লক্ষ্মী কাকিমা সুপারস্টার

ভারতীয় বাংলা টিভি সিরিজ

লক্ষ্মী কাকিমা সুপারস্টার একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক যা ১8 ফেব্রুয়ারি ২০২২ সালে শুরু হয়েছে ও জি বাংলায় প্রচারিত হয়। এটি প্রযোজনা করেছেন টেন্ট সিনেমা। প্রধান চরিত্রে অপরাজিতা আঢ্য, দেবশংকর হালদার, সৌভিক ব্যানার্জী এবং শার্লি মোদক অভিনয় করেছেন। [১][২][৩]

লক্ষ্মী কাকিমা সুপারস্টার
ধরননাটক
হাস্যরসাত্মক সৃষ্টিকর্ম
নির্মাতাটেন্ট সিনেমা
গল্প লেখকসুশান্ত দাস
সায়ন্তনী ভট্টাচার্য
পরিচালকবিজয় মাঝি
সৃজনশীল পরিচালকসুশান্ত দাস
সায়ন্তনী ভট্টাচার্য
অভিনয়েঅপরাজিতা আঢ্য
দেবশংকর হালদার
সৌভিক ব্যানার্জী
শার্লি মোদক
উদ্বোধনী সঙ্গীতসুপারস্টার সুপারস্টার লক্ষ্মী কাকিমা সুপারস্টার
মূল দেশ ভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৫২
নির্মাণ
প্রযোজকজি বাংলা
ব্যাপ্তিকালপ্রায় ২২ মিনিট
নির্মাণ কোম্পানিটেন্ট সিনেমা
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
ছবির ফরম্যাট৫৭৬i
১০৮০i এইচডিটিভি
মূল মুক্তির তারিখ১৪ ফেব্রুয়ারি ২০২২ –
বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট

পটভূমি সম্পাদনা

লক্ষ্মী, একজন গৃহবধূ তার পরিবারের জন্য সবকিছু করে। সে তার পরিবারের জন্য রুটি এবং মাখন উপার্জন করে। তিনি তার পরিবারকে সমর্থন করার জন্য একটি ছোট দোকান "লক্ষ্মী ভান্ডার" চালান, যা তাকে বেঁচে থাকার আনন্দ এবং ইচ্ছা দেয়। [৪]

অভিনয় শিল্পী সম্পাদনা

  • লক্ষ্মী দাস চরিত্রে অপরাজিতা আঢ্য [৫]
  • দেবব্রত দাস (দেবু) চরিত্রে দেবশংকর হালদার
  • দেবদুলাল দাস (দুলাল) চরিত্রে সৌভিক ব্যানার্জী
  • হংসিনী দাস চরিত্রে শার্লি মোদক [৬]
  • রিয়া দাস চরিত্রে অনন্যা গুহ
  • দেবদিত্য দাস (দেব) চরিত্রে স্বর্ণদীপ্ত ঘোষ
  • সোনালী দাস (সোনা) চরিত্রে অর্পিতা মন্ডল
  • লাল্টুর চরিত্রে অধিরাজ গাঙ্গুলী
  • বিল্টু চরিত্রে রক্তিম সামন্ত
  • রিনা দাস তাপস্যা দাশগুপ্ত
  • শুভব্রত দাস (শুভ) চরিত্রে সঞ্জয় বসু
  • প্রিয়ব্রত দাস (প্রিয়) চরিত্রে অনির্বাণ ঘোষ
  • তাপসী দাস (রূপসী) চরিত্রে শ্রী বসু
  • রঞ্জনা (বিনুনি) চরিত্রে অনন্যা সেনগুপ্ত / নবনিতা দত্ত
  • দেবব্রতের মায়ের ভূমিকায় রত্না ঘোষাল [৭]
  • সোমশঙ্কর রায়চৌধুরী চরিত্রে ভরত কৌল [৮]
  • অভ্র রায়চৌধুরী চরিত্রে রাজীব বসু
  • সোনিয়া রায়চৌধুরী চরিত্রে রিমঝিম মিত্র
  • দীপ্ত রায়চৌধুরী চরিত্রে রৌনক দে ভৌমিক
  • বীরেন চরিত্রে কৌশিক ভট্টাচার্য
  • অর্ধেন্দু চরিত্রে সন্দীপ দে
  • রনজয় (রন) চরিত্রে ইন্দ্রনীল মল্লিক [৯]
  • রতন চরিত্রে সুরজিত প্রামাণিক
  • হংসিনীর প্রয়াত মা চরিত্রে আভেরি সিংহ রায়

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Aparajita Adhya: স্বামী উদাসীন, একার আয়ে সংসার চালানো অপরাজিতাই আসল 'লক্ষ্মী'"TV9 Bangla। ২২ জানুয়ারি ২০২২। 
  2. "Lokkhi Kakima Superstar: অপুর জায়গায় আসবে লক্ষ্মী কাকিমা! সম্প্রচারের সময় বদলে প্রাইম টাইমে জায়গা নতুন মেগার"Aaj Tak Bangla 
  3. Chandra, Jayita (৮ ফেব্রুয়ারি ২০২১)। "ভালোবাসর দিনেই আত্মপ্রকাশ লক্ষ্মী কাকিমার, তবে সময় গেল বদলে"bangla.asianetnews.com। Asianet News। 
  4. "'লক্ষ্মী কাকিমা'হয়ে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য, সঙ্গী দেবশংকর হালদার"www.sangbadpratidin.inSangbad Pratidin। ২৩ জানুয়ারি ২০২২। 
  5. "Aparajita Adhya and Debshankar Halder starrer 'Lokkhi Kakima Superstar' to launch soon - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২২। 
  6. "Bengali Serial: অপরাজিতার বৌমা হয়ে ফিরছেন শার্লি মোদক, চরিত্রের নাম কী জানেন?"TV9 Bangla। ২০২২-০১-৩১। 
  7. "Lakshmi Kakima Super star is Coming: ভ্যালেন্টাইন ডে-তেই বাঙালির ঘরে আসছেন সুপারস্টার লক্ষ্মী কাকিমা"ETV Bharat News। ২০২২-০২-১০। 
  8. "'Chirodini Ami Je Tomar' fame Sharly Modak-Souvik Banerjee team up again - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০২২। 
  9. "Actor Indranil Mullick joins the cast of 'Lokkhi Kakima Superstar' - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২২