অন্তর্জাল (২০২২-এর চলচ্চিত্র)
২০২২-এর প্রর্জুন মজুমদার পরিচালিত চলচ্চিত্র
অন্তর্জাল ২০২২ সালের রহস্যময় নাট্য ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ এবং পরিচালনা করেছেন প্রর্জুন মজুমদার। ছবিটি পান্ডে মোশন পিকচার্সের ব্যানারে প্রযোজনা করেছেন মুকেশ পান্ডে। এতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়।[১][২]
অন্তর্জাল | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | প্রর্জুন মজুমদার |
প্রযোজক | মুকেশ পান্ডে |
চিত্রনাট্যকার | অনুভব ঘোষ |
শ্রেষ্ঠাংশে | বনি সেনগুপ্ত কৌশানী মুখোপাধ্যায় |
সুরকার | অদিতি বোস |
চিত্রগ্রাহক | শুভদীপ নস্কর |
সম্পাদক | সায়ন্তন নাগ |
প্রযোজনা কোম্পানি | পান্ডে মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- বনি সেনগুপ্ত – অপূর্ব
- কৌশানী মুখোপাধ্যায় – লাহারি
- প্রান্তিক বন্দ্যোপাধ্যায়
- অভিনন্দন চট্টোপাধ্যায়
- তৃপর্ণা বর্ধন
- সৌমাল্য দত্ত
- স্বাধীন পাণ্ডে
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০২২ সালের ২৯শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Antarjaal' trailer: Bonny and Koushani's chemistry promises a gripping suspense thriller - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৩।
- ↑ "মুক্তি পেতে চলছে প্রর্জুন মজুমদার পরিচালিত বাংলা চলচ্চিত্র 'অন্তরজাল'"। www.dainikstatesmannews.com। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অন্তর্জাল (ইংরেজি)