিং রাখওয়ালা শক্তি সৌন্দর রাজন জয়ম রবি, লক্ষ্মী মেনন, শ্রীমান, আর এন আর মনোহর, কালী ভেঙ্কেট
২৫ জয় লাভ কুষ জয় লাভ কুষ কে এস রবীন্দ্র এনটি রমা রাও জুনিয়র, রাশি খান্না, নিভেথা থমাস, রনিত রায়, হামসা নন্দিনী, নন্দিনী রাজ, প্রিয়দর্শি পুল্লিকোন্ডা
২৬ ইসম তাবাহি জুলম কি পুরী জগন্নাথ নন্দামুরি কল্যাণ রাম, অদিতি আর্য, জাগপতি বাবু, জয় প্রকাশ রেড্ডি
২৭ স্পাইডার স্পাইডার এ আর মুরুগাদোষ মহেশ বাবু, রাকুল প্রীত সিং, ভারত, প্রিয়দর্শি পুল্লিকোন্ডা,
২৮ অল্লুড়ু সীনু মাহাবলী ভি ভি বিনায়ক বল্লমকোন্ডা শ্রীনিবাস, সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া, প্রকাশ রাজ, ব্রহ্মানন্দম
২৯ জয় সিমহা জয় সিমহা কে এস রবিকুমার নন্দমুরি বালাকৃষ্ণ, নয়নতারা, নাতাশা দোষি, প্রকাশ রাজ, হরিপ্রিয়া, ব্রহ্মানন্দম
৩০ আসলী ভূত
৩১ কোলামাভু কোকিলা বিন্দাস রানী নেলসন দিলীপকুমার নয়নতারা, যোগী বাবু, রেডিন কিংসলে, সরণ্যা পোনভান্নান, রাজেন্দ্রন
৩২ থামিরাভারানি মারতে হ্যায় শান সে হরি বিশাল, ভানু, নাদিয়া, নাসর, বিজায়াকুমার
৩৩ দিয়া দিয়া এ এল বিজয় সাই পল্লবী, নাগা শৌর্য, ভেরোনিকা অরোরা, গান্ধারী নিতিন, রেখা
৩৪ ইয়ামান ইয়ামান জিবা শঙ্কর বিজয় অ্যান্টনি, মিয়া, থিয়াগারাজন, জি মারিমুথু, সাঙ্গিলি মুরুগান
৩৫ থলি প্রেমা টলি প্রেমা ভেঙ্কি আতলুরি বরুণ তেজ, রাশি খান্না
৩৬ পুজাই হিম্মতওয়ার হরি বিশাল, শ্রুতি হাসান, সত্যরাজ, রাধিকা, মুকেশ তিওয়ারি, সুরি
৩৭ ফাইটার রানী ফাইটার রানী
৩৮ দেবদাস ডন অর ডক্টর শ্রীরাম আদিত্য নাগার্জুনা আক্কিনেনি, নানি, আকাংশা সিং, রশমিকা মন্দনা
৩৯ স্বামী² স্বামী² হরি বিক্রম, প্রভু, কীর্তি সুরেশ, ঐশ্বর্য রাজেশ, ববি সিমহা
৪০ পোট্টু বিন্দি ভি সি ভাদিভুদাইয়ান ভারত, স্রুষ্টি, নমিতা, ইনেয়া
৪১ কাঞ্চনা ৩ কে৩ কালী কা কারিশমা রাঘব লরেন্স রাঘব লরেন্স, ওভিয়া, বেদিকা, নিক্কি তাম্বলি, রি দিজাভি আলেকজান্দ্র
৪২ গীতা গোবিন্দম গীতা গোবিন্দম পরশুরাম বিজয় দেবেরাকোন্ডা, রস্মিকা মন্দানা, সুব্বারাজু, মর্যানী, রাহুল রামকৃষ্ণ, ভেন্নেলা কিশোর
৪৩ টেক্সীওয়ালা সুপার টেক্সী রাহুল সাংকৃত্যায়ন বিজয় দেবেরাকোন্ডা, প্রিয়াঙ্কা জাওয়ালকার, মালবিকা নাইয়ার, মধুনন্দন
৪৪ পক্কিরী রাজা বুন্ডালবাজ রামপ্রকাশ রায়প্পা জীবা, সিবিরাজ, মোতওয়ানি হানসিকা, মানোবালা, যোগী বাবু
৪৫ শুভ্রমনিয়াপুরাম শুভ্রমনিয়াপুরাম সন্তোষ জাগারলাপুদি সুমনাথ, এশা রেব্বা, সাই কুমার, সুরেশ, সূর্য, রঘুনাথ রেড্ডি
৪৬ মধুরা রাজা মধুরা রাজা বৈশাখ মামুটি, জগপতি বাবু, জয়, অনুশ্রী, সিদ্দিকী, নেদুমুদি বেনু, বিজয়া রাঘবন, সালিম কুমার
৪৬ জুলমি এক শয়তান
৪৭ সাক্ষ্যম প্রলয়: দ্য ডেস্ট্রয়ার শ্রীয়াস বল্লমকোন্ডা শ্রীনিবাস, পূজা হেগড়ে, শরৎ কুমার, মীনা, জগপতি বাবু
৪৮ কাকি সাট্টাই ডারিং পুলিশওয়ালা
৪৯ জয়া জানকী নায়কা খুঁখার
৫০ কালী জবাব দ্য জাস্টিস কিরুথিগা উদয়নিধি বিজয় অ্যান্টনি, অঞ্জলী, সুনয়না, শিল্পা মঞ্জুনাথ, অমৃতা আইয়ার
৫১ পাটাস পাটাস
৫২ থিমিরু পুদিচাবন পুলিশ পাওয়ার
৫৩ অরবিন্দা সামেতা বীর রাঘব অরবিন্দা সামেতা এনটি রমা রাও জুনিয়র, পূজা হেগড়ে, জগপতি বাবু, এশা রেব্বা, সুনীল, রাও রমেশ
৫৪ গরিলা গরিলা গ্যাং ডন স্যান্ডি জীবা, শালিনী পাণ্ডে, সতীশ, বিবেক প্রসন্ন, যোগী বাবু, রাজেন্দ্রন
৫৫ মাজাল
৫৬ আন্নাদুরাই অতীশ দ্য ওয়েপন এস শ্রীনিবাসন বিজয় অ্যান্টনি, ডায়ানা চাম্পিকা, মহিমা, জুয়েল ম্যারি, রাধা রবি, কালী ভেঙ্কেট
৫৭ লক্ষ্মী নাচ লাকি নাচ এ এল বিজয় প্রভু দেবা, দিত্যা ভাণ্ডে, ঐশ্বর্য রাজেশ, সালমান ইউসুফ খান
৫৮ নানুম রাউডি ধান বুন্ডালবাজ বিগনেশ শিবম বিজয় সেতুপতি, নয়নতারা, পার্থীবান, রাধিকা সরতকুমার, আর জে বালাজি
৫৯ ওড়িয়ান ওড়িয়ান ভি এ শ্রীকুমার মেনন মোহনলাল, প্রকাশ রাজ, মঞ্জু ওয়ারিয়র, সিদ্দিকী, মনোজ যোশী
৬০ নেরকোন্ডা পারবাই মহা রক্ষক এইচ বিনোথ অজিত কুমার,শ্রদ্ধা শ্রীনাথ, অভিরামি ভেঙ্কেটচামন, আন্দ্রে তারিয়াং
৬১ পোল্লাধাবন রাজা তাকতওয়ার ভেট্রিমারন ধনুষ, ডিব্যা স্পন্দন, ড্যানিয়েল বালাজি, কিশোর
৬২ রারান্দোই ভেদুকা চুধাম রিশ্তে এ গ্র্যান্ড সেলিব্রেশন কল্যাণ কৃষ্ণ নাগা চৈতন্য, রাকুল প্রীত সিং, জগপতি বাবু, সম্পথ রাজ
৬৩ এথির নীচাল ডুড লাকি ডুড আর এস সেন্থিলকুমার শিবকার্থিকেয়ন, প্রিয়া আনন্দ, নন্দিতা স্বেতা, সতীশ, জয়প্রকাশ
৬৪ সাইরা নারসিমহা রেড্ডি সাইরা নারসিমহা রেড্ডি সুরেন্দ্র রেড্ডি চিরঞ্জীবি, নয়নতারা, তামান্না ভাটিয়া, কিচা সুদীপ, বিজয় সেতুপতি, জগপতি বাবু
৬৫ ভেঙ্কি মামা ভেঙ্কি মামা কে এস রবীন্দ্র ভেঙ্কটেশ, নাগা চৈতন্য, রাশি খান্না, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, নাসর
৬৬ কাপ্পান রাউডি রক্ষক কে ভি আনন্দ সূর্য, মোহনলাল, আর্য, সায়েশা সায়গল, বোমান ইরানি, সামুথিরাকানি,
৬৭ গুনা ৩৬৯ গুনা ৩৬৯ অর্জুন জানন্ড্যলা কার্তিকেয় গুম্মাকোন্ডা, অনাঘা, বায়ু বীর, নরেশ, হেমা
৬৮ মাফিয়া: চ্যাপ্টার ১ মাফিয়া কার্তিক নরেন অরুণ বিজয়, প্রসন্ন, প্রিয়া ভবানী শঙ্কর, থালাইভাসাল বিজয়
৬৯ ১০০ ১০০ সাম অ্যান্টন অথর্ব, হানসিকা মোতওয়ানি, রাধা রবি, যোগী বাবু
৭০ ফরেনসিক ফরেনসিক অখিল পাল এবং আনাস খান টভিনো থমাস, মমতা মোহনদাস, সাইজু কুরুপ, রেঞ্জি পানিকর, রেবা মনিকা জন
৭১ মাস্টার বিজয় দ্য মাস্টার লোকেশ কানকরাজ বিজয়, বিজয় সেতুপতি, মালবিকা মোহন, অর্জুন দাস, নাসর
৭২ ইধু কাথিরভেলন কাধাল কাথিরভেল কা প্যায়ার এস আর প্রভাকরণ উদয়নিধি স্ট্যালিন, নয়নতারা, সান্থানম, সুন্দর রামু, ছায়া সিং
৭৩ তেনালী রামাকৃষ্ণ বি এ বি এল তেনালী রামাকৃষ্ণ বি এ বি এল জি নাগেশ্বর রেড্ডি সন্দীপ কিষান, হানসিকা মোতওয়ানি, বড়লক্ষ্মী শরৎকুমার, রঘু বাবু, মুরালী শর্মা
৭৪ সলো ব্রাথুকে সো ব্যাটার সলো ব্রাথুকে সো ব্যাটার সুব্বু সাই ধর্ম তেজ, নাভা নাতেশ, রাজেন্দ্র প্রসাদ, নরেশ, রাও রমেশ
৭৫ ক্র্যাক ক্র্যাক গোপীচাঁদ মালেনেনি রবি তেজা, শ্রুতি হাসান, সামুথিরাকানি, বড়লক্ষ্মী শরৎকুমার
৭৬ ভেলাইল্লা পট্টাধারি ভিআইপি আর ভেলরাজ ধনুষ, অমলা পাল, সারণ্যা পনভান্নান, সামুথিরাকানি বিবেক
৭৭ যুবরত্না যুবরত্না সন্তোষ আনন্দরাম পুনীত রাজকুমার, সায়েশা সায়গাল, ধনঞ্জয়, দিগন্ত, প্রকাশ রাজ, সাইকুমার
৭৮ জোহার জোহার রবি তেজা মার্নি এস্থার অনিল, অঙ্কিত কয়্যা, নয়না গাঙ্গুলি, ঈশ্বরী রাও, চৈতন্য কৃষ্ণ, সুভালেখা সুধাকর


আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Star TV sells, Zee consolidates"। domain-b.com। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা