বনি সেনগুপ্ত
ভারতীয় অভিনেতা
বনি সেনগুপ্ত (জন্ম: অনুপ্রিয় সেনগুপ্ত; ১০ আগস্ট ১৯৯০) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা এবং রাজনীতিবিদ।[১][২] তিনি রাজ চক্রবর্তী পরিচালিত বরবাদ (২১০৪) ও পারবো না আমি ছাড়তে তোকে (২০১৫) চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন।[৩][৪]
বনি সেনগুপ্ত | |
---|---|
জন্ম | অনুপ্রিয় সেনগুপ্ত ১০ আগস্ট ১৯৯০ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, রাজনীতিবিদ |
কর্মজীবন | ২০১৪ – বর্তমান |
পিতা-মাতা |
|
আত্মীয় | ইন্দ্রনীল সেনগুপ্ত (কাকা) |
ব্যক্তিজীবন
সম্পাদনাবনি সেনগুপ্ত অনুপ সেনগুপ্ত ও পিয়া সেনগুপ্তের ছেলে [৫][৬] এবং অভিনেতা-পরিচালক সুখেন দাসের নাতি।[৭][৮]
বনি অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরুর আগে যোদ্ধা ছবিতে পরিচালক রাজ চক্রবর্তীর সহকারী হিসেবে কাজ করেছেন।[৯][১০]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা |
২০১৪ | বরবাদ | জয় | রাজ চক্রবর্তী | প্রথম চলচ্চিত্র পোলধভনের পুনঃনির্মাণ |
২০১৫ | পারবো না আমি ছাড়তে তোকে | শিবু | রাজ চক্রবর্তী | উয়্যালা জাম্পালার পুনঃনির্মাণ |
২০১৭ | তোমাকে চাই | জয় | রাজীব কুমার বিশ্বাস | সানজু ওয়েডস জিঠার পুনঃনির্মাণ |
জিও পাগলা | সুজয় / সুমনা | রবি কিনাগি | জয় মা কালি বোর্ডিংয়ের অবলম্বনে বিবি অর মাকানের পুনর্নির্মাণ । | |
২০১৮ | রাজা রানী রাজী | রাজা | রাজীব কুমার বিশ্বাস | বস এঙ্গিরা ভাস্করনের পুনঃনির্মাণ [১১] |
গার্লফ্রেন্ড | উত্তম | রাজা চন্দ | সিনেমা চোপিস্টা মভা র পুনঃনির্মাণ | |
মনে রেখো | লাকী আলী | ওয়াজেদ আলী সুমন | বাংলাদেশী চলচ্চিত্র | |
২০১৯ | কে তুমি নন্দিনী | আবির | পথিকৃত বসু | ওম শান্তি ওশনার পুনঃনির্মাণ |
ভুতচক্র প্রাইভেট লিমিটেড | বনি রায় | হরনাথ চক্রবর্তী | আনন্দ ব্রহ্ম থেকে অনুপ্রাণিত | |
জানবাজ | বিক্রম | অনুপ সেনগুপ্ত | বাবার সাথে প্রথম চলচ্চিত্র | |
২০২০ | লাভ স্টোরি | অনিক | রাজীব কুমার বিশ্বাস | অমরা কাভিয়াম এর পুনর্নির্মাণ |
বিয়ে.কম | অয়ন দাস | সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ | শুভাশিস দাসের ছোট গল্প 'ডু সামথিং কিউপিড' অবলম্বনে | |
২০২১ | তুমি আসবে বলে | রাজা/নন্দগোপাল গোস্বামী | সুজিত মন্ডল | |
এ সিফারেট স্কাই | রাজহরশী দে | |||
আজব প্রেমের গল্প | দীপ্ত | রাজা চন্দ্র | ||
এফআইআর নং ৩৩৯/০৭/০৬ | এসআই নরেন বসাক | জয়দীপ মুখার্জি | ||
২০২২ | অন্তর্জাল | প্রর্জুন মজুমদার | ||
জতুগৃহ | রেহান | সপ্তস্বা বসু | ||
আম্রপালি | রাজা চন্দ | জি৫ মৌলিক চলচ্চিত্র | ||
শুভ বিজয়া | আদিত্য | রোহন সেন | ||
২০২৩ | ডক্টর বক্সী | আদিত্য মুখোপাধ্যায় | সপ্তাশ্ব বসু | [১২] |
আর্চির গ্যালারি | আর্চি | প্রমিতা ভট্টাচার্য | ||
পাকদন্ডী | রোহন সেন | |||
সব করো প্রেম করো না | রনি | দেবরাজ সিনহা | ||
২০২৪ | অহল্যা | অভিমন্যু মুখোপাধ্যায় | ||
রবিন্স কিচেন | রবিন | বাপ্পা | [১৩] | |
আসন্ন | হাঙ্গামা.কম | কৃষ্ণেন্দু চ্যাটার্জি | ||
আয়ুরেখা | রাজদীপ ঘোষ | |||
অজিরা রেবাতি | শুভরাংশু দাস | ওড়িয়া চলচ্চিত্র [১৪] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bonny Sengupta - Anandabazar"। Anandabazar। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৫।
- ↑ "Prosenjit reveals a special bond with Borbaad hero Bonny in a t2 chat"। ২০১৮-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৩।
- ↑ "Bonny Sengupta - ABP Ananda"। ABP Ananda। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৫।
- ↑ "Healthy flirting is good for the mind and soul: Bonny"। The Times of India।
- ↑ "Bonny Sengupta - Aaj Tak Bangla"। Aaj Tak। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৫।
- ↑ "Bonny Sengupta - Ei Samay"। Ei Samay। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৫।
- ↑ "Bonny Sengupta - TV9 Bangla"। TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৫।
- ↑ "Bonny Sengupta - Editorji Bengali"। Editorji। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৫।
- ↑ "Bonny Sengupta - ETV Bharat Bangla"। ETV Bharat। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৫।
- ↑ "Bonny and Ritwika keeping their fingers crossed before the release of Borbaad"। ২০১৯-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৩।
- ↑ "Here is a new song from 'Raja Rani Raji' after 'Boroloker Bitilo'"। The Times of India। ৪ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
- ↑ "Parambrata-Subhashree's 'Doctor Bakshi' release confirmed, Bonny turns antagonist for the first time"। The Times of India। ২০২২-০৯-০৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২০।
- ↑ "সাসপেন্স, থ্রিলার ও রোম্যান্সে ভরপুর রবিনস কিচেনের ট্রেলার, ছবি রিলিজ ১৯ জুলাই"। News18 বাংলা। ২০২৪-০৭-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬।
- ↑ "Breaking: প্রথমবার ওড়িয়া ছবিতে বনি সেনগুপ্ত, ছবি নিয়ে কী বললেন অভিনেতা?"। aajkaal.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে বনি সেনগুপ্ত সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বনি সেনগুপ্ত (ইংরেজি)