জামাই রাজা (টিভি ধারাবাহিক)

ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক

জামাই রাজাএকটি জনপ্রিয় ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক যা জি বাংলায় প্রচারিত হয়েছিল। এটি প্রযোজনা করেছিল সুরিন্দর ফিল্মস

জামাই রাজা (টিভি ধারাবাহিক)
জামাই রাজা
ধরনড্রা‌মা
রোমান্টিক
কমেডি
ডিটেকটিভ
নির্মাতাসুরিন্দর ফিল্মস
লেখকএন.কে.সলিল
পরিচালকবাবু বণিক
অভিনয়েঅর্জুন চক্রবর্তী
শ্রীমা ভট্টাচার্য
চৈতি ঘোষাল
গীতশ্রী রায়
মানালি দে
উদ্বোধনী সঙ্গীতসায়াম পালের জামাই রাজা
সুরকারজিৎ গাঙ্গুলী
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৩৪৫
নির্মাণ
প্রযোজকসুরিন্দর সিং
নিসপাল সিং
নির্মাণের স্থানকলকাতা
ব্যাপ্তিকাল২১ মিনিট
নির্মাণ কোম্পানিসুরিন্দর ফিল্মস
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
ছবির ফরম্যাট৫৭৬আই এসডি টিভি
১০৮০আই এইচডি টিভি
মূল মুক্তির তারিখ৫ জুন ২০১৭ (2017-06-05) –
১২ আগস্ট ২০১৮ (2018-08-12)
ক্রমধারা
সম্পর্কিত অনুষ্ঠানজামাই রাজা (২০১৪ টিভি ধারাবাহিক)
বহিঃসংযোগ
ওয়েবসাইট

গল্প সম্পাদনা

শাশুড়ি-জামাইয়ের খুনসুটি, মান-অভিমানের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি। গল্পের নায়ক ইশান শিক্ষিত, সুশীল, ঠোঁটকাটা গোছের যুবক। তার সঙ্গে পরিচয় হয় নীলাশা ও তার মা বাসবদত্তার। প্রথম দেখাতেই নীলাশাকে পছন্দ হয়ে যায় ইশানের। নীলাশারও ভালো লাগে তাকে। একে অপরের বন্ধু হয়ে ওঠে তারা। সেখান থেকে প্রেম। কিন্তু দু’জনের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় বাসবদত্তা। স্বাধীনচেতা বাসবদত্তা মোটেও ইশানকে পছন্দ করেন না। ঘটনাক্রমে বাসবদত্তার অমতে এক মন্দিরে গিয়ে বিয়ে করে ইশান এবং নীলাশা। জানার পর রেগে যান বাসবদত্তা। নীলাশার সঙ্গে ওর মায়ের দূরত্ব তৈরি হয়। এদিকে শাশুড়ির মন জয় করতে উঠেপড়ে লাগে ইশান।হাসিখুশি, ঠাট্টা-ইয়ার্কি করে বাসবদত্তার মান-অভিমান ভাঙাতে চায় ইশান। মা ও মেয়ের মাঝে দূরত্ব মেটাতে যেন সেতু হয়ে ওঠে।

অভিনেতা/অভিনেত্রী সম্পাদনা

  • ইশান রায় — অর্জুন চক্রবর্তী
  • ইশানের শাশুড়ি বাসবদত্তা বন্দ্যোপাধ্যায় — চৈতি ঘোষাল
  • নীলাশা বন্দ্যোপাধ্যায় — শ্রীমা ভট্টাচার্য [১]
  • দিদিমা — অলকানন্দা রায় [২]
  • আইপিএস অফিসার দামিনী রায় — গীতশ্রী রায়[৩][৪]
  • ইশানের বাবা — ভরত কল
  • ইশানের মা — ময়না মুখোপাধ্যায়
  • নীলাশার দিদা — অলকানন্দ রায়
  • নীলাশার মামা — সুমিত সমাদ্দার
  • নীলাশার পিসি — সায়ন্তনী সেনগুপ্ত
  • অভিষেক — উদয় প্রতাপ সিং
  • মেঘা — প্রিয়ম চক্রবর্তী
  • পারমিতা — মানালি দে
  • অলোকেশ — আদিত্য রায়
  • অলোকেশের বাবা — কৌশিক বন্দ্যোপাধ্যায়
  • অলোকেশের মা — মৌ ভট্টাচার্য
  • অলোকেশের বোন — এলফিনা মুখোপাধ্যায়
  • অন্তরা — প্রাপ্তি চট্টোপাধ্যায়
  • ইন্দ্রনীল — সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়
  • মোহিনী — কৌশাম্বী চক্রবর্তী
  • রিয়া — সুন্দর মৈত্র
  • রাজ — রাজ ভট্টাচার্য
  • পূর্বা দত্ত — দেবলীনা দত্ত
  • তানিয়া সেন — শোলাঙ্কি রায়

প্রতিক্রিয়া সম্পাদনা

জামাই রাজা (টিভি ধারাবাহিক) সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয় অনেক দিন পর অর্জুন চক্রবর্তী টিভিতে ফিরে আসেন।[৫] এতে তিনি শ্রীমা ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করেন। তাদের জুটি মানুষ বেশ পছন্দ করে।[৬] তার চরিত্রটি বেশ জনপ্রিয় হয়।[৭] সেটা বোঝা গিয়েছিল সেই সপ্তাহের টিআরপি ফলাফলে। ১৫+ আরবান টিআরপি রেটিং বলছিল, মাত্র এক সপ্তাহেই অর্জুনের ধারাবাহিক ‘জামাই রাজা’ ভাগ বসিয়েছিল রাত দশটার স্লটে স্টার জলসার ধারাবাহিক ‘রাখিবন্ধন’-এর ভিউয়ারশিপে। এক সপ্তাহে ‘রাখিবন্ধন’-এর রেটিং ৭.৪ থেকে নেমে দাঁড়িয়েছিল ৪.৪-এ। আর এক সপ্তাহেই ‘জামাই রাজা’-র রেটিং দাঁড়িয়েছিল ৪। এটি এক সময় টপ টিআরপির মধ্যে ছিল।[৮]

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. এবেলা.ইন, শাঁওলি। "একটু ভয়ে ভয়ে দিন কাটছে 'জামাই-রাজা' নায়িকার"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭ 
  2. BanglaNews24.com। "'রাশি' ও 'অগ্নিপরীক্ষা'র পর 'জামাই রাজা' :: BanglaNews24.com mobile"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৯ 
  3. Sengupta, Parna (২০১৮-০৪-২১)। "জামাই রাজা সিরিয়ালে নয়া ট্যুইস্ট"Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. ""জামাই রাজা"র শুটিং"Eenadu Bangla Portal (English ভাষায়)। ২০১৭-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭ 
  5. এবেলা.ইন, শাঁওলি। "টেলিপর্দায় কামব্যাক অর্জুনের, আসছে নতুন ধারাবাহিক"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০ 
  6. ""জামাই রাজা"র শুটিং"Eenadu Bangla Portal (English ভাষায়)। ২০১৭-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০ 
  7. "আপনাদের প্রিয় জামাইকে চিনতে পারছেন? চিনে নিন জামাইয়ের ছবি দেখে"DusBus। ২০১৭-১০-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০ 
  8. এবেলা.ইন, নিজস্ব প্রতিবেদন। "টেলিভিশনে ফিরেই 'ধমাকা' কনীনিকা-অর্জুনের, মুশকিলে পড়ল কারা"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০